পাতা:ভারতী ১২৮৪.djvu/১০০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শুীয়তী ভ} •રના) সম্পাদকের মন্তকা ------------------------------------ ఫిగ్రీ . নগরের দিকে অগ্রসর হুইল এবং নগ| রের অধিকাংশই নষ্ট করিয়া ফেলিল । এক দিন ইকিক-নিবাসী লোকেরা দেখিল, ; छूङ्ग হইতে গভীর নীলবর্ণ প্রকাও জলরাশি সমুদ্রতল হইতে কর্দম ও পঙ্ক লইয়া নগর গ্রাম গ্রাস করিতে করিতে ছুটিয়া আসিতেছে । বন্দরে যে দ্বীপ ছিল তাহ এই তরঙ্গ-তলে মগ্ন হইয়া যায়। কতগৃহ ভগ্ন করিয়া, গ্রাম নষ্ট করিয়া, মনুষ্য নিহত করিয়া এই প্রকাও তরঙ্গ আবার সমুদ্রের ক্রোড়ে ফিরিয়া গেল । এই প্রকার তরঙ্গ প্রায় ১০০ ক্রোশ হইতে ৫০০ ক্রোশ পৰ্য্যস্ত প্রশস্ত এবং ৪০০০ ক্রোশ দীর্ঘ হয় । ঘড়ি । —ষাল মেনের বিশ্বাসী কৰ্ম্মচারী লিখিয়াছেন যে, ৮০৭ খৃস্টাব্দে পারস্য-রাজ আবদুল্ল ষার্ল মেনকে একটি ঘড়ি উপহার যন্ত্র ছিল, কিন্তু তাহা জল-পতনে ঘুরিত ; এই ঘড়ি দেখিয়া ফরাসী-রাজসভা অতিশয় আশ্চর্য হইয়া গিয়াছিল । সময়চিহ্নাঙ্কিত ঘটিকা ফলকের উপর ১২টি সময়জ্ঞাপক ক্ষুদ্র দ্বার ছিল, বিশেষ বিশেষ I ঘটায় বিশেষ বিশেষ দ্বার উন্মুক্ত হইত এবং ক্ষুদ্র তাত্ম-গোল বাহির হইয়া একটি ঘণ্টায় আঘাত করিত। বারটা বাজিয়া গেলে ১২টি অশ্বারোহী মূৰ্ত্তি ফলকের চতু দিকে ঘুরিয়া বেড়াইত । অন্তত উৎস —ইয়র্কশিয়রে না রেসবর দুর্গের ধ্বংশাবশেষের বিপরীত দিকে } লিড নদীর দক্ষিণ পশ্চিমতীয়ে একটি উৎস { আছে । সেখামে দরিদ্র লোকেরা আসিয়া দেন । তাহরে৷ এক প্রকার চক্র-সম্বলিত । ফল ফুল বৃক্ষপত্র জলে ফেলিয়া দেয়। ঐ জলে সেই সকল দ্রব্য প্রস্তর হইয়া যায়। পরে তাহারা উহা লইয়া বিক্রয় করে। এমন কি, ডিগ্ন-সমেত পক্ষীর নীড়ের প্রত্যেক সূক্ষম অংশও প্রস্তর হইতে দেখা গিয়াছে। নস্য গ্রহণে সময় ও অর্থের অপব্যয় । —লর্ড ট্যানাপ্ত বলেন, প্রত্যেক অচিকিৎসা, পাকা নস্য-সেবক দশ মিনিটে ! একটিপ্‌ করিয়া নস্য লন। নাক ঝাড়িতে, মুছিতে এবং নস্য গ্রহণের অন্যান্য নানাবিধ অমুসঙ্গিক অনুষ্ঠান করিতে করিতে দেড় মিনিট ব্যয়িত হইয়া যায়। এইরূপে ষোল ঘণ্টার মধ্যে দশ মিনিট অন্তর নস্য লইলে প্রতিদিনে ২ঘন্ট। ২৪ মিনিট নষ্ট সুতরাং প্রত্যেক বৎসরে সাৰ্দ্ধ ছত্রিশ দিন অতিবাহিত হয়। এইরূপে সমস্ত চল্লিশ বৎসরে চারি বৎসর নষ্ট হইয়া থাকে। ইহা ব্যতীত নসা, নস্যের বাক্স, রুমাল কিনিতে সাধারণ নস্য-সেবকদিগের যে অর্থ ব্যয় হয় তাহাতে আমাদের জাতীয় ঋণ পরিশোধ হইয় ঘাইতে পারে। સ્વફ્ટ-જ્યના સ્વ-.િ श्शू, মঙ্গল ও অমঙ্গল সমাচার। — দুই বন্ধু পরস্পর সাক্ষাৎকারে এক জন আর এক জনকে জিজ্ঞাসা করিলেন— | আপনি কেমন আছেন । তিনি বলিলেন । "ভাল নাই, অলপদিন হুইল আমি বিবাহ | করিয়াছি।” r - দ্বিতীয় ব্যক্তি –ইহা সুসমাচার বলিতে হইবে . ig প্রথম ব্যক্তি।-বড় সুসমাচার নয়, যে