পাতা:ভারতী ১২৮৪.djvu/১৭৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

૨૧૭ করুণা ৷ (ভারতী কা ১২৮৪ | স্বাসে ষে, মোহিনীর সহিত কথাবাৰ্ত্ত কহিলে কেহত কিছু মনে করে না ।”

িএক দিন বিকালে মোহিনী জল | তুলিতে আসিল । মহেন্দ্র যেমন ঘাটে বসিয়া H থাকিত, তেমনি বসিয়া আছে । বাগানে আর কেহ লোক নাই। মোহিনী জল তুলিয়া চলিয়া যায় । মহেন্দ্র কম্পিত স্বরে ধীরে ধীরে ডাকিল “মোহিনী,” মোহিনী যেন শুনিতে পাইল না, চলিয়া গৈল । | মহেন্দ্র ফিরিয়া আর ডাকিতে সাহস করিল মা। অার একদিন মোহিনী বাড়ি ফিরিয়া যাইতেছে, মহেন্দ্র সম্মুখে গিয়া দাড়াইলেন ; | মোহিনী তাড়াতাড়ি ঘোমটা টানিয়া দিল, মহেন্দ্র ধীরে ধীরে ঘৰ্ম্মাক্ত-ললাট হইয়া কত | কথা কহিল, কত কথা বাধিয়া গেল, | কোন কথাই ভাল করিয়া বুঝাইয়া বলিতে | পারিল না। মোহিনী শশব্যন্তে কহিল | "সরিয়া যান, আমি জল লইয়া যাইতেছি।” | সেই দিন মহেন্দ্র বাড়ি গিয়াই একটা কি नामांड কথা লইয়া পিতার সহিত ঝগড়া করিল, নির্দোষী রজনীকে অকারণ অনেক ক্ষণ ধরিয়া তিরস্কার করিল, শস্তু 1চকেরটাকে দুই তিন বার মারিতে উদ্যত হইল, ও মদের মাত্রা আরো খানিকটা বাড়াইল। কিছু দিনের মধ্যে গদাধরের 1সহিত মহেঞ্জের আলাপ হইল, তাহার দিন | চারেক পরে স্বরূপ বাবুর সহিত সখ্যতা { জন্মিল, তাহার সপ্তাহ খানেক পরে নরেঞ্জের { সহিত পরিচয় হইল, ও মাসেকের মধ্যে #মূহেক্স নরেন্দ্রের সভায় সন্ধ্যাগমে নিত্য

রণ পণ্ডিতদের সহিত র্তাহার আর কোন চতুর্থ পরিচ্ছেদT পণ্ডিত মহাশয়ের দ্বিতীয় পক্ষের বিবাহ । ] পূৰ্ব্বে রঘুনাথ সাৰ্ব্বভৌম মহাশয়ের একটি টোল ছিল । অর্থাভাবে অল্প দিনেই টোলটি উঠিয়া যায়। গ্রামের বদ্ধিষ্ণু জমি. দীর অনুপকুমার যে পাঠশালা স্থাপন করেন, অল্প বেতনে তিনি তাহার গুরুমহাশয়-পদে নিযুক্ত হন । কিন্তু গুরুমহাশয়ের পদে আসীন হইয় তাহার শাস্তপ্রকৃতির কিছুমাত্র বৈলক্ষণ্য হয় নাই । পণ্ডিত মহাশয় বলিতেন, তাহার, বয়স সবে চল্লিশ বৎসর ; এই প্রমাণের উপর নির্ভর করিয়া শপথ করিয়া বলা যায় উ{হার বয়স আটচল্লিশ বৎসরের নুন নয় । , সাধা বিষয়ে মিল ছিল না ; তিনি খুব টস্টোসে । রসিক পুরুষ ছিলেন না বা খট্রখটে ঘটপট-বাগীশ ছিলেন না, দলাদলির চক্রাস্ত । করিতেন ন8 শাস্ত্রের বিচার লইয়া বিবাদে লিপ্ত থাকিতেন না, বিদায় আদা য়ের কোন আশাই রাখিতেন ন}, কেবল মিল ছিল প্রশস্ত উদরটিতে, নস্যের ডিবটিতে, ক্ষুদ্র টিকিটতে ও শ্মশ্রবিহীন মুখে। পাঠশালার বালকের প্রায় , চব্বিশ ঘণ্ট | তাহার বাড়িতেই পড়িয়া থাকিত । এই ; বালকদের জন্য তাহার অনেক সন্দেশ খরচ | হুইত ; সন্দেশের লোভ পাইয়া বালকেরা ছিনা জোকের মত র্তাহার বাড়ির মাটি কামড়াইয়া পড়িয়া থাকিত। পণ্ডিতমহাশয় বড়ই ভাল মানুষ ছিলেন এবং ইষ্ট বাগ |