পাতা:ভারতী বৈশাখ-আশ্বিন ১৩২১.djvu/২৪৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩৮শ-বর্ষ, তৃতীয় সংখ্যা te কষ্ট। তাহার আরোগ্য লাভের জন্ত সকলেই প্রাণু ভক্লিয়া আশীৰ্ব্বাদ করিল। সেই প্রাণান্তিক কষ্টের সমূয় লাইক ভাবি ত—মরিলে ক্ষতি কি ? সকল চিন্তার সকল যন্ত্রণার হাত হইতে নিস্তার পাই !— কিন্তু তখনই মনে হইত—মরিব তাহাতে আমার কোন ক্ষতি নাই বটে,–কিন্তু একথা ত গোপন থাকিবে না প্রকাশ হইবেষ্ট,— তখন সেই পুষ্প সুকোমল বালিকার কি হুইবে ? ওঙ্গে –সে কথা যে লাইক ভাবিতেও পারে না ! সেও একান্ত চিত্তে আপনার আরোগ চাহিল । সকলেরই ঐকান্তিক চেষ্টায় লাইক বচিল । তখন মোহনলাল ও তপন্থীর পত্নী, লাইকাকে সঙ্গে লইয়া গ্রাম ত্যাগ কবিয়। অষ্ঠ গ্রামে গিয়া কিছুদিন বাস কবিতে চলিলেন । সেখানে সে ক্রমেই সুস্থ হইতে ছিল এই সময় আলীর সে ,জবগ্রস্ত হইল ; প্রায় একমাস আবাব শয্যাগত থাকিল । বোগশয্যায় গুছয় কষ্টে একদিন লাইকার মনে হইয়াছিল মহারাজকে সংবাদ দিলে হয় না ?–কিন্তু তৎক্ষণাৎ এক বিষম আত্মগ্নানিতে তাহার সমস্ত প্রাণ ধিক্ত হইয়া গেল,— ছিঃ কষ্টে পড়িয়৷ দারিদ্র্যের সময় - অভাবের সময়,—ধনী বন্ধু বা আয়ীয়ের সাহায্য গ্রহণ ! ইহাৰ তুল্য নীচতা আর কি সম্ভব! হায় কষ্ট-তুমি মানুষেব অন্তরকে এমনও ইন করিয়া তুলিতে পার ? লাইক একথা ভাবিগ কি করিয়া ? ভাবিতে ভাবিতে পাইকার হৃদয় আবাণ পূৰ্ব্বৰৎ মুস্থ হইয়া '

      • , 6 थे क्रिडारू अखब इश्ड प्रब *নিয়া নিশ্চিন্ত মনে পাশ ফিরিল —

লাইক २8¢ ধীরে ধীরে সে মুস্থ হইয়া উঠিতেছিল, কিন্তু শরীর বড় দুর্বল, সে দুৰ্ব্বলন্ত, কিছুতেই সারে না, লাইকা এখনও শয্যায়, কবিরাজ বলিল, স্থান পরিবর্তন ভিন্ন ইহার স্বাস্থ্যলাভ কিছুতেই সম্ভব নয়—শরীরে রক্ত মাত্র নাই সমস্ত পেশীই দুৰ্ব্বল-ইত্যাদি। লাইক হাসিয়া বলিল, পায়ে বল ন হইলে কি করিয়া স্থান পরিবর্তন হয় মহাশয় । কবিরাজ বলিলেন, “এখন কিছুদিন নৌকাবাস আপনার পক্ষে উপকাৰী !” উচ্চ হাসিয়া লাইক বলিল, “ক্ষমা করুন কবিরাজ মহাশয় ! এখন আনার বাহুতে দাড় টানিবার বল নাই—আর এ জন্মে ষে হইবে এ ভরসাও হয় না !” বলিতে বলিতে তাহার হাসি থামিয়া গেল, মোহন লীলও সেইখানে দাড়াইয়াছিলেন—একটি মৃদ্ধ নিশ্বাস ফেলিয়া তিনি উঠিয়া গেলেন। এইভাবে কয়দিন গেল,—সেদিন বৈকালে মোহনলাল আসিয়া লাইকার শয্যার পাশ্বে বসিলেন, তাহাকে দেখিয়া একটু হাসিয়া লাইকা বলিল, “ভাল মেছুন, আমাকে দেখিয়া তোমার কি বোধ হয় ? মোহনলাল বলিলেন “কি বোধ হইবে লাইক’ ?” . 願 “কিছু বোধ হয় না ? একটি প্রস্তরস্তুপ বা বল্লীকপিগু--অথবt-” ' মোহনলাল বলিলেন,—বাধা দিয়া একটু বিরক্তির সবে বলিলেন, "আঃ চুপ লাইক । তোমার এ কথাগুলি আমার ভাল লাগে না তবে একটা কথা শোন এবং ইহাতে তোমার কি অভিপ্রায় তাহাও বল,--” --সত্য !