পাতা:ভারতী বৈশাখ-আশ্বিন ১৩২১.djvu/৫৬৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩৮শ বর্ষ, ষষ্ঠ সংখ্যা অপ্রতিভ ও সঙ্কুচিত ভাবে খুড়িমার কক্ষের দিকে চলিয়া গেল । নবকিশোর অদৃগু হইয় গেলে গিন্নি চুপি চুপি বলিলেন—যা ত রোহিণী, আড়ি পেতে শুনগে ত কি করা হয়। রোহিণীর মন আপন হইতেই ছটফট করিতেছিল ; এখন হুকুম পাইয়া সে মহানন্দে গুপ্তচরের কাৰ্য্যে ছুটিয়া গেল । নবকিশোরের কণ্ঠ ও পদশব্দ ভুল করিবার সাধ্য কাহারও ছিল না। তাহার সাড়া পাইয়া খুড়িমা লজ্জায় ও আশঙ্কায় ম্ৰিয়মাণ ও সঙ্কুচিত হইয়া তাড়াতাড়ি দেয়ালের হুক হইতে মালা নামাইয়া জপ করিতে বসিলেন, আর মালতীর এতক্ষণকার রুদ্ধ বেদন উচ্ছসিত হইয়া চোখের জলে গলিয়া পড়িতে লাগিল । নবকিশোর দ্বারের কাছে আসিয়া ডাকিল —খুড়িমা । . .' খুড়িমা উত্তর দিলেন না ; ঘন ঘন মালা চালনা করিতে লাগিলেন, যেন জপে ব্যাপৃত থাকাতেই কথা বলিতে পারিতেছেন না। ইহ দেখিয়া মালতী মুখ ফিরাইল। নবকিশোর খুড়িমার সাড়া না পাইঃ ডাকিল-মালতী। " 難 মালতী তাড়াতাড়ি চোখের জল মুছিয়া डेब्रि कीड़ाहेब्र বলিল-আম্বন। " নবকিশোর খুড়িমার সাড়া না পাইলে বাহির হইতেই হয়ত ফিরিয়া যাইত। কিন্তু মালতী, বেহায়ার মতে “তাহাকে ডাকিয়া" বসিল। খুড়িমার নিকট ইহা ভীষণ ধৃষ্টতা ও তাঁহারই প্রতিকুলত বলিয়া মনে হইল । তিনি দৃষ্টিতে নিজের মনের সমস্তখানি , স্রোতের ফুল ৫৬৫* ক্রোধের উত্তাপ পুঞ্জীভূত করিয়া মালতীকে ভস্ম করিয়া ফেলিতে চাহিতেছিলেন। খুড়িমার কোনো সাড়া না পাইয়া কেবল মাত্র মালতীর আহবানে এই আসন্ন সন্ধ্যার ঘনায়মান অন্ধকারে মালতীর ঘরে প্রবেশ . করিতে নবকিশোরের এক মুহূৰ্ত্ত দ্বিধা বোধ হইতে লাগিল। পর মুহূৰ্ত্তেই সে ভাবিল নিশ্চয় খুড়িমা ঘুরে আছেন, নতুবা মালতী এমন অসঙ্কোচে তাহাকে আহবান - করিতু না, নবকিশোর ঘরে প্রবেশ করিল। ঘরে গিয়া দেখিল খুড়িম,দোল ষ্ট্রেস দিয়৷ ইটু উচু করিয়া বসিয়া বেগে মালা ঘুরাইতেছেন এবং মালতী এক পাশে দৃপ্তভাবে দাড়াইয়া আছে। মালতীর মুখখানি তখন ,শ্রাবণ পূর্ণিমার মতো জলে মেঘে আলোতে 驗 অনিৰ্ব্বচনীয় সুন্দর দেখাইতেছিল। নবকিশোর মুগ্ধ নেত্ৰে মালতীর দিকে চাদিয়া আছে” দেখিয় খুড়িম মালতীর দিকে কটমট করি। চাহিতে লাগিলেন। কিন্তু এত কাণ্ডের পরও বেহায়া মেপ্লেট নবকিশোরুের দিকে ফ্যাল ফ্যাল করিয়ু • कांश्छिौहे मॅक्लाहेब्रां ब्रश्ञि । ठूथन '. भूक्लिब জপ শেষ, হওয়ার ভান করিয়া অভূতাড়ি * মালা মাথায় ঠেকাইয়া মালতীকে বলিলেন – মালতী, . যা না, . কাপড়গুলো সক্ষ্যে

  • . ডিঙেবে, তুলগে

মালতী তাহার মাসিমাকে সংক্ষিপ্ত একটি ‘যাচ্ছি’ বলিয়া" নবকিশোরকে বেশ স্পষ্ট কঠেষ্ট্র বলিল—আমি আপনাকে একবার ডেকে পাঠাব কতদিন থেকে ভাবছি, কিন্তু আপনাকে একবার ডেকে দেবে এতটুকু" উপকারঃ এ বাড়ীর লোকের কাছ থেকে