পাতা:ভারতী ১২৮৪.djvu/২৬০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ബ്-- - } ভারতী পৌ:১২৮৪) ভারতবর্ষীয় ইংরাজ । 艾《破 | আসন গ্রহণ করেন। বিবির উঠিয়া গেলে .সাহেবগণ অবসর পাইয়া মনের সাধে পান ও পরস্পর আল্লাপাদি করিতে পারেন । কিন্তু ইহা বলিষ্ঠত হুইবে যে, ভদ্রে সমাজে পানীতিশয্য এক্ষণে প্রায়ই छूछे श्ब्र नौ । दिविप्नद्र ¢ãरिल इ३ण्ड अर्थ डैटिय | যাইবার নিয়ম কেবল ইংরাজ জাতির মধ্যে প্রচলিত—অন্যান্য ইউরোপীয়দিগের মধ্যে এ প্রথা প্রচলিত নাই। র্তাহারা স্ত্রীসহবাস হইতে বঞ্চিত হইয়া টেবিলে বসিয়া আমোদ প্রমোদ করা নিতান্ত অসভ্যতার কার্য্য | জ্ঞান করেন। ওদিকে বিবির পুরুষদের সহবাস হইতে পরিচুত হইয়া কিরূপে আলাপাদি করেন, তাহ জানিতে অনেকের +কোহল হইতে পারে, কিন্তু তাহদের সে সকল গুপ্তকথা কি প্রকারে প্রকাশিত হইবে ? সে স্ত্রীসভাতে কত কাপড়, কত গয়নার কথা, কত বিবাহের পরামর্শ, কত লোকের চরিত্র সমালোচন,কত পরাধিকারচর্চা উত্থাপিত হয় কে বলিতে পারে ? এই বিষয়ে এক গ্রন্থ রচিত হইলে কত না জানি পুরুষদের শিক্ষোপযোগী বিষয় তাহাতে উপলব্ধি করা যায় ? &r পরচ্ছিদ্রান্বেষণ ইংরাজদের এক জাতীয় ধৰ্ম্ম, তাহার দৃষ্টান্ত অন্বেষণ করিলে অনেক পাওয়া যাইতে পারে। বড় বড় স্টেসনে সন্ধ্যার সময় সকলের যে মিলিবার স্থান sista Rin Scandal point (fR*s*" ) ! দিবসের কাজ কৰ্ম্ম হইতে অবস্থত হইয়। ংলো ইণ্ডিয়ান স্ত্রীপুরুষ এই স্থানে সম্মিলিত হইয়া আলাপাদি করেন। সাহেবের কেহ অশ্বপৃষ্ঠে কেহ পদব্রজে গাড়ীতে উপবিষ্ট এক একজন বিবির সহিত মধুরালাপে মগ্ন । মধ্যে মধ্যে ব্যাও বাদ্যধ্বনি উত্থিত হইতেছে। “ ঈশ্বর । রাণীকে রক্ষা করুন ” এই তান উঠিলে জানা গেল যে, গৃহে যাইবার সময় হইয়াছে। এতদ্ভিন্ন পরস্পর মিলিবার স্থান ক্রীড়ালয়। ইংরাজদের অধিকাংশ ক্রীড়া ব্যায়াম-সমন্বিত, আর যাহার সঙ্গে শারীরিক পরিশ্রমের যোগ নাই, উৎসাহ বৰ্দ্ধনের জন্য সে সকল ক্রীড়াতে বাজী রাখা হয় । হয় শারীরিক পরিশ্রম, নয় মানসিক উত্তেজনা এ দুয়ের এক ন্য থাকিলে ক্রীড়া মনস্থ হয় না । cricket (গুলিডাণ্ডা) প্রভৃতি প্রথমের দৃষ্টান্ত,ঘোড়দৌড়, তাস দ্বিতীয়ের উদাহরণ। ইংরাজদের জাতীয় খেলার মধ্যে প্রধান কৃকেট । তাহদের দৃটিাস্তে এক্ষণে পরিসীরা এই খেলায় এরূপ বুৎপত্তি লাভ করিয়াছে যে, তাহদের সঙ্গে থেলিয়া ইংরাজদেরও অধোবদন হইতে হয়, ও এইরূপ শুনা যাইতেছে যে, এক দল পারসী ক্রীড়ক ইংলণ্ডে জনবুলের সঙ্গে বাজী রাখিয়া থেলিতে যাইবে । কৃকেট আমাদের গুলি ডাণ্ডারই প্রকারান্তর খেলা । ইহা হইতে কোমলতর আর এক প্রকার ক্রীড়ার নাম কোকে; ইহার বিশেষ গুণ এই যে, বিবিরাও | ইহাতে যোগ দিতে পারেন । কিন্তু শারীরিক পরিশ্রমের তত উপযোগী নয় বলিয়া ক্রমে ইহার গৌরব হ্রাস হইয়া মালিতেছে। ব্যাভূমিল্টন নামক খেলা এক্ষণে | ক্রোকের স্থান অধিকার করিয়াছে। পক্ষযুক্ত .

---------