পাতা:ভারতী ১২৮৪.djvu/১২৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

-: $శిశి ণের জন্য মাংস নিতান্ত আবশ্যক নয়--মাংসাহার আমাদের অভ্যাসও নহে-অতএব যে গুলি আমাদের অংশে পড়িয়াছে সে সকল ইউরোপীয়গণকেই দেওয়া হউক।” টিপুস্থলতান বেড়নের অধিকার করিলে ইংরাজ সেনাপতি ম্যাথু স্ব সসৈন্যে তাছার হস্তে আত্মসমর্পণ করিলেন। এই সময় টিপু নিজ সৈন্য-দলে প্রবিট করিবার জন্য সিপাহিদিগকে অনেক প্রলোভন দেখান— কিন্তু কিছুতেই কৃতকাৰ্য্য হইতে পারেন নাই । সিপাহিদিগকে ইউরোপীয় বন্দিগণ { হইতে পৃথক করিয়া রাখা হইয়াছিল— তাহীদের মধ্যে রহৎ বৃহৎ পুষ্করিণী প্রভূতি দুর্লঙ্ঘ্য ব্যবধান ছিল। কিন্তু একজন বন্দী ইংরাজ সেনানায়ক পরে প্রকাশ করে যে, প্রতি রাত্রে সিপাহিরা এই সকল বাধা বিঘ্ন অতিক্রম করিয়া,ক্রোশ-ব্যাপী পুষ্করিণী সকল সস্তরণ পুৰ্ব্বক, সতক রক্ষকদিগের | চক্ষু এড়াইয়া, টিপু-স্বলতানের নিকট হইতে যৎসামান্য যে খোরাকি পয়সা পাইত তাহার মধ্যে যাহা কিছু বঁাচাইতে পারিয়া| ছিল তাছা সঙ্গে লইয়া, ইউরোপীয় বন্দি1 গণের শিবিরে উপস্থিত হইয় তাহাদিগকে উপহার প্রদান করে। তাহারা ইংরাজ সৈন্যগণকে বলে—“আমরা যা-ত খাইI য়াই জীবন ধারণ করিতে পারি-কিস্ত : তোমাদগের মাংস অবশ্যক।” ; : ম্যালকম সিপাহুিদিগের সম্বন্ধে আর একটি গল্প বলেন। দক্ষিণাত্যে নিজমের }সৈন্যগণ একটি গ্রাম লুঠ করে এবং গ্রাম }बtझौ** अनाहांrन्न प्रज७ीtग्न झग । भालुकभ स्नान, भौडि ९ हेश्ञ्चार्जी जडाऊ। তাহার সিপাহি সৈন্যদলের কতকগুলিকে { রক্ষক স্বরূপে ঐ গ্রামে প্রেরণ করেন— { ঐ সিপাহির আপনাদিগের আহাৰ্য্য চাউল | হইতে কিছু কিছু বাচাইয় অনাহারী গ্রাম- | বালীদিগকে বিতরণ করে । ১৮৯৩ খৃস্টাব্দে লাসোয়ারি যুদ্ধের পর } সৈন্যগণের মধ্যে আহত ও পীড়িতের সংখ্যা এত অধিক হষ্টয়াছিল যে, হাসপাতালের দ্বারা আর কোন সাহায্য হইবার সম্ভাবনা ছিল না । এই অবস্থায় সেনাপতি এই আহত ও পীড়িতদিগকে বহন করিয়া লইয়া যাইতে সিপাহিদগকে অনুরোধ করিলেন । সিপাহির প্রফুল্লচিত্তে এই অনুরোধ রক্ষা করে । ১৮৯৪ খৃস্টাব্দে সেনাপতি মন্দন যখন হোল্কারের সহিত যুদ্ধে পরাভূত হইয়া সসৈন্যে পলায়ন করিতেছিলেন, তখন হোলকার ইংরাজদিগকে পরিত্যাগ করিয়া র্তrহার পক্ষ অবলম্বন করিবার জন্য সিপাহি দিগকে বলিয়া পাঠান । সিপাছির যদি ও cमई नभग्न लग्ननिक कछे मश् कग्निट्ठछिल-- এবং হোলকারও তাহাদিগকে অনেক ভয় | প্রদর্শন করিয়াছিল, তথাপি তাহারা ইংরা- 1 জের লবণ খইয়াছে বলিয়া ইংরাজদিগের পক্ষ কিছুতেই পরিত্যাগ করে নাই। ১৮১৭ খৃঃ কিকির যুদ্ধে আমার অধীনে - যে সৈন্যদল ছিল, পেষোয়ার চরেরা তাহf.দিশ্বকে ধন-দ্বারা বশীভূত করিষ্কার অনেক (उॉब्रडी अ १२४४ { | ছির সেই সব কথা আমার নিকট বলিয়া 1 দেয় ।