পাতা:ভারতী ১২৮৪.djvu/১৩২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

| ভারতী আt ১২৮৪} জ্ঞান, নীতি ও ইংরাজী সভ্যতা ।

*一,。 -

কোন নিরাপদ স্থানে তঁহাদিগকে পোছা } हेग्नां निल । । * } কোন বন্ধুর পত্র হইতে নিম্নলিখিতটি * উদ্ধৃত করিতেছি— | ‘গত সিপাহি বিদ্রোহের গোলযোগের বিষয় স্মরণ করিবার সময় পঞ্চবিংশতি সিপাহি সৈন্যদলের মহত্বের প্রশংসা না করিয়া ক্ষান্ত থাক যায় না । ২৩ শে তারিখের যুদ্ধে ঐ সৈন্যদলের অত্যন্ত কষ্ট হইয়াছিল। তাহারা সৰ্ব্ব প্রকার আঘাতে আহত হইয়া যুদ্ধক্ষেত্রের হাসপাতালে গমন করে । তাহাদিগের হস্তপদ বৃহৎ গোলার আঘাতে চূর্ণ বিচূর্ণ হইয়। যায় শরীরের অঙ্ক প্রত্যঙ্গ বন্দুকের গুলি দ্বারা বিদ্ধমুবিদ্ধ হয় এবং শরীরের মাংশেও সাজঘাতিক আঘাত লাগে । এই সকল লোক আহত হইয়া জ্বলন্ত সূর্য্যোতাপে কেহ বা শুইয়া কেহ বা বসিয়া কল্পনাতীত অসহ যন্ত্রণ সহ করিতেছিল এবং অম্লান বদনে দেখিতেছিল যে,তাহাদের পুৰ্ব্বে যে সকল আহত ব্যক্তি হাসপাতালে আসিয়াছে তাহাদিগকে লইয়াই অস্ত্র-চিকিৎসকের ব্যস্ত আছেন। এই দৃশ্যটি কেমন মহত্বপূর্ণ !—তাহারা সকলে এইরূপ বলিতেছে যে “আমাদের কষ্ট কিসের? আমরা অনেক দিন সরকারের লবণ খাইয়াছিমামরা মরিলে কি ক্ষতি? আমরা ভাল কাজ করিয়াছি—আমরা মরিলে সরকার অবশ্য আমাদিগের পরিবারের ভরণপোষণের ভারগ্রহণ করিবেন।” এক জনের স্কন্ধাস্থি-সন্ধি | বন্দুকে ঐ কম্বলের শয্যা অলিম্বিত করিয়া -- বলাধানের জন্য তাহাকে জল-মিশ্রিত ' ব্রাণ্ডি প্রদত্ত হয় কিন্তু তাহার পাশ্বে আর 》 있 | হইতে অজস্র ধারে রক্ত নির্গত হইতেছিল—l - . একজন যন্ত্রণায় গোঙ রাইতেছিল; পূর্বোক্ত । बाकि उंमाद्रउाब *ब्रिम्लग्न निग्न बलिल- l “আগে আমার ভাইকে দাও ”—তৎপরে } সে তাহ পান করিয়া বলিল “আমি আহত h হইয়াছি তাহাতে ক্ষতি নাই, কারণ আমি । জানি সরকার আমাকে ভুলবেন না।" | অস্ত্রচিকিৎসক সেই আহত ব্যক্তিগণের | মধ্যে কাহারও কাহারও অঙ্গ ছেদনে প্রৱত্ত i হইলে তাহারা বীরোচিত ধৈৰ্য্য-সহকারে তাহা সহ করিল। ক্লোরোফরমু দিয়া তাহা দিগকে অচেতন করা হয় নাই—অথচ যখন সেই ভয়ানক ছুরিকা তাহদের শরীর | হইতে কোন অঙ্গ বিশেষ বিচ্ছিন্ন করিতেছিল, তখন তাহাদিগের মুখ হইতে একটি হা হুতাশও নির্গত হয় নাই। তাহারা যুদ্ধের সময় যেরূপ ধীর সাহসী ও নির্ভীক ; সেইরূপ অস্ত্রচিকিৎসকের বিষম যন্ত্রণা- } জনক অস্ত্রাঘাতেও তাহারা ধৈর্য্য, দৃঢ়তা ও চিত্ত প্রসাদের বিলক্ষণ পরিচয় দিয়াছিল! } হল্ট ম্যাকেনজি একটি আশ্চৰ্য্য ঘটনার কথা আমার নিকট উল্লেখ করেন। } কোন দাঙ্গায় দুই ভ্রাতা দণ্ডনীয় হয় ; ইহার } মধ্যে একজনের অতি সামান্য দ্বও হয়- { আর একজনের প্রাণদণ্ডের অজ্ঞ হয়। ] যাহার প্রাণদণ্ডের আদেশ হইয়াছিল তাহাকে রক্ষণ করিবার জন্য অপর ভ্রাত৷ छांशंब नांtभब *बिक्रञ्च किम प्रज९ कॅ*ि-; কাণ্ঠে আরোহণ করিয়ার চেষ্টা করে। o