পাতা:ভারতী ১২৮৪.djvu/১০১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

(ভারতী ভ; ১২৮৪ | বড় কুছলে। দ্বিতীয়।-ইহা অমঙ্গল সমাচার বলিতে | হুইবে । প্রথম –বড় অমঙ্গল সমাচার নয় ; কারণ বিবাহের সময় আমার শ্বশুর বিশ হাজার টাকা যৌতুক দিয়াছিলেন। उिँौग्न –हेश श्र्मीझाब बढ्यो । প্রথম –বড় সুসমাচার নয়, কারণ আমি ঐ টাকা দিয়া মেষ ক্রয় করিয়াছিলাম, সে সকল মেষ মড়কে মরিয়া গিয়াছে। দ্বিতীয়। বড় দুঃখের বিষয়। প্রথম । বড় ছুঃখের বিষয় নয়, কারণ ঐ মেষের মূল্য যত ছিল, তাহ অপেক্ষা তাহদের চৰ্ম্ম বিক্রয় করিয়া অধিক টাকা দ্বিতীয় । তবে ইহাতে তোমার ক্ষতি পূরণ হইয়াছে। প্রথম। বড় ক্ষতিপূরণ নয়, কারণ | ঐ টাকায় আমি এক বাড়ি নিৰ্ম্মাণ করি, | তাহ পুড়িয়া গিয়াছে। । 3. | দ্বিতীয়। বিলক্ষণ ক্ষতি বলিতে হইবে। প্রথম । বড় ক্ষতি বলা যায় না, যে হেতু বাড়ির সঙ্গে সঙ্গে আমার স্ত্রীও পুড়িয়া মরিয়াছে। । .." | সংক্ষিগুত ।-চতুর্থ হেনরির অধীন | এক ফরাসিস্ কৰ্ম্মচারী বহুদিন কৰ্ম্ম করিয়া | సెట - সম্পাদকের বৈঠক । | হেতু, যে স্ত্রীকে আমি বিবাহ করিয়াছি, সে | বেতন না পাওয়াতে রাজার নিকট গমন করিলেন এবং অসঙ্কুচিত ভাবে কছিলেন। | “প্ৰভু, আপনাকে আমার এই তিনটি মাত্র কথা বলিবার আছে-টাকা,অথবা,জবাব ” । রাজ কহিলেন “তোমাকে আমার চারিটি । কথা বলিবার আছে—এটিও নয়,উটিও,নয় ।" শত্রুর প্রতি প্রীতি। — চালর্স বে- ; নিষ্টার নামে এক জন প্রসিদ্ধ মাতালকে মদ খাইতে দেখিয়া এক জন চিকিৎসক বলিয়ছিলেন “উহ! পান করিও না, ব্রাণ্ডির ন্যায় জগতে আর শত্রু নাই।” চার্লস উত্তর করেন যে “আমি তাহ বিলক্ষণ জানি, কিন্তু বাইবেলে উপদেশ আছে যে শত্রুর প্রতি প্রীতি করা কর্তব্য ।” চীন-বাসীদের খাদ্য । — চীনের জীবন্ত প্রাণী যাহা দেখে তাছাই প্রায় । খাইয়া-ফেলে। কুকুর, বিড়াল, পেচ, ঈগল, বাজ, সারস, ইহারাষ্ট বাজারে সচরাচর খাদ্য দ্রব্য রূপে বিক্রীত হইয়া" থাকে। ইহা না পাইলে দুই একটা লেংটে । ই স্কুর, গেছে। ইফুর, ও সাপের ব্যঞ্জনও খাদ্য । আরসুলা ও অন্যান্য কীট তাহtদের খাদ্য ও ঔষধরূপে ব্যবহৃত হুইয়া থাকে । কুকুরের মাংসের মত তfহার অরি কিছুই ভাল বাসে না। মোট সোট নরম কুকুরের মাংস বাজারে বড়ই মহােঘ ভাল রাধুনী যদি কুকুর ছানার মাংস রন্ধন করে, তবে তাহ অমৃত বলিয়া গণ্য হয়। তন্ত্রস্থ ইউরোপীয়েরাও কুকুর মাংসের অতিশয় | প্রিয় হইয়া পড়িয়াছেন । র্তাহারা স্বীকার করিয়া থাকেন যে, চীনদিগের ম্যায় রাৰিলে হৃষ্ট পুষ্ট কুকুর শাবক অতিশয় | মিষ্ট লাগে । -