পাতা:ভারতী ১২৮৪.djvu/২৬৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

| ર૭૭:” কবি-কাহিনী । | এমন মধুর কাছার অশ্রজল এমন দুঃখ { স্ত্রী ভিন্ন কে আমাদের জীবনপথের নিত্য | সঙ্গী, সম দুঃখ-মুখ অচলা সখী ! আমরা { যেন আমোদে মত্ত হইয়া তাহদের স্নেহ | প্রেম ভুলিয়া না যাই। আইস দেখি তো{ মরা যে যোর্ষিৎকুলের নিকট চিরকৃতজ্ঞতা ঋণে আবদ্ধ রহিয়াছ, তাহার কিরূপে শুন কলপনা বলি, ছিল কোন কবি বিজন কুটীর-তলে । ছেলেবেলা হোতে তোমার অমৃত-পানে আছিল মজিয়া । তোমার বীণার ধ্বনি ঘুমায়ে ঘুমায়ে শুনিত, দেখিত কত সুখের স্বপন । একাকী আপন মনে সরল শিশুটি তোমারি কমল-বনে করিত গো খেলা, মনের কতকি গান গাহিত হরষে, বনের কতকি ফুলে গথিত মালিকা । একাকী আপন মনে কাননে কাননে যেখানে সেখানে শিশু করিত ভ্রমণ; একাকী আপন মনে হাসিত কাদিত। | জননীর কোল হোতে পালাত ছুটিয়া, প্রকৃতির কোলে গিয়া করিত সে খেলা, , { ধরিত সে প্রজাপতি, তুলিত সে ফুল, নাশন কাহার প্রার্থনা এমন ফলদায়ী ? কোন ললনা-ভক্ত পুরুষ র্তাহার. হইয়া প্রস্তাবককে সাধুবাদ করেন। আংলো ইণ্ডিয়ানদের আচার ব্যবহার না। যাহা বলা গেল তাহ অনেকেরই জান! কথা, আর অধিক বলিতে গেলে প্রস্তাব বাহুল্য হইয় পড়ে। তবে এখনো আর একটি কথা বক্তব্য আছে, তাহা বলি প্রতিশোধ দাও ” য়াই প্রস্তাবের উপসংহার করিব । এই সকল উপলক্ষে স্ত্রীর প্রায় উপ- ক্রমশঃ স্থিত থাকেন না, কিন্তু তাহদের প্রতিনিধি سعسع | - !" প্রথম সর্গ। বসিত সে তরুতলে, শিশিরের ধারা ধীরে ধীরে দেহে তার পড়িত ঝরিয়া । বিজন কুলায়ে বসি গাহিত বিহঙ্গ, হেথা হোথা উকি মারি দেখিত বালক, কোথায় গাইছে পার্থী। ফুলদলগুলি, কামিনীর গাছ হোতে পড়িলে ঝরিয়া ছড়ায়ে ছড়ায়ে তাহা করিত কি খেলা ! প্রফুল্ল উষার ভূষ অরুণ কিরণে বিমল সরসী যবে হোত তারাময়ী, ধরিতে কিরণগুলি হইত অধীর। যখনি গো নিশীথের শিশিরাশ্র জলে ফেলিতেন উষা দেবী সুরতি নিশ্বাস, গাছপালা লতিকার পাতা লড়াইয়া, पूम डांत्र हेग्न निब घूमरु भौब्र : _যখনি গাহিত বায়ু বনাগান তার, (ভারতী পেী ১২৮৪৷ সম্বন্ধে আর অধিক বলিবার আবশ্যক করে k