পাতা:ভারতী ১২৮৪.djvu/১৫২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

| ভারতী কৰ্ণ ১২৮৪) |astronomy, and thus brought the | art of navigation to a pitch of perI fection which it could never. have | reached but for the purely theore ইহা জানিয়াও কম্টি নাক্ষত্রিক জগৎকে I বিজ্ঞান-রাজ্য হইতে স্বচ্ছন্দে বহিষ্কৃত ক দিয়াছেন। কম্টির শাস্ত্রে এইরূপ লেখে যে, হইবে। কম্‌টির শিষ্যেরা এখন দেখিতে দণ্ডের ব্যবস্থা করিয়াছেন, বড় ভাল করেন নাই। তাহারা ইহাও বলেন যে, তত্ত্বজ্ঞান অপরাধ করিয়াছে তাহাকেই দ্বীপাস্তরে পাঠাও, মনোবিজ্ঞানকেও তাহার সঙ্গে ধরা হয় কেন ? কম্টির আধুনিক ! শিষ্যেরা মনোবিজ্ঞানকে যথোচিত সম্মান - उरञ्जॉनs 蔗 কতর e মাণিক l ›8ማ ! tic enquiries of Archimedes and Apolonios অতএব নিরপেক্ষ ভাবে বিজ্ঞান চর্চা করা কর্তব্য । r: রিয়া দিলেন । আরো অনেক বিষয়কে তিনি বিজ্ঞান-রাজ্য হইতে বহিষ্কৃত করিয়া যদি কোন বিষয় তাহার বিরোধী পক্ষে । সহায়তা করে, তবে তৎক্ষণাৎ তাহাকে বিজ্ঞান রাজ্য হইতে বহিষ্কৃত করিয়া দেওয়া ছেন যে, তিনি যে ঐ রূপ লঘু পাপে গুরু ঃসর 'পুনৰ্ব্বার বিজ্ঞান-রাজ্যে অভ্যর্থনা করিয়া আনিতেছেন। এমন কি তত্ত্বজ্ঞানের প্রতিও তাহারা পুৰ্ব্বাপেক্ষ অনেক সদয় । I ব্যবহার করিতেছেন। কৰ্ম্মট বলেন মূল সত্য | থাকিলেও থাকিতে পারে, না থাকিলেও না i থাকিতে পারে। স্পেনসর বলেন, মূল সত্য আছে ইহা সুনিশ্চিত, তবে কি না | দার্শনিক হইতে উচ্চতর পারমাধিক পক্ষ তাহা আমাদের জ্ঞানীয়ত্ত হইতে পারে না । ! জ্ঞানী ব্যক্তিদিগের ভবিষ্যৎবাণী অনেকবার 子エ | ফলিতে দেখা গিয়াছে, কিন্তু আশ্চর্য షో যে, কম্‌টির ভবিষ্যৎ বাণী প্রায়শই ব্যর্থ হইয়াছে। কান্টু ভাবিয়া দেখিয়াছিলেন যে, আকাশের অমুক স্থানে একটি গ্রহ থাকা খুব সম্ভব ; পরে পরীক্ষণ দ্বারা দেখা গিয়াছে যে তাহার সে কথা, অতি সত্য। এই রূপ গেটে নামক জৰ্ম্মনদেশীয় সুপ্রসিদ্ধ পণ্ডিতের অনেক ভবিষ্যৎ বাণী ফলিয়াছে । হর্যেলের অনেক ভবিষ্যৎ বাণী ফলিয়াছে। কিন্তু কমটির ভবিষ্যৎ বাণী সদ্য সদ্যই ব্যর্থ হইয়া গিয়াছে। ফরাসীস্ রাজ্য চিরকাল । ইউরোপের মধ্যে সৰ্ব্বপ্রগণ্য থাকিবে, এই | যে র্তাহার গৰ্ব্বোক্তি তাহ কি ভয়ানক রূপে { ব্যর্থ হইয়াছে ! নাক্ষত্রিক জগৎকে তিনি | বিজ্ঞানের অধিকার-বহির্ভূত করিয়া তুলিয়া ছিলেন ; এক্ষণে রশ্মি-নিৰ্ব্বাচন-প্রণালী (Spectrum analysis) नूठन श्रांदिস্কৃত হওয়াতে নাক্ষত্রিক জগতের অনেকনেক জটিল তত্ত্ব জ্যোতিৰ্ব্বিদগণের জ্ঞানামৃত্ত হইতেছে। তিনি মনোবিজ্ঞানকে বিজ্ঞানের অযোগ্য বলিয়া একেবারেই অগ্রাহ্য করিয়াছিলেন ; তাহার চেলারাই মনোবিজ্ঞানের অনুশীলনে বিশেষ তৎপর হইয়াছেন । অতএব ইহা নিতান্ত অসম্ভব নহে যে, কম্টি যেমন পারমার্থিক হইতে দার্শনিক, | দার্শনিক হইতে প্রামাণিক পদ্ধতিতে উত্তীর্ণ } হইয়াছেন, তেমনি তাহার শিষ্যান্থশিষ্যেরা | প্রামাণিক হইতে উচ্চতর দার্শনিক, উচ্চতর | তিতে উপনীত হইবেন । , , উপরে বাহা দেখা গেল, তাছা হইতে |