পাতা:ভারতী ১২৮৪.djvu/১৩০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ভারতী অ৷ ১২৮৪) । জ্ঞান, নীতি ও ইংরাজী সভ্যতা। $శి( আমার বন্ধুর নিকট হইতে একটি পত্র f পাই তাহার প্রতিলিপি নিয়ে প্রকাশ

  • করিতেছি— । *.

আমি সেপ্টেম্বরের প্রারস্তেই বোম্বাই • নগরে উপনীত হই এবং ঐ মাসের শেষে আমার অধীন সৈন্যদল পারস্য দেশ হইতে প্রত্যারত্ত হয়। তাহদের অবিশ্বস্ততা সম্বন্ধে পূর্বে অনেক জনরব উঠিয়াছিল— . | কিন্তু আমি আনন্দের সহিত বলিতেছি তাহার যেরূপ সাহস ও সদাচারের পরিচয় দিয়াছে তদ্বারা তাহীদের বিশ্বস্ততা বিশেষরূপে স প্রমাণ হইয়াছে। এমন কি বোম্বাই সিপাহি সৈন্যদিগকে ভুয়োভুয়ঃ প্রশংসা করেন । * * * . দাক্ষিণাত্য ও খানদেশ প্রদেশে যখন ভিলদিগের মধ্যে বিদ্রোহ উপস্থিত হয়, তখন এই সৈন্যদল তাহাদিগের বিরুদ্ধে যাত্র করে। এই প্রদেশটি এরূপ পর্বতময়, জঙ্গলে পরিপূর্ণ ও খালখন্দে বিভক্ত, যে এখানে ভিলদিগের সহিত অ্যাটয় উঠা ভার—-কিন্তু এই ! সিপাহি সৈন্যদল তাহাদিগকে পদে পদে পরাভূত করে। ইহার ইংরাজ সেনা নায়কদিগকে নিরাপদে প্লাখিবার জন্য কতই আগ্রহ প্রকাশ করে ; যখন আমার | তখন এক জন ব্রাহ্মণ সিপাহি আমাকে ! श्वांश्*नांख्र श्रृौग्घ्रन्न ब्रिस्ट्रङ्गiं विश्वेश्व ੱਚੋਂ করিতেছিল। আর এক সময় এক জন দেখিতে পাইয়। তৎক্ষণাৎ তাহার পুরো । ভাগে আসিয় দাড়াইল—এবং সেই খানে | দাড়াইবামাত্র সেই বন্দুকের গুলি কাপ্তেনের । 1 মৃত সর, হেনরি হ্যাবেলক এই ২৬ সংখ্যক । } পখ বেঁশিয়া গোল গুলি ছুটিতেছিল, মহারাষ্ট্ৰীয় সৈনিক,তাহার কাণ্ডেলের প্রতি । { বিপক্ষের এক জন বন্ধুক লক্ষ্য করিতেছে গায়ে না লাগিয়া তাহার শরীরে প্রবেশ করিল।” -8 এই রূপ বিশ্বস্ততার ভুরি ভুরি দৃষ্টান্ত দেওয়া যাইতে পারে। . ব্যক্তিবিশেষের প্রতি অনুরাগ ও কৃতজ্ঞতা হিন্দু-চরিত্রের আর একটি লক্ষণ । মেজর ফলেট ২৫ সংখ্যক বোম্বাই সিপাহি সৈন্যদলের নেতা হইয়। আমেদ-নগর হইতে আল্পীরগড়ে যাত্রাকালীন ওলাউঠা রোগে আক্রান্ত হইয়া মৃত্যুমুখে পতিত হয়েন। মেজর ফলেটু যদিও এক জন কঠোর নিয়ন্ত ছিলেন, কিন্তু তিনি তাহার অথণ্ড ন্যায়পরতা নিবন্ধন সৈন্যগণের এতদূর অনুরাগ-ভাজন হইয়ছিলেন যে, রাজপুত ও ব্রাহ্মণ সৈনিকের তাহাদিগের জাতীয় নিয়ম অগ্রাহ করিয়া তাহাদিশের সেনাপতির মৃতদেহ ভুল হইতে নাম।ইয়া গোরের মধ্যে স্থাপন করে— এবং তাহারা নিজে গোর মধ্যে অবতরণ করিয়া ঐ মৃত শরীরকে ভষ্মধ্যে উত্তম রূপে প্রসারিত করিয়া তাহার উপর মৃত্তিক। क्लो”ो नग्न । बनि७ ७हे भूउ cश्रन्छ्त्रिश्স্পর্শে তাছারা আপনাদিগকে অপৰিত্ৰ মনে করিয়া পরে তাহার যথোচিত প্রায়শ্চিত্ত করিতে বাধা হয়, তথাপি জাতীয় সংস্কারের অনুরোধে তাহাদিগের মৃত কাথেনের म६कब्र कब्रिरउ किडूमाज जर्म कtन नाहे । । ছে কতকগুলি ইংরাজ ।