পাতা:ভারতী ১২৮৪.djvu/১৪৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

meree {{छब्रडॅी था S२४8) করুণ । e=== ια. €\ు | | নরেন্দ্রকে পল্লীর লোকের জাতিচু্যত করিল, কিন্তু নরেন্দ্র সে দিকে কটাক্ষপাতও করিলেন না, নরেন্দ্রের একজন সমাজ-সং স্কারক বন্ধু তাহার “মরাল করেঞ্জ” লইয়া সভায় তুমুল আন্দোলন করিলেন"। নরেন্দ্র বাগবাজারে এক বাড়ি ভাড়া করিয়াছেন ও কাশীপুরে এক বাগান ক্রয় করিয়াছেন। এক দিন বাগবাজারের বাড়িতে সকালে বসিয়া নরেন্দ্র চা থাইতেছেন । লরেন্দ্রের সকাল ও আমাদের সকালে অনেক তফাৎসে দিন শনিবারে কুঠি যাইবার সময় দেখিয়া আসিলাম, নরেন্দ্রের নাক ডাকিতেছে। দুইটার সময় ফিরিয়া আসিবার কালে দেখি, চোক্ রগড়াইতেছেন, তখনে আন্তরিক ইচ্ছ। আর এক ঘুম দেন। যাহাই হউকৃ নরেন্দ্র চা খাইতেছেন এমন সময়ে সমাজ-সংস্কারক গদাধর বাবু, কবিতাকুসুম-মঞ্জরী-প্রণেতা কধিবর স্বরূপচন্দ্র বাবু আসিয়া উপস্থিত হইলেন। প্রথম অভ্যর্থনা সমাপ্ত হইলে সকলে চেয়ারে উপবিষ্ট হইলেন। 喙 নানাবিধ কথোপকথনের পর গদাধর বাবু কহিলেন “দেখুন মশায় আমাদের দেশের স্ত্রীলোকদের দশ বড় শোচনীয় ।” এই সময়ে নরেন্দ্র শোচনীয় শব্দের অর্থ জিজ্ঞাসা করিলেন, স্বরূপচন্দ্র বাবু কহিলেন Deplorable;" নরেন্দ্রের পক্ষে উভয় কথাই সমান ছিল, কিন্তু নরেন্দ্র এই প্রতিশব্দটি শুনিয়া শোচনীয় শব্দের অর্থটা যেন জল বুঝিয়া গেলেন। গদাধর বাবু কহিলেন } “এখন আমাদিগের উচিত তাহদের অন্তঃ পুরের প্রাচীর ভাঙ্গিয়া দেওয়া ।” অমান । নরেন্দ্র গম্ভীর ভাবে কহিলেন, কিন্তু এটা কতদূর হতে পারে তাই দেখা যাক, তেমন সুবিধা পাইলে অন্তঃপুরের | প্রাচীর অনেক সময় ভাঙ্গিয়া ফেলিতে ইচ্ছা করে বটে কিন্তু পুলিসের লোকের তাহাতে বড়ই আপত্তি করিবে, ভাঙ্গিয় ফেলা দূরে থাক একবার ভূমি অন্তঃপুরের প্রাচীর লঙ্ঘন করিতে গিয়াছিলাম ম্যাজিস্টেট তাতে আমার উপর বড় সন্তুষ্ট হয় মাই। অনেক তকের পর গদাধর ও স্বরূপে মিলিয়া নরেন্দ্রকে বুঝাইয়া দিল যে, সত্য সত্যই অন্তঃপুরের প্রাচীর ভাঙ্গিয়া ফেলিবার প্রস্তাব হইতেছে না, তাহার তাৎপৰ্য্য এই যে, স্ত্রীলোকদের অন্তঃপুর হইতে মুক্ত করিয়া দেওয়া । গদাধর বাবু কহিলেন “কত বিধবা একাদশীর যন্ত্রণায় রোদন করিতেছে, কত কুলীন পত্নী স্বামী জীবিত সত্ত্বেও বৈধব্য জ্বাল। সহ্য করিতেছে।” স্বরূপ বাবু কহিলেন— এ বিষয়ে আমার অনেক কবিতা আছে, কাগজ ওয়ালারা তার বড় ভাল সমালোচনা কোরেছে; দেখ নরেন্দ্র বাবু, শরৎ কালের জ্যোৎস্না-রাত্রে কখনো ছাতে শুয়েছ ? চাদ যখন চল ঢল হাসি ঢালতে ঢালুতে আকাশে ভেসে যায় তখন তাকে দেখেছ ? অাবার সেই হাস্যময় চাদকে যখন ঘোর অন্ধকারে মেঘে আচ্ছন্ন করে ফ্যালে তখন মনের মধ্যে কেমন একটা কষ্ট উপস্থিত হয় তাকি কখন সহ কেরেছ? তা যদি কোরে থাক তবে বল দেখি স্ত্রীলোকের কষ্ট দেখলে