পাতা:ভারতী ১২৮৪.djvu/২৩৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

7. | খাদ্য ও অন্যান্য অবশ্যকীয় দ্রব্য কিনিতেই ব্যয় করিত, কিন্তু এ সকল কথা কেছ জানিতে পাইত না। গ্রামের বালিকার, *. প্রতিপেশিনীয়,এত লোক থাকিতে নির্দোষী রজনীরই প্রতি-কার্য্যে দোষারোপ করিত, এমন কি বাড়ির দাসীরা ও মাঝে মাঝে তাহাকে দুই এক কথা শুনাইতে ক্ৰটি করিতন, কিন্তু রজনী তাহাতে একটি কথাও কহিত না ; যদি কহিতে পারিত তবে অত কথা শুনিতেও হইত না । রাত্রি প্রায় দুই প্রহর হইবে, মেঘ করি য়াছে, একটু বাতাস নাই, গাছে গাছে পাতায় পাতায় হাজার হাজার জোনাকি পোকা মিটু মিটু করিতেছে। মোহিনীদের বাড়িতে একটি মাতুয় আর জাগিয়া নাই, এমন সময়ে তাহদের . খিড়কির দরজা খুলিয়া দুই জন তাহদের বাগানে প্রবেশ করিল । একজন বৃক্ষতলে দড়াইয়া ব্লছিল আর এক জন গৃহে প্রবেশ করিল। যিনি বৃক্ষতলে দাঁড়াইয়া রহিলেন তিনি গদাধর, | যিনি গৃহে প্রবেশ করিলেন তিনি মহেন্দ্র । দুই জনেরি অবস্থা রড় ভাল নহে, গদাধরের এমন বক্তৃতা করিবার ইচ্ছা হইতেছে যে তাহ বলিবার নহে, এবং মহেন্দ্রের পথের মধ্যে এমন শয়ন করিবার ইচ্ছা হইতেছে যে কি বলিব । ঘোরতর বৃষ্টি পড়িতে } লাগিলেন, কিন্তু পরোপকারের জন্য কি }}ষদি বজু পড়ে, গদাধর তাহা মাথায় করিয়া লষ্টতে প্রস্তুত আছেন, কিন্তু এই কথাটা 懿 আরস্ত হইল, 'গদাধর দাড়াইয়। ভিজিতে { কষ্ট না সহ করা যায়, এমন কি, এখনি । SSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSS করুণ ! (ভারতী অ ১২৮৪ 毫 অনেকক্ষণ ভাবিয়া দেখিলেন যে, এখনি । তাহাতে তিনি প্রস্তুত নহেন, বঁচিয়া থাকিলে পৃথিবীর অনেক উপকার করিতে পারিবেন, বৃটি বজের সময় বৃক্ষতলে দাড়ানো ভালময় জানিয়া একটি ফাঁকা জায়গায় গিয়৷ বসিলেন, বৃষ্টি দ্বিগুণ বেগে পড়িতে লাগিল। এদিকে মহেন্দ্র পা টিপিয়া টিপিয়া মো. হিনীর ঘরেরদিকে চলিল, যতই সাবধান হইয়া চলে ততই খস খস্ শব্দ হয়। ঘরের সম্মুখে গিয়া আস্তে আস্তে দরজায় ধাক্কা মারিল, ভিতর হইতে দিদিমা বলিয়া উঠিলেন “মোহিনী! দেখত বিড়াল বুঝি! দিদিমার গলা শুনিয়া মহেন্দ্র তাড়াতাড়ি রিবার চেষ্টা দেখিলেন, সরিতে গিয়া এক রাশি ইড়ি-কলসির উপর গিয়া পড়িলেন, نگ به مت হা ড়ির উপর কলসী পড়িল, কলসীর উপর হাড়ি পড়িল, এবং কলসী ইড়ি উভয়ের উপর মহেন্দ্ৰ পড়িল, হাড়িতে কলসীতে, থালায় ঘটতে দারুণ ঝন ঝন শব্দ বাধাইয়া দিল, এবং কলসী হইতে ঘড়ঘড় শব্দে জল গড়াইতে লাগিল, বাড়ির ঘরে ঘরে হইল, মা উঠিলেন, পিসি উঠিলেন, দিদি উঠিলেন, খোকা কাদিয়া উঠিল, দিদি মা বিছানায় পড়িয়া পড়িয়া উচ্চৈঃস্বরে পোড়ার মুখ বিড়ালের মরণ-প্রার্থনা করিতে লাগি, লেন, মোহিনী প্রদীপ হন্তে বাহিরে আসিল, দেখিল মহেন্দ্র; তাড়াতাড়ি কাছে গিয়া কহিল, “ পালাও পালাও।” মহেশ্রী পলাইবার উদ্যোগ করিল, ও মোহিনী তাড়াতাড়ি প্রদীপ নিভাইয়া ফেলিল । “ कि ट्ट्रेञ, कि ट्झेल ” श्रृंद ठे श्रृंहिष्ठ -- | |