পাতা:ভারতী ১২৮৪.djvu/১২৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Tri- דיר-פיצהצהיר ১১৮ ৷ কুমারপাল | (डाब्रडी भt. ১২৮৮ কুঞ্জামাত লুদ্ধ হইয়া ইহঁাকে গোপনে | বিনাশ করিতে চেষ্টা পাইয়াছিল। তিনি তাহ জানিতে পারিয়া তাছাকে বিনাশ { করিয়াছিলেন। কুমারপাল এই সকল রাজ্য | জয় করিয়াছিলেন যথা,পূর্ব দিকে শূরসেন, | কশীবৰ্ত্ত, পাঞ্চাল, বিদেহ, দশর্ণ, মগধ | ইত্যাদি। উত্তর দিকে কাশ্মীর উড়ডীয়ন, | জলেন্ধর, সপাদ লক্ষ পৰ্ব্বত প্রভৃতি পাৰ্ব্ব তীয় অসভ্য দেশ । দক্ষিণে—লাট,মহারাষ্ট, তিলঙ্গ। তৎপশ্চিমে—স্বরাষ্ট্র—ব্রাহ্মণবা হক, পঞ্চনদ, সিন্ধুসোরীর প্রভৃতি। এই দিগ্বিজয়-কালে সিন্ধুর পশ্চিম পারের পদ্মপুর নগরের রাজকন্যা পদ্মিনীকে বিবাহ করেন। মূলস্থানে ভয়ঙ্কর যুদ্ধ হইয়াছিল। - র্তাহীর সঙ্গে ১০০০০০ অশ্ব, • ১০০০ গজ, ১৪০ রথ, ১৮ লক্ষ পদাতি সৈন্য ছিল। বীর| চরিত্রে লিখিত আছে,— “আগঙ্গ মৈন্ত্রিবিধাং যাস্যমাসিন্ধু পশ্চিমৎ আতুষ্কঞ্চ কেীবেরং চেলুক্যং |:সাধয়িষ্যতি ।” রাজা এক দিন মন্ত্রীদিগকে জিজ্ঞাসা | করিলেন “প্রসিদ্ধ রাজার কি আমার গুণ | অধিকৃ।” . 以 কুমারপালের রাজাকালে হেমাচাৰ্য্য দ্বারা জৈনদিগের নিত্যকৰ্ম্মপদ্ধতি সস্বদ্বীয় অনেক নিয়ম প্রচারিত হয়। জৈন মতে মাংস ভোজন বড় নিষেধ। যথা, “জাতু মাংসং ন ভোক্তব্যং প্রাশৈঃ কণ্ঠী গতৈরপি । জৈনের রাত্রে আহার করে না রী: স্থার এই নিয়ম প্রচার করেন। অদ্যাবধি বিনয় কোথাও বা বল পূর্বক হিংসা নিষেধ করিয়াছিলেন । তাহার অধিকারস্থ अभूभाग्न | দেবমন্দিরে পশুবলিদান নিষেধ করিয়া{ ছিলেল।-- . . . ; জ্ঞান করে “ত্যজামে ভোজনোদকে | ( হেমসূরি। ) ہ ہ:*: to “দ্ধয়ি চাস্তমিতে দেয় জাপোরুধির } মুচ্যতে” . এই স্কন্দ পুরাণের বচন লইয়া হেম- ' জৈনেরা বৈকালে আহার করে, রাত্রে ভো- } জন করে না । জৈনদিগের মতে জৈন } মুনিরাই বৈষ্ণব, আর কেহ বৈষ্ণৰ নাই। } কুমারপাল হেমন্ত্ররির উপদেশ ক্রমে অনেক f জৈন মন্দিরের জীর্ণসংস্কার করিয়াছিলেন। } তিনি ১১১১:সম্বৎ বর্ষে হেমসূরি দ্বারা প্র- } তিষ্ঠা করিয়া, ত্ৰিভূবনপলবিহার নিৰ্ম্মাণ করেন । হেমাচাৰ্য্য কহেন “বাগভট্টং মন্ত্রিণ চু: | কুমারপালের বাগভট্ট নাম মন্ত্রী ছিল । ইনিই প্রসিদ্ধ জৈন আলঙ্কারিক বাগভট্ট । { ইহার কৃত অলঙ্কার গ্রন্থ ও অলঙ্কারতিলক { বৃত্তি জৈন-সাহিত্য-সংসার উজ্জ্বল করিয়া | রহিয়াছে । কুমার এই সকল দেশে অমারিপটহ { অর্থাৎ অহিংসা ঘোষণা করিয়াছিলেন । কর্ণাট, গুজর, লাট, সৌরাষ্ট্ৰ, কচ্ছ, সৈন্ধব, উচ্ছা, ভস্তেরী, মালব, মারব, কোঙ্গল, স্বরাজ্য, কীব, জনোদর, সপাদ, লক্ষ, ; মিবাড়, দীপাক্ষ, আভীর্যক্ষ, কুমারগিরি, কাশী ও গাজনী প্রভৃতি দেশে কোথাও । ஆண்