বিষয়বস্তুতে চলুন

পাতা:ভারতী বৈশাখ-আশ্বিন ১৩২১.djvu/১৫৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩৮৭ বর্ষ, দ্বিতীয় সংখ্যা পারি না এ পর্য্যন্ত কেন ব্যবসা বাণিজ্যকে সন্মানের চক্ষে দেখিতে শিখি নাই ; ভারতের অন্তান্ত প্রদেশ অপেক্ষ বস্ত্রদেশ ব্যবসাবাণিজ্যে হীনতব বলিয়া . মনে চয়। এই বিকানীব মরুর মাড়োয়ারীগণ কলিকাতাব বড়বাজারকে এক চেটিয়া, করিয়া লইয়াছে। মৃদুব আসামের বড় বড় গ্ৰ’মে পর্যন্ত মাড়োয়াবীর দোকান। বিকানীর রাজপুতানার মরুভূমির কেন্দ্রস্থলে অবস্থিত, অথচ এই একমাত্র বিকানীর মকরণজ্যেষ্ট ছয় শতাধিক লক্ষপতিব বাস । বৈদেশিক বণিকগণ বিকানীরকে ভারতেব চিকাগো বলিয়! থাকেন। * পশ্চিম ভাবতের ব্রাহ্মণ, ক্ষত্রিম, বৈশু প্রভৃতি বিভিন্ন জাতীয় চিন্দু, এবং পার্শী মুসলমান প্রভৃতি সওদাগবগণ এসিয়াব এবং জাপানের শিল্প ও বাণিজ্য 8న ইউরোপেব প্রায় সকল দেশেই ব্যবসা বাণিজ্য চালাইতেছে । সুদূর জাপানের এক ইয়োকোহামা সহরেই প্রায় দেড়শর্ত পশ্চিম • ভারতীয় সওদাগর ব্যবসা বাণিজ্য চালাই তেছে ৭ জাপানের কোবে সহরেও ভারত বাসীৰ সংখ্যা প্রায় তদনুরূপ - উহাদের কাহারও কাহfবও সঙ্গে আলাপ করিয়, জানিয়াছি যে অনেকেরই ফ্রান্স, ইংলণ্ড, জাৰ্ম্মানি প্রভৃতি দেশে কারবার আছে { 'চীনদেশে, ফিলিপ্লাইন দ্বীপে, হাম, হুঙ্কং এবং সিঙ্গাপুবে বিস্তর পশ্চিম ভুরতীয় সওদাগর ব্যবস বাণিজ্যে নিয়োজিত আছে । কেবল একটি মাত্র বাঙ্গালী যুবককে সিঙ্গাপুবে ব্যবসা চালাইতে দেখিয়াছি । বাণিজ্যেব উন্নতি এবং প্রসাবণ রেল, ষ্টীমার এবং ব্যাঙ্ক প্রভূতির সুবন্দোবস্তের উচ্চ রাজনৈতিক বিদ্যালয়—তোকিও