পাতা:ভারতী ১২৮৪.djvu/১৮০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ভারতী কা ১২৮৪) F করুণা ৷ > ዓ¢ কেরা তাহার উপর বড়ই অত্যাচার করিত। পণ্ডিত মহাশয়ের নিদ্রাটি এমন অভ্যন্ত ছিল যে, তিনি গুইলেই ঘুমাইতেন, বসিলেই চুলিতেন ও ধাড়াইলেই হই তুলিতেন, এই স্ববিধা পাইয়া বালকের তাহার নস্যের ডিবা, চটজুতা ও চলমার টুঙ্গিটি চুরি করিয়া লইত । একেত পণ্ডিত মহাশয় অতিশয় আলুগ লোক, তাহাতে পাঠশালার দুষ্ট বালকের তাহার বাটিতে কিছুমাত্র শৃঙ্খলা রাথিত না। পাঠশালায় যাইবার সময় কোন মতে তাহার চটিজুতা খুজিয়া পাইতেন না, অবশেষে শূন্তপদেই যাইতেন। একদিন সকালে উঠিয় দৈবাৎ দেখিতে পাইলেন র্তাহার শয়ন-গৃহে বোল্‌তায় চাক করিয়াছে, । उन ব্রিত হইয়। সে ঘরই পরিত্যাগ করিলেন ; সে ঘরে তিন পরিবার বোল্‌তায় তিনটি চাক বাধিল, ই দুরে গৰ্ত্ত করিল, মাকড়সা প্রাসাদ নিৰ্ম্মাণ করিল এবং লক্ষ লক্ষ ক্ষুদ্র পিপীলিকা সার বধিয়া গৃহমন্ত্র রাজপথ বসাইয়া দিল। বালীর পক্ষে ঋষ্যমুখ পৰ্ব্বত যেরূপ, পণ্ডিত মহাশয়ের পক্ষে এই ঘরটি সেইরূপ হইয়া পড়িয়াছিল। পাঠ| শালায় গমনে অনিচ্ছুক কোন বালক যদি সেই গৃহে লুকাইত তবে আর পণ্ডিত মহাশয় তাহাকে ধরিতে পারিতেন না । গৃহের এইরূপ আলগা অবস্থা দেখিয়া বড় প্রচণ্ড স্ট্রীলোক ছিলেন। নিরীহ প্রকৃতি | সাৰ্ব্বভৌম মহাশয় দিল্লীশ্বরের স্থায় তাহার আজ্ঞা পালন করিতেন। স্ত্রী নিকটে থাকিতেন। একবার একটি অষ্টম বর্ষীয়া | থাকিলে অন্ত স্ত্রীলোক দেখিয়া চক্ষু মুদিয়া বালিকার দিকে চাহিয়া ছিলেন বলিয়া | তাহাঁর পত্নী সেই বালিকাটির মৃত পিতৃপিতামহু প্রপিতামহের নামোল্লেখ করিয়া যথেষ্ট গালি বর্ষণ করেন, ও সাৰ্ব্বভৌম মহাশয়ের মুখের নিকট হাত নাড়িয়া উচ্চৈঃস্বরে বলিলেন “তুমি মর, তুমি মর, তুমি মর!” পণ্ডিত মহাশয় মরণকে বড় ভয় করিতেন, মরণের কথা শুনিয় তাহার বুক ধড়াস ধড়া করিতে লাগিল। স্ত্রীর মৃত্যুর পর দৈনিক গালি না পাইয়া অভ্যাস-দোষে দিনকতক বড় কষ্ট অনুভব করিতেন। যাহা হউক অনেক কারণে পণ্ডিত মহাশয় বিবাহের চেষ্টায় আছেন । পণ্ডিত মহাশয়ের একটা কেমন অভ্যাস ছিল, যে তিনি সহস্র মিষ্টাশ্নের লোভ পাইলেও কাহারে বিবাহ-সভায় উপস্থিত থাকিতেন না, কাহারে বিবাহের ংবাদ গুনিলে সমস্ত দিন মন খারাপ হইয়া থাকিত | পণ্ডিত মহাশয়ের এক ভট্টাচাৰ্য্য বন্ধু ছিল, তাহার মনে ধারণা ছিল যে, তিনি বড়ই রসিক, যে ব্যক্তি তাহার কথা শুনিয়া না হালিত, তাহার উপরে তিনি আন্তরিক চটিয়া যাইতেন । এই রসিক বন্ধু | মাঝে মাঝে আসিয়া ভট্টাচার্যীয় ভঙ্গী ও | স্বরে সাৰ্ব্বভৌম মহাশয়কে কহিতেম “ওহে } ভায়া—শাস্ত্রে আছে "যাবল্প বিন্দতে জার্মাং | তাবদদ্ধে ভবেৎ পুমান। স্বল্প বালৈঃ পরি: - তং শ্মশানমিব তদগ্ৰহম্।।” কিন্তু তোমাতে তদ্বৈপরীত্যই লক্ষিত হচ্চে, কারণ किनी, { যখন তোমার ব্রাহ্মণী दिल्लीमांन ছিলেন