পাতা:ভারতী বৈশাখ-আশ্বিন ১৩২১.djvu/৫৬৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

و یا ه" পাবার জো নেই। আপনি এসেছেন, ভালোই হয়েছে, আমায়, স্বস্থানে ফিরিয়ে দিয়ে আমুন-• • ••• 製。 মালতীর এই দুঃসাহস দেখিয়া খুড়িমা অবাক হইয় তাহার দিকে চাহিয়া রছিলেন। खांबउँौ . আশ্বিন, ১৩২১ খুড়িমা মুখ খিচাইয়া বলিয়া উঠিলেন— তা থাকবে কেন ? বলি, যাৰি কোন চুলোয় পোড়ারমুখী! একবার বলবেন নিয়ে চল, আবার বুলবেন রেখে এস •••কে তোর বাবার চাকর আছে "শতেকথেtয়ারী ! মালতী তাহাতে ক্ৰক্ষেপও করিল' না । , মালতী এই তিরস্কারে দৃকপাতও না তাহার মধ্যে তখন বিদ্রোহ প্রবল মুৰ্ত্তি করিয়া নবকিশোরকে বলিল-আমার এইধারণ করিয়া উঠুিছে। সে বুঝিতেছিল সব লাঞ্ছনা অপমানের জন্তে আপনি দায়ী। এ বিদ্রোহ তাহারই বিনাশ ও দুঃখের হেতু ; কিন্তু পদে পদে অপমানে মাথা নত করার চেয়ে য়েও শ্লাধা,সেও લા নবকিশোর, বলিল-তুমি বাড়ী চলে যেতে চাচ্ছ কেন ? মৃার কাছে ছিলে, মাসির কাছে এসেছ.এখানে তোমার কি দুঃখ ? মালতী প্রত্যেক কথা ঘৃণার সহিত, জোর দিয়া দিল্প বলিল-এখানে আমার আপনি আমাকে এখন আপনি আমি ত অীসতে চাইনি । জোর করে এনেছেন । আমিীয় রেখে আসতে বাধ্য ! নুবুকিশোর হাসিয়া বলিল—আমি যেজন্তে তোমায় এনেছি সে কাজ ত এখনে সম্পন্ন হয়নি ; এই স্বত্রপাত হয়েছে মাত্র । বিপিন না আসা পর্য্যন্ত তোমাকে অপেক্ষা করতে হবে, সহ করতে হবে। কি মুখ তাই জিজ্ঞেস করুন। মাসির ' ' –কিন্তু এ বাড়ীর সকল লোকেরই মন অতিরিক্ত স্নেহে আর অন্ত সকলের যত্নে এমন সন্দিগ্ন আর কুৎসিত যে এ সংসর্গে এখানে তিষ্ঠানো आमा मा श्रम উঠেছে। ভদ্রলোক থাকতে পারে না। এমনি যত্ন যে কেউ আমাকে একটি কাজ নবকিশোর হাসিয়া বলিল--এই রকম ছতে দেন না, কাছে ঘেঁসতে দেন না, হওয়াটাই ত স্বাভাবিক। বারা রক্তসম্বন্ধ রাত্রিদিন মিষ্টি কথায় কান জুড়িয়ে রেখেছেন, ‘ ছাড়া স্ত্রীপুরুষের সম্পর্ক শুধু স্বামীস্ত্রীরূপেই কারণু আমি একটা শের্মিজ.'পরি, আমি জানে, আর কোনো রকম সম্পর্ক যে স্ত্রী মালা হাতে করে দুনিয়ার লোকের কুৎসা’ পুরুষের মধ্যে থাকা সম্ভব এ যারা কখনো করি নে, আমি মনের মধ্যে নরক পুষে দেখেনি বা কখনো . কল্পনাও করে না, ঘোমটা ঢাকা. দিয়ে সাধু’ হতে জানিনে, তাদের মন ত ওরকম হবেই। তাঁদের ভদ্র তাই আমি ম্লেচ্ছ, আমি খৃষ্টান, আমি করে তুলতে হবে দৃষ্টান্ত দেখিয়ে আমাদের। অস্পৃশু ! এ বাড়ীর শুদ্ধশীলাদের সঙ্গে বখন এরা দেখবে যে রক্তসম্পর্কশূন্ত হয়েও আমার বনৰে না। আপনি আমাকে নিয়ে স্ত্রীপুরুষের মধ্যে বন্ধ থাকতে পারে তখন এসেছেন, আপনিই আমাকে স্বস্থানে ফিরিয়ে রেখে অম্বিন । আমি এখানে আর একদিনও থাকব না । g এদের মনও পবিত্র হয়ে উঠবে, তখন অসম্পৰ্কীয় স্ত্রীপুরুষের ঘনিষ্ঠত জান অন্তরি অসঙ্গত বলে মনে হবে না r