পাতা:ভারতী বৈশাখ-আশ্বিন ১৩২১.djvu/২৮১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩৮শ বর্ষ, তৃতীয় সংখ্যা 蠟 so .প্রান্তর ভেঙে খণ্ড খণ্ড হয়ে গিয়েছে, অসংখ্য অশ্বারোহী ও পদাতিক সৈন্ত তুহিনশীতল জলরাশির মধ্যে আর্ত-চীৎকার করে জলমগ্ন হচ্ছে—আসন্ন মৃত্যু বিভীষিকায় সকলেই বিহ্বল। ফরাসী-সম্রাট ক্ষণকাণের জন্ত স্তম্ভিত হয়ে দাড়ালেন, একবার চারিদিকে চেয়ে দেখলেন, একবার একটি গভীর দীর্ঘ নিশ্বাস ত্যাগ করলেন, তারপর আবার আপন গন্তব্য পথে চল্লেন। আজ যথার্থই তিনি বিজয়ী, সমগ্ৰ ইউরোপখও আজ র্তাব পদানত । குே মুস্তগামী হুর্যের পাণ্ডুর পীত একটি রশ্মিরেখা, তুষারভারাচ্ছন্ন আকাশের গায়ে অকস্মাৎ উজ্জ্বল হরে উঠল ;–সম্রাট নেপোলিয়ান দক্ষিণ হস্তে আপন তরবারি খানিকে তুলে ধরে দিবসের সেই অস্তিম মহিমা-দীপ্তিকে অভিবাদন করলেন—বল্লেন “দেখ দেখ অষ্টারলিটজের• সুৰ্য্য বিদায় কালে আমাদের অভিবাদন করে যাচ্ছেন।” নেপোলিয়ান অগ্রসর হতে যাচ্ছেন এমন সময় সৈন্তব্যুহ ভেদ করে, একজন সৈনিক কাতর কণ্ঠে বিলাপ করতে করতে তার মুশ্বের সম্মুখে মাটিতে লুটিয়ে গুয়ে পড়ল। তার পরণে সাধারণ অশ্বারোহী দৈনিকের পরিচ্ছদ, এক হাতে গুলির আধাতে গভীর ক্ষত, সমস্ত শরীর রক্তাক্ত, তরবারিখানি অৰ্দ্ধভগ্ন। নেপোলিয়ান ঝুকে পড়ে তাকে দেখলেন, তিনি কখনো কোন সৈনিকের আবেদন অগ্রাহ করতেন ৭ । তার কাছে আপন সুখদুঃখের কথা ধানাতে এসে, অতি নিম্নতম সিপাহীকেও ফিরে যৈতে হত না । লোকগ্রীতি যে দ্বন্দ্ব যুদ্ধ - , २br> কি অমুল্য ধন, কত দুর্লভ, তার মর্যাদা কত অধিক, তা তিনি ভালই জানতেন। এই জ্ঞানই তার উন্নতির নিগুঢ় কারণ। অতি আকাজক্ষার বশে, পদগৌরবের গৰ্ব্বে অন্ধ হয়ে যখনি সে কথা ভুলে গিয়েছিলেন তখনি তার পতন হয়েছিল । * “ভাইয়া তুমি কি চাও? ” অশ্রুগদগদ কণ্ঠে সৈনিক বল্লে, আমার নাম জ্যাক ক্লেম । আমি কর্ণেল সাহেবের অরদালি । “কোন কর্ণেল ! একটি নয়।” “কৰ্ণেল মাকু ইস আব নে, প্রেভই। আমি র্তার পালিত ভ্রাতা। রুষ-সৈনিকের সঙ্গে তিনিও ঐ জমাট বরফের উপর ছিলেন, বরফ তো ভেঙ্গে চুবমীর হয়ে গেছে—তিনি তাহলে ডুবে মারা যাবেন। হে রাজ্যেশ্বর প্রভু ! তাকে রক্ষা করুন, রক্ষা করুন।” যে ব্যক্তি আপন ভূত্যের মনে এমন প্রবল অনুরাগ, এমন একাগ্র প্রভুপরায়ণতা জাগরিত করতে পারে, সে নিশ্চয়ই জননায়ক হবার বিশেষ উপযুক্ত ! কর্ণেল হেক্টর প্রেভষ্টের মৃত্যু, মস্ত বড় ক্ষতি বলেই, নেপোলিয়ানের মনকে পীড়িত করতে লাগল। • . “তোমার প্রভু ক্টেন বরফের উপর যাবেন? তোমারু নিশ্চয়ই ভুল হয়ে থাকবে। ওখানে ত কেবল রুষ-সৈন্ত আছে।” “নোবল গার্ডস” র ঐপথে যুদ্ধ ক্ষেত্র ছেড়ে চলে যাচ্ছিল,—যেখানেই “নোবল গার্ডস” র ষায় সেইখানেই আমার প্রতু তাদের অমুসরণ করে থাকেন। সারাট আমার কর্ণেল তে৷