পাতা:ভারতী বৈশাখ-আশ্বিন ১৩২১.djvu/১৭৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

"టు হই,—তাই তোমার . মুখে ওই সব কথা শুনিয়া আমার বড় রাগ হইয়াছিল डांझे ? বড় উচু কথা বলিয়াছি, তুমি কি রাগ করিলে দিদি !” বারি বলিল “না না—আমি রাগিব কেন ? আপনি”— । , সাবিত্রী তাহার মুখে “ হাত চাপিয়া কহিল—“যাও ভাই, ওকি কথা ?--আমি বুঝি তোমার অপেক্ষা কুড়ি বৎসরের বড়,— তাই আমায় আপনি মহাশয় করিতেছ ?— “তাই হবে, তোমার নাম কি ভাই ? তোমায় কি বলিয়া ডাকিব ?—” “ত যাই নাম হৌকৃ— শোন, আমায় কেহ বুড়ী বলিলে আমার বড় রাগ হয়, তাই আমার কাছে যখন থাকিবে তখন বুঝিয়া কথা বলিও !”— g সন্ন্যাসিনী হাসিয়া বলিলেন "চুপ পাগলের ভারতী জ্যৈষ্ঠ, ১২২১ মেয়ে ! মা বারি ? আমার এই পাগল মেয়েটি বড় বাচাল মা, ইহার কথা তুমি কাণে করিও Fi!" , বারি সেই স্বচ্ছ অন্ধকার ভেদ করিয়া ভূষিতনয়নে সাবিত্রীকে দেখিবার চেষ্টা করিতেছিল, সে ভাবিতেছিল—“অন্ধকারে এ কে আলোকময়ী ?—মরভূমে এ কোন মন্দাকিনী-ধারা ?” সন্ন্যাসিনী বলিলেন—চল মা ! আমরা এই আঁধারেই চলিয়া যাই, নতুবা প্রভাতে তোমার পিত! তোমার সন্ধান করিবেন।—উঠ সাবিত্ৰী ! বারিকে একখানি গৈরিক বস্ত্র দাও । যাও মা, তুমি বেশ পরিবর্তন কর – , অনতিবিলম্বে সেই তিন সন্ন্যাসিনী গঙ্গাতীর প্রবাঙ্গ পথে অন্তৰ্হিত হইল। শ্ৰীহেমনলিনী দেবী। ভাল তোমা বাসি যখন বলি ( > )

  • ভাল তোমা বাসি” যখন বলি তোমায় স্থলি । প্রেমের কলি, মরমে আমার সরমে ভয়ে ফোটেন রক্ত কমল হয়ে ॥ "

(. ) , * “ভাল নাহি বাধি” যখন বলি , আপন ছলি । প্রেমের কলি, ভয়ের বাপ্পার আঁধার ঘরে g মাশার বাতাসে জীবন ধরে ॥ ( 9 ) ভাল তোমা আমি বাসি না বাসি, কাছেতে আসি । তোমার হাসি, নের কোণেতে প্রদীপ জেলে নিতি নব দেয় আলোক ঢেলে ॥ ( 8 ) .তোমা ছেড়ে যবে দুরতে আসি, তোমার বঁশি আকাশে ভাসি, করুণ মুখেতে ভেরে ও সাঝে ব্যথার মতন বুবেতে বাজে ॥ । • শ্ৰীপ্রমথ চৌধুরী।