পাতা:ভারতী বৈশাখ-আশ্বিন ১৩২১.djvu/৪৪৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

888 কি লাভ ?” র্যাহার এরূপ প্রশ্ন করেন র্তাহাৰ্মা ভুলিয়া যান যে বিগুস্ক রসায়ন বা পদার্থবিদ্যার উন্নতি না হইলে এই সকল “প্রয়োজনীয়” দ্রব্যের প্রস্তুতপ্রক্রিয়ার * পায় নাই যে র্তাহার আবিষ্কৃত আবিষ্কারের আদৌ সম্ভাবনা ছিল না। বৈজ্ঞানিক গবেষণ। পৃথিবীর কোনও কাজে আসিবে কি না—এ চিন্তা করিবার অবসর বৈজ্ঞানিকের নাই । কিন্তু একথা স্মরণ রাখিতে হইবে যে বৈজ্ঞানিকের গবেষণার উপর পৃথিবীর তাবৎ “প্রয়োজনীয়” দ্রব্যের উৎপত্তি নির্ভর করিতেছে। ফ্যারাডে যখন এতটুকু তরল ফ্লোরেন প্রাপ্ত হইয়াছিলেন তখন কি তিনি ভাবিয়াছিলেন যে পরবর্তী ভারতী g ভাদ্র, ১৩২১ কালে তাহার প্রস্তুত তরল ফ্লোরেন শত সহস্ৰ বোতল স্বর্ণের খনিতে ব্যবহৃত হইবে ? ফ্যারাডের দূরদৃষ্টি কখনও দেখিতে বেঞ্জিন হইতে র্তাহীর ভবিষ্যৎবংশীয়ের বিচিত্র বর্ণের শত শত প্রকার রং প্রস্তুত করিবে । ফ্যারাডের বৈদ্যুতিক গবেষণার ফলস্বরূপ আজ বিশ্বে বিদ্যুৎ একটি পরম শক্তি রূপে বিরাজু করিলে?” কে বলিবে বঙ্গদেশের রাসায়নিকগণের গবেষণা কালে বিবিধ “প্রয়োজনীয়” দ্রব্য প্রস্তুত কল্পেও সহায়তা করিবে না ? .. শ্ৰী তারিণীচরণ চৌধুরী এম. এ அ_க்க নবজন্ম দুখানি মুন্দর হাত কোমল করুণ, • বার বার স্পর্শ করি জাগাল অরুণ, পাণ্ডুর কপোল পরে, আনিল প্রভাত, সযতনে রজনীর মুছি অশ্রুপাত মুদ্রিত কোরকপুটে মধু সঞ্চারিয়া কুহক-গুঞ্জনে দিল নিখিল ভরিয়া ! দুটি আঁখি, দীপ্তি যার ছায়ায় কোমল, শারদ-প্রভাত-সম স্নিগ্ধ সুবিমল নীলিমার নিঃশেষ প্রসার, রশ্মি তারি অভিষিক্ত প্রাস্তরের অন্তর বিদারি অযুত অস্কুরে দিল জন্ম অভিনব, জাগে বিশ্বে শুধিলের লীলার বিভব ! ঐপ্রিয়ম্বদু দেবী