পাতা:ভারতী ১২৮৪.djvu/১৮৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

>brs (ভারতী की ३२४8 { তাহাতেও সস্তানের চেতন না হয় তাহ | হুইলে উহাকে গরম জলের টবে বসাইবে ও | বুক পিঠ ঘর্ষণ করিতে থাকিবে। দুই | ঘন্টাকাল এইরূপ চেষ্টা করিয়াও যদি বিফল| যত্ন হও তবেই উহার জীবনাশা ত্যাগ করিবে । যে সস্তান সুস্থ শরীরে জন্মগ্রহণ করে, তাহার জন্ত ঐক্কপ কোন ক্রিয়ার আবশ্যকত নাই। নাড়ী কাটার পর উহার সর্ব শরীর গরম জল (৮০ ডিগ্রি) দিয়া পরিষ্কার করিয়া দিতে হয়, তাহার পর শুষ্ক বস্ত্র দিয়া মুছাইতে হয়। মুছাইবার সময় বগল ও কুঁচকির জায়গা উত্তম রূপে দেখিতে হয়, কারণ ঐ সকল স্থানে ক্লেদ থাকিলে পরে | তথায় ঘা হইবার সম্ভাবন । অনস্তর দুই | পুরু পরিষ্কার বস্ত্র দ্বারা নাভিস্থল আবৃত - করিয়৷ তদুপরি একটা পেট বাধিয়া দেওয়া কৰ্ত্তব্য। কিন্তু এমন করিয়া বাধা উচিত যাহাতে সন্তানের হস্তপদ চালনার ব্যাবাৎ না হয়। পরে উহাকে একটা পরিষ্কার - শয্যায় শয়ন করাইবে এবং যাহাতে ঠাণ্ডা | না লাগে তজ্জন্ত গলদেশ পর্যন্ত গরম কাপড় I দিয়া ঢাকিয়া রাখিবে। যাহাতে চক্ষের | উপর স্বৰ্য্য বা প্রদীপের আলো না পড়িতে পায় তাহারও উপায় বিধান করিয়া দিবে। অনেক জননী এই আলোক হইতে কি অনিষ্ট ঘটতে পারে, ভাগ অবগত না 1 থাকায় চিরকালের জন্ত সন্তানের চক্ষু নষ্ট করিয়া ফেলেন। ভূমিষ্ঠ হইলে পর কিছু দিন পর্য্যন্ত । ধু সপ্তানকে গরমে রাধিতে হয়। কারণ | বহিস্থ বায়ুর অপেক্ষ মাতৃগর্তের উদ্ধতা| অনেক বেশী । সুতরাং সহসা উত্তাপের | এত ইতর বিশেষ ঘটিলে সস্তানের স্বাস্থা | সম্বন্ধে বিশেষ হানি হইবার সম্ভাবনা। । এজন্ত যাহাতে উক্ত উত্তাপের বৈষম্য না. হয় তদ্বিষয়ে দৃষ্টি রাখা উচিত। এজষ্ঠ | আমাদের দেশে আপামর সাধারণ সকলেই | স্বতিকা-গৃহে আগুন রাখিয়া থাকে। অনেকে | আবার ইহাতেও তৃপ্ত না হইয়া অগ্নির তাপ । দ্বারা সস্তানের শরীর উষ্ণ রাখিতে চেষ্টা করে। কিন্তু আমাদের দেশে এই সকল ! অনুষ্ঠান নিতান্ত প্রয়োজনীয় বলিয়া বোধ । হয় না । বিশেষতঃ গ্রীষ্মকালে সস্তান জন্ম গ্রহণ করিলে তাপ দেওয়া দূরে থাকুক, গৃহ মধ্যে অগ্নি রাখাও অবিধেয় । যদ্ধি কোন সস্তানের শরীর স্পর্শ করিলে শীতল বলিয়া | বোধ হয়,তাহা হইলেই উক্ত প্রকার কৃত্রিম তাপের আবশ্যক হইয়া থাকে। কিন্তু আমরা যতই উহার উষ্ণতা সম্পাদন করি না কেন, সদ্য-প্রস্থত সস্তান মাতৃ-ক্রোড়ে যেমন উষ্ণু থাকে এমন আর কিছুতেই নহে । এই জন্তই দরিদ্র সত্তানের তাপ রক্ষার্থ শীত বস্ত্রাদির তত আবশ্যক হয় না। । তিন চার মাসের হইলে সস্তানের শরীরে } কৃত্রিম তাপ দেওয়াতে কোন ফলোদয় | হয় না। তখন বায়ুর স্বাভাবিক তাপই । উহার পক্ষে যথেষ্ট । এস্থলে আমরা সস্তানের গাত্রাবরণ } সম্বন্ধে আর একটি কথা না বলিয়া ক্ষস্তি । थाटिङ गाविलाश ना। थाक्षा गठन ! করিলে সন্তানের স্বাস্থ্যের জন্য বথোচিত |