© . যে পাড়ার লোকদিগের আতঙ্ক উপস্থিত হইত। প্রথম দিনের অভিনয়ে পণ্ডিত রাম নারায়ণ উপস্থিত ছিলেন। অভিনয় শেষ হইলে তিনি আনন্দে উৎফুল্ল হইয়: “যা—র পলাটু ( plot ) নাই, পলাটু নাই বলে এখানে এসে একবার দেখে যাকৃ”, সমালোচকদিগের উপর এইরূপ মধুবর্ষণ কয়িয়া তিনি আস্ফালন করিতে লাগিলেন ।” এ নাটকখানি দর্শকগণকে এত মোহিত করিয়াছিল যে, তাহদের অনুরোধে একাধিক রজনী নবনাটক” অভিনীত হইয়াছিল। যে উদ্দেণ্ডে এত অর্থব্যয় ও পরিশ্রম তাহা কতক পরিমাণে সফল হইয়াছিল বলিয়া বোধ হয়, কেননা "নবনাটক” তখন দেশে বেশ একটা আন্দোলনের স্বষ্টি করিয়া তুলিয়াছিল। একদিনকার অভিনয়ে একটা বেশ কৌতুককর কাণ্ড ঘটিয়াছিল। জ্যোতিবাবু নটীর বেশ পরিয়াই সাজঘবে (Green room) কনসার্টের সহিত হাৰ্ম্মোনিয়ম্ বাজাষ্টতেছিলেন। হাইকোর্টের বিচারপতি মাননীয় ঐযুক্ত Scton Car সেদিন নিমন্ত্রিত হইয়। অভিনয় দর্শনে আসিয়াছিলেন। তিনি কনসার্ট ভারতী ভাদ্র, ১৩২১ শুনিবার জন্ত এবং কি কি যন্ত্রে কনসার্ট বাজিতেছে দেখিবার জন্ত কনসার্টের ঘরে pfratferría 1 gfrafèʼ “Beg“ your pardon, জেনান, জেনানা” বলিয়া অপ্রভিত হইয়া বাহির হইয়া পড়িলেন। পরে তাহাকে বুঝাইয়া দেওয়া হইiাছিল যে, জেনান কেহই ছিলেন না, যাহাকে দেখিয়াছিলেন তিনি স্ত্রী-সাজে-সজ্জিত জ্যোতিরিন্দ্রনাথ । নটীবেশে জ্যোতিবাবুকে সংস্কৃত রচিত একটি বসন্তবর্ণনার গান গায়িতে হইত। তাহাব প্রথম লাইন ছিল— "মলয়ানিল পৰিহাব পুব:সর" ইত্যাদি। তখন কনসার্ট পদবাচ্য ভাল কনসার্ট ছিল না বলিলেই হয়। এক ছিল মহারাজ যতীন্দ্রমোহন ঠাকুবের বাড়ীতে ; তার পর “নব নাটক” উপলক্ষ্যে এ বাড়ীতে আর এক দল হুইয়াছিল । অাদি ব্রাহ্ম সমাজের প্রসিদ্ধ গায়ক বিষ্ণুবাবু তখন এই কনসার্টের গং তৈরি কবিয়া দিতেন । তারপর এখন ত গলিতে গলিতে কনসার্ট। তখনকাব হইতে বিশেষ কিছু উন্নতি লাভ করিয়াছে বলিয়া ত মনে হয় না । ক্রমশঃ . শ্ৰীবসন্তকুমার চট্টোপাধ্যায়। , , সাময়িক প্রসঙ্গ 缀 ● লেডি হার্ডিং গত ১১ই कुलहेि বিলাতের কোন esistor ( Nursing Home ) qș siis পত্নী লেডি হার্ডিংএর মৃত্যু হইয়াছে। ॐ हांब uहे अकांग शृङ्गाट्ठ श्रामब्रा कडळूब , দুঃখিত হইয়াছি তাহ বলিবার নহে। আমরা প্রকৃতই যেন আঞ্জীয়বিয়োগধ্যথা অমুভব করিতেছি । অল্প কয়েক বৎসরের মধ্যে লেডি হার্ডিং ভারতবাসীর কতখানি হৃদয়
পাতা:ভারতী বৈশাখ-আশ্বিন ১৩২১.djvu/৫১০
অবয়ব