পাতা:ভারতী ১২৮৪.djvu/২৫৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

| { যদি কোন পরিবারের সহিত সাক্ষাৎ { করিতে যান, তবে হয় পুরুষের নিকট হইতে প্রতিসাক্ষাৎকার, নয় গৃহিণীর নিকট হইতে ভোজনের নিমন্ত্রণ লাভ করেন। Tडाउदर्शीब्र इब्राजT 象念。 ,যদি বিবাহিত পুরুষ কোন এক টেসনে ! আসিয়া বাস করেন, স্টেসনবাসীদিগের | কৰ্ত্তব্য যে, তাহার স্ত্রীর সহিত প্রথমে গিয়া সাক্ষাৎ করেন। এ নিয়মের ক্রটি হুইলে ইহঁদের সহিত আলাপ পরিচয়ের সস্তাবনা নাই । দস্তুরের বাহিরে ইংরাজের এক পী চলেন না। যদি কোন সাহেবকে জিজ্ঞাসা কর, অমুক লোকের সহিত আপনার পরিচয় আছে ? হয় ত তাহার উত্তর করবেন, সেত আমার স্ত্রীর সঙ্গে এখনো দেখা করিতে -f"জীলৈ নাই ! এই সকল নিয়মিত দেখা সাক্ষাৎ করিবার সময় আপনার নামের এক কিম্বা একাধিক কীভূ পাঠাইয়া দিতে হয় । মেম সাহেবের যদি দেখা করিবার ইচ্ছ না থাকে ত বলিয়া পাঠান, মেম সাহেব ঘরে নাই। তোমার যদি কাহারে সহিত দেখা করিবার ইচ্ছা না থাকে, অথচ নিয়ম রক্ষা করা চাই, ত গৃহস্বামী অথবা গৃহিণী ঘরে না থাকেন এমন সময় বুঝিয়া যাইতে ছয়, ও তোমার নামের কাড় রাখিয়া আইলেই যথেষ্ট। এই সকল সাক্ষাৎকার { সম্বন্ধীয় নিয়মাবলী বিষয়ে জ্ঞান লাভ করা { সহজ নহে। কত প্রকার সাক্ষাৎকার ও তৎ 1সম্বন্ধীয় বিশেষ বিশেষ নিয়ম আছে বলা

  • স্বায় না। আগন্তুকের প্রথম সাক্ষাৎকার,

ভোজন নিমন্ত্রণ বিনিময় সাক্ষাৎকার, বন্ধু । আহারের আয়োজন করিয়ছিলেন, সেখানে | তার সাক্ষাৎকার, শোকসংজ্ঞাপক সাক্ষাৎ । গিয়া দেখেন যে, তাছাদে "awm কার, অভিনন্দন-সাক্ষাৎকার ইত্যাদি । | ८कन ¢कन गभग्न छूमि निन्छ न भिंग्र। তোমার নামের কাড পাঠাইয়া দিলেও : সাক্ষাৎকার সমাধা হইতে পারে। সাহে বের এইরূপে ভৃত্য-হস্তে কড়ি পাঠাইয়া । কখন কখন দেশীয়দের সাক্ষাৎকারের প্রতিদান করিয়া থাকেন । অtহারের নিমন্ত্রণে ইংরাজদিগের সামাজিকতার বিশেষ পরিচয় । ভাল খাওয়া ও খাওয়ান ইংরাজ-জীবনের মধ্য বিন্দু । তাহীদের আমোদ প্রমোদ, দেখা সাক্ষাৎ, -} হাস্য পরিহাস, আলাপ পরিচয়ের স্থান ভোজনালয়। আমাদের ভিন্ন ভিন্ন জাতির } মধ্যে আহীর পানের নিয়ম নাই, তাহাদের মধ্যেও সেইরূপ ; তবে জাতিভেদের নিয়ম | মাত্র ভিন্ন। জাতি-ভেদ-প্রথা যে, তাহাদের ; মধ্যে অত্যন্ত প্রবল, তাহ তাহদের পরস্পর ! পান ভোজনের নিয়মে বিলক্ষণ প্রকাশ পায়। সামাজিক মান মর্য্যাদায় সমান সথান ভিন্ন ; তাহার একত্রে পান আহার করেন না। আমাদের মধ্যে অনেকে ইংরাজী খানাপিন আরম্ভ করিয়াছেন, কিন্তু এমন মনে করি- 1 বেন না যে, আপনাদের সঙ্গে ইংরাজের | একাসনে বসিয়া আছার করিতে সহজে । সম্মত হইবেন। এমন কি, অনেক বড় { হোটেলে দেশীয়দের প্রবেশের অধিকার { নাই। আমার একজন পারসী বন্ধু বলি: লেন যে, তিনি আপনার কয়েকটা বন্ধু } বান্ধবকে নিমন্ত্রণ করিয়া অমুক হোটেলে{ জন্য নিৰ্ব্বত । -- منابع این - § -