পাতা:ভারতী বৈশাখ-আশ্বিন ১৩২১.djvu/৫৫০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

g to এই স্থান হইতে যথার্থ মানসিক অভিব্যক্তির আরম্ভ হইয়াছে এবং সঙ্গে সঙ্গে জগতের নৈতিক অভু্যন্নতির সাহায্য হইয়াছে। ৪ একটী ইত্তর জীবনের চালনার উপযোগী যন্ত্র প্রকৃতির শিল্পশালায় একদিনেই নিৰ্ম্মিত হইতে পাবে। কারণ, ইহার চক্রের সংখ্যা অল্প, ইহা সরলভাবেই নিৰ্ম্মিত এবং ইহার বিভিন্ন অংশের সংযোগ প্রণালী অত্যন্ত , সূক্ষ্ম নহে। জন্মগ্রহণ করার পর একটী ইতর প্রাণী তাহার সমস্ত জীবন ব্যাপিয়া যাহা করিবে, •সে কাৰ্য্য তাহার পিতৃপিতামহাদির দ্বারা লক্ষ লক্ষ বার অনুষ্ঠিত হইয়াছে। সুতরাং ঐ সকল "কার্য সম্পাদনের উপযোগী ক্ষমতাসকল ঐ জাতীয় জীবের বংশগত এবং মজ্জাগত স্বভাব হইয়া উঠিয়াছে। কিন্তু e যখন একটী মনুষ্য জন্মগ্রহণ করে, তাহার ভবিষ্যৎ জীবন ঐরুপে একটা বাধা যন্ত্রের সাহায্যে বাধা নিয়মে চলিবাবু নহে। সে নুতন কাৰ্য্য করিবে, নুতন বিষয় চিন্ত কবিবে, এবং জীবনের নূতন পন্থী সমূহের স্বষ্টি করিবে। মনুষ্যজীবনের অৰ্দ্ধাংশের নিমিত্ত বংশগত স্বভাবের কোন ক্ষমতা নাই। প্রত্যুেক বংশধর এই বিচুল সংসারে আপনাপন অস্ত্রশস্ত্রের সাহায্যে বিভিন্ন পন্থা নিৰ্ম্মিত করিয়া এবং প্রকৃতির সহস্র পরিবর্তন শীলতার মধ্য দিয়া আপনাকে সযত্বে দৃঢ়ভূবে রক্ষা করিয়া অগ্রসর হইতেছে। এই সমস্ত সক্ষমতার জন্ত আয়োজনু বড়ই জটিল। বানর শিশুর দেহের মধ্যে কেবল মাত্র তাহার পিতৃপুরুষাঙ্গুষ্ঠিত কার্যাবলীর পুনরানুষ্ঠান করিবার নিমিত্ত কতকগুলা ছাচে ঢাগ যন্ত্র স্থাপিত হয়। কিন্তু মনুষ্যদেহে সঙ্কজ সংস্কারগত t उॉर्बडी মন্বয্যের । অশ্বিন, ১৩২১ কার্য্যের নিমিত্ত সে গুলির স্থাপনা ত করিতে হয়ই, তদ্ব্যতীত তাহার মস্তিষ্কে খানিকটা স্নাধীন বুদ্ধিরও আয়োজন করিয়া দিতে হয়। এই শক্তির বলে সে নুতন কৰ্ম্মের অনুষ্ঠান, নুতন পন্থাবু আবিষ্কার কবে এবং উচ্চতর আদর্শের অনুসন্ধান করিয়া থাকে।

  • আমাদের শ্বাস যন্ত্র, যখন আমরা উহার কথা

ভুলিয়া যাই, তখনও স্বকাৰ্য্য সাধিত করিতে থাকে। আমরা থামাইতে চেষ্টা করিলেও আমাদের হৃদযন্ত্ৰ সৰ্ব্বশরীরে রক্ত সঞ্চালিত করিতে থাকে। আশঙ্কা উপস্থিত হইলে আমাদের নেত্রপল্লব স্বতই নিমীলিত হয়। এষ্ট জাতীয় অঙ্গসমূহ অগণিতবার ঐ একই কাৰ্য্য সম্পাদিত করিয়া আদিতেছে। সেই জন্ত ঐ সকল শক্তি তাঙ্গদের এক একটা शउां२१|ऊ श्रङTांग झट्टेग्न मैंॉफ़ॉल्लेग्नांtछ् । সুতরাং উহাদের নিৰ্ম্মাণে অধুনা প্রকৃতিকে অধিক সময় নষ্ট করিতে হয় না। কিন্তু এই উচ্চতম অঙ্গ মস্তিষ্ক একটা সম্পূর্ণ নুতন জিনিষ । ইহার কর্তব্যের পরিধি এবং নিত্য নুতন কৰ্ত্তব্যের সংখ্যা অত্যন্ত অধিক। ইহা এক্ষণে এমন কাৰ্য্য করিতেছে, যাহা ইহার পুৰ্ব্ববৰ্ত্তিগণ করিতে শিখে নাই। মস্তিষ্কের পুণর্তন অংশটা শৈশবের প্রথম অংশেই নিৰ্ম্মিত इहेश যায়। কিন্তু নুতন অংশটার নিৰ্ম্মণ এবং যথাযথক্রপে সংস্থাপনের নিমিত্ত অনেক সময়ের প্রয়োজন হইয় থাকে। একখানা পালচালিত নৌকার খোল এবং পাল প্রস্তুত হইলেই উহাকে জলে ভাসাইতে পারা যায়। কিন্তু একখানি ষ্টীমারের জষ্ঠ এঞ্জিন কলের আবশুক। এই এঞ্জিন কল নিৰ্ম্মাণের জন্ত ষে অধিকতর সময়টুকু ব্যয়িত