পাতা:ভারতী ১২৮৪.djvu/২৫৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ভারতবর্ষীয় ইংরাজ । - (ভারতী পেী ১২৮৪ । মন্ত্রীক হইয় রাজ্য ভোগ করেন। মিলি টুরিদিগের মধ্যে সকলে নিজ নিজ বাটীতে { মহারাদি করেন না। “ মেস” নামক । তাছাদের সাধারণ ভোজনালয় প্রতিষ্ঠিত } দেখিতে পাইবে । যেখানে সৈনিক দলের | অবাস, সেখানে এক কিম্বা একাধিক মেস - প্রতিষ্টিত। যাহার বিবাহিত র্তাহার প্রায় নিজ নিজ বাটতে আহারাদি করেন, তদ্ভিন্ন | আর আঁর সকলে প্রায় প্রতিদিন মেসেই অহোরাদি করিয়া থাকেন । ইহা সাধারণের মিলিবার স্থান । মধ্যে মধ্যে বহিরের লোকদের নিমন্ত্রণ হয়। সেই নিম স্ত্রণ-রাত্রে অপেক্ষাকৃত অধিক সমারোহে ভোজদি কাৰ্য্য সম্পন্ন হয়। মেস যেমন মিলিটারিদের জন্য, ক্লাব তেমনি সৰ্ব্ব সাধা} রণ ইংরাজের জন্য প্রতিষ্ঠিত। কলিকাতা 1 মাদ্রাজ বোম্বাই পুণা প্রভৃতি প্রধান প্রধান { নগরে ইংরাজদিগের সাধারণ সম্মিলন | স্থান এক একটি ক্লৰ দৃষ্ট হয়। মিলিটরি, সিবিলিয়ন ও ইংরাজদের মধ্যে আর আর বাছাগেছি লোক তাহার অঙ্গীভূত। এই সকল ক্লবে "নেটিব”দের প্রবেশের অধিকার | নাই। ইংলণ্ডে গিয়া তুমি হয়ত বিকৃটোরিয়া সাম্রাঞ্জীর সহিত একাসনে বসিয়া আহার করিয়া আসিবে, কিন্তু এখানকার এক সামান্য ক্লরে তোমার প্রবেশের দ্বার ! রুদ্ধ। এই সকল ক্লবে বাসের নিয়ম, গৃহ { সজ্জা, আহারাদির পারিপাট পরিষ্কার পর চ্ছন্নত, ভূতাদের কার্য্যদক্ষত দেখিয়া শত মুখে প্রশংসা করিতে হয় । আমরা বিলাতে যে এই সকল চাকচিক্য দেখিয়া মুগ্ধ হইয়া । যাই তাহা আশ্চৰ্য্য নহে। এ দেশে আমা- i দের চক্ষে এ সকল সচরাচর পতিত হয় । না বলিয়া আমরা এক প্রকার স্বস্থির থাকি, ইংলণ্ডে গিয়া ইংরাজ-মহলে প্রবেশ করিয়া আমাদের মস্তক এরূপ. ঘূর্ণিত হইয়া যায় যে, আপনার আপনাকে স্থির রাখিতে পারি না । স্বদেশের প্রতি মমতা চলিয়া যায়, দেশীয়দিগের উপর অসভ্য বর্বর বলিয়। ঘূণা জন্মে। : যাহা ইংরাজী তাছাই সেবা, যাহা দেশীয় তাহাই ত্যজ্য । হায়! ভারতবর্ষে ফিরিয়া | আসিয়া আমাদের চক্ষু ফুটে আমরা দেখিতে । পাই যে, এ জাদুর রাজ্য আমাদের নহে, আমরা যে ইংরাজের পদধূলি লইতে যাই তাহাদের পদাঘাত পাইয়া অামাদের"ঙ্গব-" শেষে চেতন হয় । এখানকার অধিকাংশ ইংরাজের কাজ কৰ্ম্মে সমস্ত দিবস ব্যস্ত থাকে। তাহাদের

পরম্পর দেখা সাক্ষাৎ আলাপ পরিচয়ের বিশেষ বিশেষ নিয়ম আছে। যখন কোন ব্যক্তি কোন এক নুতন স্টেসনে বাস করিতে আসেন, তাহার উচিত যে, তিনি প্রথমে বাসন্দাদিগের বাটীতে গিয়া শহীদের সহিত সাক্ষাৎ করেন । বিশেষতঃ বিবাহিত ع-جونگ-تنتنشیعیات লোকদের বাটী গিয়া মহিলাগণের সহিত । পরিচিত হওয়া তাহার প্রধান কাৰ্য্য। তিনি ! নিজে যদি অবিবাহিত হন, ত কোন ভঞ্জী । তাহার বাড়ী আসিয়া তাহর সহিত সাক্ষাৎ : করিবেন না। তিনি যদি কোন পুরুষের । সতি সাক্ষাৎ করেন, ত গুহার নিকট | হইতে প্রতিসাক্ষাৎকার প্রত্যাশ করেন; }