পাতা:ভারতী বৈশাখ-আশ্বিন ১৩২১.djvu/৩৬৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

●宅8 ও বড় হাসির কথা, হাসির কথা দ্বাসবে লোকে, হাস্বে লোকে— হাঃ হাঃ হাঃ হাসবে লোকে !— হাঃ হাঃ হাঃ—এ জায়গাটাতে মুর হাসির অনুকরণে রচনা করিয়া দিয়াছিলাম। বৈঠকখানায় ঐক্কপ “হা হা হা” মুরে অট্টহাস্ত হইত আর ধূপধপি, শব্দে তাণ্ডব নৃত্য চলিত। শ্ৰীমা রবীন্দ্রনাথ তার স্মৃতিকথায় এই “অদ্ভুত নাট্য” বড় দাদার নামে আরোপ করিয়াছেন ; কিন্তু বড়দাদা ( শ্ৰীযুক্ত দ্বিজেন্দ্রনাথ ঠাকুর ) এ বিষয়ে সম্পূর্ণ নিরপরাধ।

  • একদিন আমাদের বারাণ্ডাব আtডডীয় কথা উঠিল—সেকালে কেমন "বসন্ত-উৎসব” হইত। আমি বলিলাম—এসোনা আমরাও একদিন সেকেলে ধরণে বসন্ত-উৎসব করি; গুণুদাদার কল্পনা খুব উত্তেজিত হইয়া উঠিল। কোনও এক বসন্ত-সন্ধ্যায় সমস্ত উদ্যান বিবিধ রঙীন আলোকে আলোকিত হইয়া নন্দন কাননে পরিণত হইল । পিচুকারী আবীর কুস্কুম সমস্ত সরঞ্জাম উপস্থিত হইয়া গেল। খুব আবীর খেল হইতে লাগিল । তারপর গান বাজনা আমোদ প্রমোদও বাদ গেল না । ইহাতে অনেকগুলি টাকাও খরচ হইয়া গেল ।

“অরি একদিন , আমাদের বারাণ্ডার আডিডায় কথা উঠিল—আমাদের মধ্যে Free mason এর মত একটা কিছু করিলে হয় না ? এই কল্পনাটা গুণুদাদার খুব লাগিল ভাল। এ প্রস্তাবে তিনি খুব অনুমোদন করিলেন । আমি বলিলাম— এখনি এর উদ্যোগ আরম্ভ করিয়া দেওয়া ভারতী শ্রাবণ, ১৩২ ১ যাউকৃ। দেশী masonic দলের কিরূপ পরিচ্ছদ হুইবে প্রথমে • তাহাই স্থির করা যা’কৃ। দরজী আসিল, কাপড়ের পরামর্শ বসিয়া গেল। “ও বাড়ীর" সংলগ্ন একটা ছোট বাড়ী নুতন কেনা হইয়াছিল, সেই বাড়ীতে আমাদের Free mason-এর আডিড বসিল । আমাদের স্পষ্ট ধাবণ কিছুই ছিল না। এ সভায় আমাদের কি অনুষ্ঠান করিতে হইবে, তাহারও কিছু স্থিৰ নাই। এই মাত্র ধারণ ছিল যে, আমাদের যাহা কিছু করিতে হইবে সমস্তই গোপনে করিতে হইবে। একটা “প্রতিজ্ঞ পত্ৰ” লিপিবদ্ধ হইল । তাহার মৰ্ম্মট এইরূপ :–এখানে আমরা যাহা শুনিব, যাহা দেখিব বা যাহা করিব, তাহার ইঙ্গিত মাত্র কাহার ও নিকটে প্রকাশ করিব না। সে যেন হইল, কিন্তু ঘরের পরিচারক ভূত্য. বুদ্ধ, বেহারার সম্বন্ধে কি করা যাইবে? স্থির হইল, আমাদের অন্ততম ভ্রাতা অক্ষয় বাবু ( প্রসিদ্ধ “কমিক” অভিনেতা শ্ৰীযুক্ত অক্ষয় কুমার মজুমদার )—হিন্দি ভাষায় বুদ্ধকে এই প্রত্বিজ্ঞার মৰ্ম্ম বুঝাইয়া দিবেন। তিনি অমনি বুদ্ধ| বুঝাইতে লাগিলেন—“দেখো বুদ্ধ, হিঁয়া তোম্ যে কুছ দেখো গে, কভি কিসিকো নেই বোলন ইতু্যাদি।” বুদ্ধ, একথা শুনিয়া কিয়ৎক্ষণ অবাক হইয় দাড়াইয়া রহিল, পরে বলিয়া উঠিল—“হম কেন বলবে মশাই ?” সংক্ষেপে এই কয়টি কথা বলিয়াই সে ঘরের বাড়পোচ কার্য্যে পুনঃপ্রবৃত্ত হইল। ফ্রিমেশানি পালার এই খানেই ইর্তি হইল। সৌভাগ্য ক্রমে Free-mason RWTH ImaSOI1