পাতা:ভারতী ১২৮৪.djvu/১২৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

o ভারতী জমাট ) ১২৩ ৷ সৈন্যগণ প্রাণপণে তাহার প্রতিরোধ করে। | বলেন- দুর্গ sr (te खान भाज। टेनमा ছিল ; গোলার আঘাতে দুর্গ প্রাকারে যে ! রন্ধ হইয়াছিল সেই রন্ধ দেশ রক্ষা করত ਨੇ ঘণ্টা কালেরও অধিক তাহারা ব্যাঞ্জে | নায় যুদ্ধ করিয়াছিল। যখন প্রায় সমস্ত স্থানটি ইংরাজগণ কর্তৃক অধিকৃত হইল তখন তাহারা দুর্গের নানাস্থলে অগ্নি জ্বালাইয়া দিয়া সমস্ত স্থানটিকে একটি বিশাল অগ্নিক্ষেত্র করিয়া তুলিল। এই অগ্নি-রাশির মধ্যে তাহারা যুদ্ধ করিতে লাগিল—এবং যখন রক্ষার আর কোন উপায় নাই, তখন দুর্গপতি পাছে শক্র হস্তে পতিত হয়েন এই আশঙ্কায় স্বীয় মর্য্যাদা রক্ষার্থ ধারাদে অগ্নি ংযোগ করিয়া স্বীয় দেহকে গগনমার্গে উড়াইয়া দিলেন। আত্মোৎসর্গ ও প্রভুভক্তি হিন্দুদিগের চরিত্রগত আর একটি প্রধান লক্ষণ । অমৃ সাহেব তাহার ভারতবর্ষীয় ইতি ক্তে | काहेश কর্তৃক মাৰ্কট সংরক্ষণের বর্ণনা কালে ধে ছুইটি গল্পের উল্লেখ করিয়াছেন তাহ হন্দু চরিত্রের মহত্ব প্রতিপাদন করে। একবার শত্রুগণ-কর্তৃক এই দুর্গ আক্রমণসময়ে তাহাদিগের সেনাপতি দুর্গের পরিখার মধ্যে পড়িয়া যায়। ঐ ব্যক্তি আক্রমণ কালৈ অসাধারণ বীরত্ব প্রকাশ করে এই হেতু তাহার অধীনস্থ সৈন্যেরা তাহার এরূপ গফুরক্ত হইয়াছিল যে তাহদের মধ্যে यक ऊम १० है बन्मूकब्र खनिहछैिब {

  1. এস্তুরি দুর্গ আক্রমণ করে—দুর্গস্থ বিপক্ষ।

{ একজন উপস্থিত ইংরাজ সৈন্যাধ্যক্ষ । তাহাদিগকে ধরিয়া জানিত। ইহার মধ্যে } কতকগুলি সিপাহিদিগের অংশে পড়েকিন্তু তাহার। সৰ্ব্বঞ্জস্ব আত্মোৎসর্গের } মুখে পরিখায় নাবিয়া তাহাকে তুলিয়া অীনে । i অার একটি ঘটনাও মৰ্মস্পক। এই ৷ আর্কট-দুর্গ ৫০ দিন পর্য্যস্ত অবরুদ্ধাবস্থায় । থাকে—দুর্গাভ্যস্বরস্থ ইউরোপীয় ও এতদেশীয় সৈন্যগণের অন্নাভাবে ভয়ানক কষ্ট । উপস্থিত হইয়াছিল। অর্ম বলেন, “আমি । এই প্রসিদ্ধ অবরোধের ইতৱত্তে এমনি । একটি বিশ্বাস-যোগ্য ঘটনার বিষয় ਚੋਂ । করিতে পারি, যাহাতে হিন্দু-চরিত্রের বিল- { ক্ষণ পরিচয় পাওয়া যায়। এই অব । রোধের সময় অtহাৰ্য্য দ্রব্যের এত অনটন · হইয়া পড়ে যে, সকলের আশঙ্কা হইয়া- ৷ ছিল পাছে ছুর্ভিক্ষপ্ৰপীড়িত হইয়া শত্রহস্তে আত্মসমপণ করিতে হয় । এই সময় সিপাহির ক্লাইবকে বলিল “আমরা ফেন | খাইয়াই থাকিতে পারিব—ইংরাজদিগের জন্য ভাত দরকার ।” সিপাহিরা, অনেক স্থলে জাতি-গত স্বার্থপরতা পরিত্যাগ পূৰ্ব্বক ইউরোপীয়গণের সহিত ভ্রাতৃভাবে সম্মিলিত । হইয়া কতবার ভারতবর্ষীয় ইতিহাসের পৃষ্ঠ । সমুজ্জ্বল করিয়াছে ! জেলালাবাদে সাহসী । সেনাপতি সেলের অধীন দুর্গাভ্যন্তরস্থ | কোম্পানির সৈন্যগণ যখন অবরুদ্ধ অবস্থায় { অনাছারে কষ্ট পাইতেছিল, তখন তাহার } মধ্যে মধ্যে দুর্গ হইতে বলপূর্বক নির্গত । হইয়া পাশ্ববর্তী পৰ্ব্বতে যে সকলমেষ চরিত ! পরিচয় দিয়া বলিল, “আমাদের জীবন ধার }