পাতা:ভারতী ১২৮৪.djvu/২০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

| ভারতী শ্রা ১২৮৪) মেঘনাদবধ কাব্য । , 34 i † ঘটনাত্তরাজ্যদিগের নামাবর্ণী মুখস্থ করিতে পারিয়াছেন বটে, কিন্তু তাহাতে প্তাহদের রুচিরও উন্নতি করিতে পারেন নাই বা স্বাধীন ভাবে চিন্তা করিতেও শিখেন নাই। বাল্মীকির রামায়ণে শোকের সময় রাবণের কিরূপ অবস্থা বর্ণিত আছে, এস্থলে তাহ অনুবাদ করিয়া পাঠকদের গোচরার্থে লিখিলাম, ইহাতে পাঠকেরা দেখিবেন বাল্মীকির রাবণ হইতে মেঘনাদবধের রাবণের কত বিভিন্নতা । অনন্তর হনুমান কর্তৃক অক্ষ নিহত হইলে রাক্ষসাধিপতি মনঃসমাধান পুৰ্ব্বক শোক সম্বরণ করিয়া ইন্দ্রজিৎকে রণে যাত্রা করিতে আদেশ করিলেন । ১ মনঃসমাধান পূর্বক শোক সম্বরণ করার মধ্যে রাবণের যে মহান ভাব প্রকাশিত হইতেছে, তাছা যদি ইংরাজি পুথি-সৰ্ব্বস্ব পাঠকের দেশীয় কবি বলে মীকি লিখিয়াছেন বলিয়া বুঝিতে না পারেন, এইজন্য ইংরাজী কবি মিলটন হইতে তাহার আংশিক সাদৃশ্য উদ্ধৃত করিয়া দিতেছি, “Thrice he essay’d and thrice, in spite of scorn, Tears, such as angels weep, burst forth:—” ধূম্ৰাক্ষ নিহত হইয়াছেন শুনিয়া রাবণ ক্রোধে হতজ্ঞান হুইয়া কৃতাঞ্জলি-বদ্ধ সৈন্যধক্ষকে কহিলেন, অকম্পনকে সেনাপতি করিয়া শীঘ্ৰ যুদ্ধবিশারদ ঘোরদর্শন দুৰ্দ্ধৰ্ষ রাক্ষসগণ যুদ্ধার্থে নির্গত হউক। ২ ২ যুদ্ধকাও ২৯ অধ্যায়। , ১ ৪৩ অধ্যায় সুন্দরকাণ্ডু । অতঃপর ক্রুদ্ধ রাবণ অকম্পন হত । হইয়াছেন শুনিয়া কিঞ্চিৎ দীনভাবে চিন্ত৷ করিতে লাগিলেন । রাক্ষসপতি মুহূর্বকাল | মন্ত্রীদিগের সহিত চিন্তা করিয়া ক্রোধে উষ্ণ | নিশ্বাস ফেলিতে ফেলিতে গৃহ হইতে নিৰ্গত হইলেন । ৩ অতিকায় নিহত হইলে তাহদের বচন । শুনিয়া শোকবিহবল, বন্ধুনাশবিচেতন, আকুল রাবণ কিছুই উত্তর দিলেন না । সেই রাক্ষদশ্রেষ্ঠকে শোকাভিঃ ত দেখিয়া কেহই কিছু কহিলেন না ; সকলেই চিন্তামগ্ন হুইয়া রহিলেন । নিকুন্ত ও কুন্ত হত হইয়াছেন শুনিয়া রাবণ ক্রোধে প্রজ্বলিত অনলের ন্যায় হই rলন । ৪ স্ববল ক্ষয় এবং বিরূপাক্ষবধ শ্রবণে রাক্ষসেশ্বর রাবণ দ্বিগুণ ক্রোধে জ্বলিয়া উঠিলেন । ৫ এই সকল বর্ণনায় শোকের অপেক্ষ ক্রোধের ভাব অধিক ব্যক্ত হইয়াছে। ! ইন্দ্রজিৎ যুদ্ধে যাইরার নিমিত্ত পীড়াপীড়ি আরম্ভ করিলে রাবণ কহিলেন, “ কুম্ভকৰ্ণ বলি ভাই মম, তায় আমি জাগান্থ অকালে ভয়ে ; হায় দেহ তার, দেখ, সিন্ধুতীরে ভূপতিত, গিরিশৃঙ্গ কিম্বা তরু যথা | বজাঘাতে” ৩ যুদ্ধকাণ্ডু ৩১ অধ্যায় । • যুদ্ধকাও ৫৭ অধ্যায়।