পাতা:ভারতী ১২৮৪.djvu/২৬৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

༣ རི་ལུ་ནི། ། o এই পুরুষকে এই কন্যাদান কে করি তৎপরে পুরোহিত কন্যাকে তাহার পিতার হস্ত হইতে গ্রহণ করিয়া বরের দক্ষিণ হন্তে কন্যার বাম হস্ত যোগ করিয়া বরকে এইরূপ বলিতে বলিবেন। f: আমি তোমাকে পত্নীরূপে গ্রহণ করি বিপদে, রোগে অরোগে, অদ্য হইতে আমি তোমারই থাকিব ও যতদিন বাচিয়! থাকি তোমাকে ভাল বাসিব ও যত্ন করিব, ইহাতে আমার সত্য বচন দিতেছি। । পরে তাছাদের হস্ত খুলিয়া লইবেন ও কন্যা তাহার দক্ষিণ হস্তে . বরের বাম হস্ত ধারণ করিয়া পুরোহিতের পরেপরে বলিবেন । , আমি তোমাকে পতিত্বে বরণ করি८उहि । उॉलहे इडेक भन्महे श्डेक, नयन বিপদে, রোগে অরোগে, অদ্য হইতে আমি | তোমারই থাকিব ও যতদিন বাচিয়া থাকি তোমাকে ভাল বাসিয়া যত্ন ও সেবা করিব, ইৰাতে আমার সত্যবচন দিতেছি । ं खङ्गनखब्र वब्र कनान्न बाभ श्चन्न प्रलूं অঙ্গুলিতে এক অঙ্গুরীয় পরিধান করাইয়া সেই অঙ্গুরীয় স্পর্শ করত পুরোহিতের কথা মত বলিবেন । # , , , o, . . - এই অঙ্গীয়ের সহিত তোমাকে বিবাহ কৃরিতেছি, আমার দেহের সহিত তোমার }মৰ্চনা করিতেছি, আমার ধন সম্পত্তি তো মাকে সমর্পণ করিতেছি। | পরে দম্পতী ۔ . . . . . .5 ، ? : زبان.: &#;..{*، # ,..,...',، : Tउाब्रुङन्तर्रोग्न हेश्ब्राजा তেছি, ভালই হউক মন্দই হউক-সম্পদে | জা পাতির_সিলে - Tভৈারতাগো $象*8 计。 পুরোহিত আশীৰ্ব্বাদ ও প্রার্থনা করিমেন-ও প্রার্থনার পর দম্পতীর হস্তে হস্ত মিলাইয়া বলিবেন, :-- लेश्वब्र बैंशिष्णब्र नश्यूख कब्रिग्रांप्झ्म, কোন মনুষ্য যেনর্তাহীদের বিযুক্ত না করেন। অনন্তর পুরোহিত সমাজের প্রতি লক্ষ্য করিয়া বলিবেন, অমুক অমুক ঈশ্বরের সমক্ষে ও এই সমাজের সমক্ষে পবিত্র উদ্বাহে বন্ধ হইয়া পরস্পরকে সত্য বচন দিয়াছেন ও অঙ্গরীয় দান ও প্রতিগ্রহ দ্বারা ও হস্তে হস্ত যোগ করিয়া তদ্বিষয়ে আপনাদের মনোগত অতিপ্রায় প্রকাশ করিয়াছেন, এক্ষণে অামার বক্তব্য এই ইহঁর স্বামী স্ত্রী রূপে একত্রে সহবাস করুন । তৎপরে প্রার্থনা স উপাসনা ও আশীৰ্ব্বাদে অনুষ্ঠান সমাপ্ত । অনুষ্ঠানের পর দম্পতীকে রেজিস্টরে নাম স্বাক্ষর করিতে হয় । তদনন্তর বর ও কন্যা এক গাড়ীতে বসিয়া কন্যার বাটী গমন করেন। বরযাত্রী ও কন্যাযাত্ৰীগণ র্তাহার পশ্চাৎ পশ্চাৎ আসিয়া গৃহে প্রবেশ করেন। সেখানে সকলে মিলিত হইলে মধ্যান্ধু-ভোজন মহা সমারোহে সম্পন্ন হয় । আহারাস্তে বর-কন্যার স্বাস্থ্য ও কল্যাণ উদ্দেশে বক্তৃত ও পানাদি সমাপন হইলে সকলে স্ব স্ব স্থানে প্রস্থান করেন । পিতামাতা কন্য-ভার হইতে মুক্ত হইলেন। দম্পতী । তাহাদের মধুচন্দ্র যাপন করিতে এক্ষণে বাহির হইলেন। ইংরাজদের অদ্ভুত প্রথা মুসারে তাহদের পশ্চাতে, পুরাতন পাছুক্কা নিক্ষিপ্ত হইল। বিবাহের পাল সাঙ্গ হুইল ।