পাতা:ভারতী ১২৮৪.djvu/২২৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

| ૨ર | नहेि পূর্বে আমাদের এক কথার যে মূল্য ছিল, এখনকার শত দলিল দস্তাবে জের লে মূল্য নাই। যে প্রদেশে ইংরাজি আদালত প্রতিষ্ঠিত হইয়াছে—ইংরাজি আইন প্রচলিত হইয়াছে সেখানেই কণটতা–কুটিলতা—জাল—মিথ্যাশপথ প্রশ্রয় পাইতেছে। চোর ডাকাতের ভয় নাই সত্য কিন্তু আমরা নিরস্ত্র ও আত্মসংরক্ষণে অসমর্থ হইয়া ক্রমেই বলবীৰ্য্যহীন নিজীব হইয়া পড়িতেছি। পাশ্চাত্য সভ্যতার প্রতাপে আমাদের জাতীয় গৌরব হাস হুইতেছে। বিদেশীয় বাণিজ্য ব্যবসা বৃদ্ধি পাইতেছে বটে কিন্তু তাহার প্রতিদ্বন্দিতায় ক্রমে আমাদের দেশীয় ব্যবসায়ের লোপাপত্তি হইতেছে—কত কত দেশীয় শ্রমোপজীবির fী অন্ন মারা যাইতেছে। এ সকল সত্বেও অবশ্য স্বীকার করিতে হুইবে যে, ইংরাজশাসনে আমাদের দেশের অনেক উপকার # সাধিত হইয়াছে—কিন্তু ইহাও বলিতে 蠶 হুইবে যে সে শাসন ভয়ের উপর প্রতিষ্টিত, প্রীতির উপর নহে। আমাদের সঙ্গে ইংরা: जन्नब भयउ नाहै। পূৰ্ব্বপশ্চিমের মধ্যে ভাবের কেমন অমিল। রাজা যখন বিদেশী —জেতু-বিজিতের মধ্যে যখন এত বিষয়ে অনৈক্য তখন আমাদের সঙ্গে তাহীদের সম্বন্ধ কেবল স্বার্থ-সম্বন্ধ বলিয়াই প্রতীতি হয়। আমরা বলি ইংরাজেরা আমাদের জন্য যাহা করিতেছেন তাহ হয় দায়ে পড়িয়া | --রাজ্যের সুশৃঙ্খল অবশ্যক। তাছার

  1. ,

o ভারতবর্ষীয় ইংরাজ । রণের জন্য মুক্ত কিন্তু সে কেবল নামমাত্র । । দের সহিত ভদ্র ব্যবহার করুন,এম্বেশীয়দি । | নতুবা স্বার্থসাধন উদ্দেশে। উহাদের রাজ্য | করুন, কৃষ্ণ শ্বেত বর্ণের মধ্যে প্রভেদ যতদূর } | সাধ্য বিলপ্ত করুন,এদেশীয়দের উপর কঠোরী (ভারতী জ ১২৮৪ গকে বিদ্যা শিক্ষা দিতে হইতেছে। এদেশীয় লোকে শিক্ষিত না হইলে রাজকাৰ্য চলিবে কি প্রকারে ? তথাপি দেখা যাইতেছে । তাহারা সহজে আমাদিগকে সমান অধিকার প্রদানে সম্মত নহেন। আমাদিগকে 1" উচ্চপদে প্রতিষ্ঠিত করিতে সহজে তাহারণ স্বীকৃত হন না। সিবিল সবিসি সৰ্ব্ব সাধা সিবিল সবিসে প্রবেশের নিয়মাবলী এরূপ কল-কৌশলে সংরচিত যে এদেশীয়দের জন্য তাহার প্রবেশ-দ্বার অবরুদ্ধ বলিলেও অত্যুক্তি হয় না । সৈনিক দলের মধ্যে প্র: | বিষ্ট হইবার পথ আমাদের সম্বন্ধে একেবারেই রুদ্ধ। এই সকল দেখিয়া আমাদের মধ্যে অনেক কৃতবিদ্যও মনে করেন যে ইংরাজেরা মুখে যাহাই বলুন,তাহদের আন্তরিক ইচ্ছা এই যে আমরা প্রভুদাসের সম্বন্ধ যেন কখন বিস্মৃত না হই । তাছাদের ইচ্ছ। যে আমরা অনান্নত পদে, গললগ্নীকৃত বস্ত্রে, সেলাম করিতে করিতে তাঁহাদের সম্মখে দণ্ডায়মান হই । এবিষয়ে আমার বক্তব্য । এই যে, ভয় অপেক্ষা প্রীতির আকর্ষণী শক্তি অধিক। শস্ত্রের বলে ভারতের কোটি কোটি প্রজাপুঞ্জকে বশে রাখা সহজ নহে । দেশীয় বিদেশীয়দের মধ্যে যাহাতে এীক্তি ও একতা স্থাপিত হয় তাহাই স্থায়ী মঙ্গলের । সোপান । আমরা চাই যে ইংরাজের আমা গকে আপনাদের সঙ্গে সমান অধিকার প্রদান ।