পাতা:ভারতী ১২৮৪.djvu/১২২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ভারতী অী ১২৭৪) | কুমারপাল । সমীপে থাকিয় পরিশেষে দধিস্থলীতে | রাজ্য ভোগ করিয়া ছিলেন । X পূৰ্ব্বোক্ত সিন্ধরাজার সন্তান ছিল না । # ইনি সস্তান-কামনায় হরিবংশাদি, শ্রবণ ও । অনেক ক্রিয়াকাণ্ড করিয়াছিলেন । তৎপরে হেমচন্দ্রের উপদেশে-তীর্থ ভ্রমণও করিয়াছিলেন । তিনি রাজ্যলোভে ত্রিভুবনপালকে গোপনে বিনাশ করিয়া কুমারপালকে বিনাশ করিতে মনস্থ করিয়াছিলেন । তাহা সিদ্ধ হয় নাই, কিন্তু কুমারপাল রাজ্যচু্যত হইয়াছিলেন। রাজ্যহীন হইয়া দেশে দেশে ভ্রমণ করিয়াছিলেন । হেমচন্দ্রের সহিত এই অবস্থায় পুনশ্চ সাক্ষাৎ হয় । হেম তাহীকে বলিলেন ।--- “ভে কুমার ! গুণধার ! নবাঙ্গেশ্বর বৎসরে (১১৯৯) চতুর্থাং মার্গশীর্ষস্য শ্যামা যাং রবিবাসরে। পুষ্পকক্ষেইপরাহ্নে চ তব রাজ্যং ন জীয়তে |”--* অর্থাৎ ১১৯৯ শকের অগ্রহায়ণ কৃষ্ণ চতুীতে পুনরায় তুমি রাজ্য পাইবে । কুমার মন্ত্ৰীগৃহে লুক্কায়িত থাকিতেন । বি জয়সিংহ দেব তাহার বিনাশার্থে চর নিযুক্ত করিলেন। চর সন্ধান করিয়া সেখানে গিয়া হুম সুরিকে জিজ্ঞাসা করিল। কিন্তু তিনি মিথ্যা করিয়া বলিলেন “এখানে | মই ।” হেমাচাৰ্য্য মনে করিলেন “প্রাণ • * মেরুভূঙ্গাচাৰ্য্য কৃত প্রবন্ধচিস্তামণি গ্রন্থে লিখিত আছে : বিক্রমার্কসম্বৎ প্রথতেষু নৰ নবত্যাধিকৈকাদশশর্তমিতেষু কাৰ্ত্তিক গুরুত্বশম্যাং কুমার পালস্য রাজ্যাভিযেকোলভূব ।” পরিত্রাণং মহৎ পুণ্যম্, মিথ্যা বলার, পাপ অপেক্ষ এক জনের প্রাণ রক্ষা করায় মহৎ পুণ্য লাভ হয়। কুমারপাল পরিত্রণ পাইয়া ভৃগুকচ্ছে গেলেন। তৎপরে কৈলম্বপত্তনে গমন করেন । এই কোলম্ব-স্বামী ইহাকে স্বীয় রাজ্যের অৰ্দ্ধ প্রদান করেন। তাহারই সাহায্যে পুনর্বার স্বরাজ্য, প্রাপ্ত হইয়াছি লেন। তিনি প্রতিষ্ঠানপুরে কিয়দিবস অ’ বস্থিতি করিয়া উজ্জয়িনীতে গমন করেন । , এখানে s বিক্রমাদিত্যের যশ শুনিলেন । এক জন বৃদ্ধকে জিজ্ঞাস করায় তিনি বলিলেন “বিক্রমাদিত্যের সিদ্ধসেন দিবাকর নামে এক পাশ্বদ ছিলেন । তিনি জৈন মতাবলম্বী ছিলেন । র্তাহার উপদেশ সতত বিক্রমাদিত্য গ্রহণ করিতেন।” কুমার এখান হইতে নগেন্দ্র পত্তনে গমন করেন। তিনি তাহার ভগিনীপতি শ্ৰীকৃষ্ণদেবের গৃহে থাকিলেন । ই হার ভগিনীর নাম প্রেমল দেবী । এপর্যন্ত ইনি রাজ্য প্রাপ্ত হয়েন নাই । ইহার পরেই অবসর ক্রমে খড়গ ধারণ পূর্বক সিংহাসন গ্রহণ করেন এবং সে সময় বলিয় ছিলেন যে, "খড়েগনাত্তম্য ভূমিহীত বীরভোগ্যং বসুন্ধরাম্ " এই কাৰ্য্যে তঁtহার ভগিনীপতি কৃষ্ণদেব প্র-? ভূতি সন্তুষ্ট হইয়াছিলেন। তিনি সম্বৎ | অব্দের ১১৯৯ বর্ষে মার্গশীর্ষ চতুর্থীতে রাজত্ব প্রাপ্ত হইলন। এখন ইহঁর বয়স ce. বর্ষ। উদয়ন তঁহিীর মহামত্যি ছিলেন । ইনি পণ্ডিত সৰ্ব্বগুণযুক্ত এবং কুমারের পূৰ্ব্বোপকারী। ৫ বৎসর বয়সে কুমার স্বয়ং >.4 | রাজকাৰ্য্য করিতে লাগিলেন । পূর্বের - -- اقتبستتسببتب