পাতা:ভারতী বৈশাখ-আশ্বিন ১৩২১.djvu/২৪৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

확88 কয় দিন এক থাকিয়া ভাবিয়া ভাবিয়া সে আরও আপনার মনোবৃত্তির দাস হইয় পড়িয়াছে। এ নির্জনতা এবংএ চিন্তা উভয়েই তাহার ত্যজ্য – পরিত্যজ্য কিন্তু পরিত্যাগ করতে পারিবে কি ? এ চিন্তা বৃপ্তিাত সংসার তাহার তাহার পক্ষে অসহ–এই চিন্তা ত্যাগ করিতে চেষ্টা করিলে যেন একটা কন্ধ বায়ু হীনতা আসিয়া সবলে তাতার কণ্ঠৰোধ করিতেছে । জলের মৎস্তকে স্থলে আনিলে সে বোধ হয় এমনি কষ্ট বোধ কবে ! —কি ভয়ানক কি দুৰ্ব্বিসহ এই অব স্থা !— তখন ভাবিয়া ভাবিয়া লাইক স্থির করিল চিন্ত অত্যজ্য কিন্তু এ নির্জন বনে থাকিয়৷ কেন সে চিন্তাকে প্রশ্রয় দিতেছে ? তাহার পক্ষে এখন কৰ্ম্মই বাঞ্ছনীয় লোকালয়ই বাসযোগ্য । কৰ্ম্ম ও জনতার অন্বেষণে তখন সে নগরাভিমুখে চলিল ।– দেশের কোন স্থানই লাইকার অপরিচিত ছিল না,—সেই পথে আসিতে নিকটে একটি চতুষ্পাঠী ছিল, তাহার ছাত্রগণ অধিকাংশই লাইকার বান্ধব,—প্রথমত সে সেই খানেই গেল। প্রথম দুই দিন বেশ ছিল কিন্তু তৃতীয় দিবসে বিপূৰ্ণ ঘটিল, বিদ্যালয়ে একজন ছাত্রের দারুণ, বিস্বচিক রোগ দেখা দিল । ছাত্রগণ আতঙ্কগ্রস্তভাবে প্রাণপণে সকুলে তাহার সেব চিকিৎসা করিল,লাইকা ও তাহাতে যোগ দিল,-কিন্তু বালক বাচিল ন। —সে মরিল কিন্তু আবার আর so জনের সেই রোগ হইল,—সে বঁাচিয়া থাকিতে থাকিতেই আর একজনের হইল,—সন্ধ্যা ভারতী জাঘাঢ়, ১৩২১ - 4 i বেলায় দুই জনেবই মৃত্যু হইল এবং একজন শিক্ষক রোগগ্ৰস্ত হইলেন ! তখন সকলেই বিপদ গণিল—কিন্তু উপায় কি ? বুদ্ধ অধ্যাপক শিশু ও বালক ছাত্রদিগকে গৃহে পাঠাইয়া দিলেন। বয়স্কদিগকেও যাইতে আদেশ করিলেন—তুtহার সে কথা হাসিয়া উড়াইল, তাহদের শিক্ষক মৃত্যুশয্যায় আব তাহারা ভয়ে পলাইবে ? শিক্ষকেরও মৃত্যু হইল। তখন দেখিতে দেখিতে রোগ দাবানলের দ্যায় গ্রামে প্রবেশ করিল । এবং নিৰ্ব্বোধ পল্লীবাসীর অচেষ্টায় তাই ভীষণ সংস্থার মুক্তি ধৰিয়া গ্রাম ধ্বংস করিতে লাগিল । 蠟 * তখন , লুইক প্রথমে চতুষ্পাঠী পবে গ্রামে গিয়া সকলের সেবায় রত হইল । সদা মৃত্যুবিভীষিকাযুক্ত রোগশয্যার পাশ্বে বসিয়া তাঙ্গদের সেবায় নিমগ্ন হইয়া লাইক ভাবিল যে এইবার বুঝি বিষম রাজপুর ও ততোধিক বিষম রাজকন্তার চিন্ত হইতে কিছু মুক্ত হইলাম –কিন্তু সে চিন্তাজাল হইতে নিস্তার পাইল কি না বুঝিতে না বুঝিতে সেই কঠিন রোগ আসিয়া তাঙ্গকে ধরিল। - ( R ) তথন ঘবে ঘরে রোগ কে কণর করে—কিন্তু তবুও লাইকার সেবার অভাব হইল না। তাহার প্রিয় বন্ধু মোহনলীগ তাহাকে আপনার গৃহে লইয়া গিয়া রাখিল । . তাছার পত্নী লাইকার যথেষ্ট সেবা করিলেন । গ্রামের লোক ও সৰ্ব্বদা তাহার সন্ধান গই, তাহাদের সেবা করিতে গিয়াই ন তাহার এ* সেবা