পাতা:ভারতী বৈশাখ-আশ্বিন ১৩২১.djvu/২৩৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ՀՎ)8 পুথি দুইটির শ্লোকের উপর নির্ভর করিয়া কোলচল নামটি মল্লিনাথের বংশনাম বলিয়াই ধরিয়া লইব । মল্লিনাথ নামের অর্থ মহাদেব । প্রচলিত - অভিধানে ‘মল্লিনাথ’ শব্দ দেখিতে পাওয়া যায় না ! কিন্তু পূৰ্ব্বোক্ত মল্লিনাথের বংশধর বলেন ষে মহাদেবের স্থানীয় নাম—মল্লিনাথ ও তাহদের বংশে অনেকেই মল্লি ও মল্লিয়৷ নামে আপ্যাত হইতেন। (৩) মল্লিনাথ মহোপাধ্যায় নামক উপাধি লাভ করিয়াছিলেন । মাঘকাব্যের টীকার মঙ্গলাচরণে মল্লিনাথ লিখিয়াছেন । “মল্লিনাথঃ সুধী সোহয়ং মহোপাধ্যায়শদভাক্ । বিধত্তে মাঘকাব্যস্ত ব্যাখ্যাং সৰ্ব্বঙ্ক্যামিমাম্ ॥" এতদ্ব্যতীত প্রতি টীকাব শেষে ‘মহোপাধ্যায়” উপাধির উল্লেখ আছে। মল্লিনাথের দুই পুত্র ছিল। র্তাহীদের নাম পেদধার্য্য ও কুমারস্বামী । পেন্দ্যাৰ্য্য পিতার হায় সৰ্ব্বশাস্ত্রে পারদর্শী ছিলেন! কুমারস্বামী বিদ্যানাথ রচিত প্রতাপরুদ্র •যশোভূষণ নামক অলঙ্কার-গ্রন্থের এক টীকা রচনা করেন, তাহাব নাম—রত্নাপণ । প্রতাপরুদ্র কাকতীয় নৃপতি ছিলেন তাহার স্তুতিমূলক শ্লোক উদাহরণে প্রয়োগ করিয়া বিদ্যানাথ প্রতাপরুদ্রযশোভূষণ রচনা করিয়াছিলেন। • মল্লিনাথপুত্ৰ কুমার স্বামী এই গ্রন্থের টীকার প্রারস্তে নিজ পিতা ও ভ্রাতার নিম্নলিখিত পরিচয় প্রদান করিয়াছেন—

  • “ত্রিস্বত্বশাস্ত্রজলধি চুলুক্কুরুতে স্ম য: |

তস্ত ক্রমল্লিনাথস্ত তনয়েই জনি তাদৃশঃ ॥ ভারতী . ইহা হইতে বুঝা যাইবে বেঙ্কট নারায়ণের আষাঢ়, ১৩২১ ৰোগচম্পদার্থ প্রমাণপদবাক্য পারদৃশ্ব যঃ। ব্যাখ্যাত নথিলশাস্ত্রঃ প্রবন্ধকৰ্ত্ত চ সৰ্ব্ববিদ্যtহ ॥ তস্তামুলু তদনুগ্রহীপ্তবিদ্যানবদ্যো বিনয়ীবনম্রঃ। क्षांभैौ কিঙ্গিনাতি টীকাং প্রতাপরুদ্রীয়রহস্ত

  • , -cउजौम् ।” অর্থাৎ মল্লিনাথেৰ কোলচল পেদযাৰ্য্য নামক পুত্র জন্মগ্রহণ করেন । তিনি সমগ্র শাস্ত্রের ব্যাখ্যা কৰ্ত্তা । তাহার অনুঞ্জ কুমারস্বামী । ইনি পেদযাৰ্য্য কর্তৃক শিক্ষিত হইয়াছিলেন । এই কুমারস্বামী প্রতাপরুদ্রীয় বা প্রতাপরুদ্রযশোভূষণ নামক অলঙ্কার গ্রন্থের টীকা রচনা করিয়াছেন।

মল্লিনাথ সম্বন্ধে বিশ্বাসযোগ্য বত্তান্ত এইটুকু মাত্র অবগত হইতে পারা যায় ! পূৰ্ব্বে পদধৈাজন নামক টাকারচয়িত বেঙ্কট নারায়ণের উল্লেখ করিয়াছি, তাহার পদযোজনার পুথিব প্রারম্ভে মল্লিনাথের বংশবলীর এক তালিকা প্রাপ্ত হওয়া যায় । কিন্তু তাহা বিধাসযোগ্য নহে । কেন না তিনি মল্লিনাথের অধস্তন অষ্টম পুরুষ । তিনি মল্লিনাথ বা মল্লিনাথপুত্র সম্বন্ধে যাহা লিখিয়াছেন, তাহ তাহার শোনা কথা । তা ছাড়া মল্লিনাথের পুত্র কুমারস্বামী নিজ পিতা ও জ্যেষ্ঠ ভ্রাতা সম্বন্ধে যাই বলিয়াছেন তাহা অধস্তন অষ্টম পুরুষ বেঙ্কটনারায়ণের উক্তির সম্পূর্ণ বিরুদ্ধ। এরূপস্থলে মল্লিনাথপুত্র কুমারস্বামী যাহা বলিয়াছেন তাঁহাই অধিকতর বিশ্বাসযোগ্য। পাদটীকায় আমরা বেঙ্কটনারায়ণের উক্তি উদ্ধৃত করিয়ু দিলাম । (2) Mallinatha is a local name Wor God Siva......some of our ancestors “ Known as Malli or Malliah.” . . f [Introduction to Ekavali.l