পাতা:ভারতী বৈশাখ-আশ্বিন ১৩২১.djvu/৫৭১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মালতীকে কোন কোন বাক্যবাণে অতঃপর বিদ্ধ করিতে হইবে তাহারই পরামর্শ করিতে করিতে সকলে মালতীর সন্ধানে নির্গত হইল । মালতী যে নিজেকে সকলের কাছ হইতে নির্লিপ্ত করিয়া লইবার চেষ্টা করিতেছিল তাহাই এই-সকল নিষ্কৰ্ম্ম৷ কুৎসাপ্রিয় পুরাঙ্গনাদিগকে তাছার বিরুদ্ধে• অধিকতর উত্তেজিত করিতেছিল। ইহার এই নিরুপায় দাম্ভিকাকে কুছে কাছে ধরিয়া রাখিয়া ঘৃণা ও পীড়ন করিবার বিলাসমুখ হইতে বঞ্চিত হইতে प्ान्, न। বলিয়াই মালতীর উপেক্ষায় জলিয়া মরিতেছিল । পলাতক শিকারের পশ্চাতে-ব্যাধের মতে ইহার মালতীকে এক ঘর • হইতে অন্ত ঘরে তাড়াইয়া লইয়া ফিরিতে লাগিল । আর্মেনী’দেশের উপকথা, to ¢ ጓእ $o মালতী কোনো ঘরের কোণের অন্ধকারে লুকাইয় নিজের আহত হৃদয়টিকে যে এক দণ্ড, শুশ্ৰুষা করিবে এমন একটু অবকাশ পাওয়া তাছার পক্ষে দুর্ঘট হইয় উঠিল— যেখান সেখান হইতে সকলের তীক্ষ কৌতুকদৃষ্টি আসিয়া তাহার ক্ষতস্থানটিই উদঘাটন করিতে গিয়া নিৰ্ম্মম আঘাত করিতে থাকে । এখানে স্বাধীন ভাবে প্রাণ ভরিয়া বুেদনা ভোগ • করিবার মতনও একটু নিরালা জায়গা নাই, কৌতুহলদৃষ্টির কণ্টকে আচ্ছন্ন হইয়। সমস্ত বাড়ীটা তাহার একলার পক্ষেও নিতান্ত সঙ্কীর্ণ বোধ হইতেছিল । পিঞ্জরাবদ্ধ আহত পার্থীর মুতো তাহার উড়িয়া পলাইবার চেষ্টা শুধু তাহার নূতন আঘাতেরই কারণ হইতে লাগিল। ৯ ( ক্রমশ: ) চারু বন্দ্যোপাধ্যায় । আর্মেনী-দেশের উপকথা । অজাগর ( ফরাসী হইতে ) বহুপুরাকালে,-আর্মেনী দেশের ধারে, ধারে যে সকল পৰ্ব্বত আছে সেই সকল পৰ্ব্বত্ত্বের ওপারে এক রাজা ছিলেন। . এই রাজা খুব ধনশালী ও পরাক্রান্ত । ইহার অগণ্য-পরিমাণ সোনা ও রূপা ছিল, অনেক বড় বড় নগর ছিল, আর° অসংখ্য সৈন্ত ছিল। কিন্তু তাহার কোন সন্তান ছিল না ; তাই এত ঐশ্বৰ্য্য সত্ত্বেও তাছার মনে মুখ ছিল না। তিনি 昏 参 象 @ to বলিতে :-"আমার পরে, আমার বংশ রক্ষা করে এমন কেহই থাকিবে না। রাজা হয়ে কি-লাভ ?” 戀 輸 র্তাহার জীবনে এমন • কিছুই ছিল না যহাতে করিয়া তিনি মৃধা হইতে পারেন। • একদিন, র্তাহার উদ্যানে একাকী বিষন্ন ভাবে বিচরণ করিতেছিলেন,—হঠাৎ দেখিতে পাইলেন, একটি সুন্দর সাপ, ছানপোন লইয়া রদ,র পোহাইতেছে। একটি ছান,