পাতা:ভারতী ১২৮৪.djvu/২৭১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কবি-কাহিনী } (ভারতী পোসহ { ছদয় হইল তার সমুদ্রের মত, { সে সমুদ্রে চন্দ্র সূৰ্য্য গ্রহ তারকার o প্রতিবিম্ব দিবানিশি পড়িত খেলিত, { সে সমুদ্র প্রণয়ের জোছনা পরশে | লজিয়া তীরের সীমা উঠিত উথলি, { সে সমুত্র আছিল গে৷ এমন বিস্তৃত সমস্ত পৃথিবী দেবি, পারিত বেষ্টিতে নিজ স্নিগ্ধ আলিঙ্গনে। সে সিন্ধু-হৃদয়ে দুরন্ত শিশুর মত মুক্ত সমীরণ হু হু করি দিবানিশি বেড়াত খেলিয়া । নির্ঝরিণী, সিন্ধুবেল, পৰ্ব্বত-গহবর, সকলি কবির ছিল সাধের বসতি । তার প্রতি তুমি এত ছিলে অনুকূল কল্পনা ! সকল ঠাই পাইত শুনিতে তোমার বীণর ধ্বনি, কখনো শুনিত প্রস্ফুটিত গোলাপের হৃদয়ে বসিয়া, বীণা লয়ে বাজাইছ অস্ফুট কি গান। কণক-কিরণময় উষার জলদে একাকী পার্থীর সাথে গাষ্টতে কি গীত তাই শুনি যেন তার ভাঙ্গিত গো ঘুম ! অনন্ত তারা-খচিত নিশীথ-গগনে বসিয়া গাইতে তুমি কি গৰ্ত্তীর-গান, তাহাই শুনি যেন বিহবল হৃদয়ে নীরবে আকাশ প্লানে রহিত চাছিয়া । নীরব নিশীথে যত্বে একাকী রাখাল স্বদ্বর কুটার-তলে বাজাইত বাঁশি, সে ধ্বনি পশিত তার প্রাণের ভিতর । নিশার আঁধার-কোলে জগত যখন - ASTSTSAAAA SA তুমিও তাছার সাথে মিলাইতে ধ্বনি, . দিবসের পরিশ্রমে পড়িত ঘুমায়ে, । তখন সে কবি উঠি তুষার-মণ্ডিত সমুচ্চ পৰ্ব্বত-শিরে, গাইত একাকী : প্রকৃতি-বন্দনা-গান মেঘের মান্ধারে । সে গম্ভীর গান তার কেহ শুনিত না, কেবল আকাশ-ব্যাপী স্তব্ধ তারকার এক দৃটে মুখ পানে রহিত চাহিয়া । কেবল, পৰ্ব্বত-শৃঙ্গ করিয়া অর্ণধার, সরল পাদপ-রাজি নিস্তব্ধ গম্ভীর ' ধীরে ধীরে শুনিত গে। তাহার সে গান ; কেবল স্বদ্বর-বনে দিগন্ত-বালার হৃদয়ে সে গান পশি প্রতিধ্বনি রূপে মৃদুতর হোয়ে পুন আসিত ফিরিয়া । কেবল সুদূর শৃঙ্গে নিঝরিণী বাল সে গম্ভীর গীতি সাথে কণ্ঠ মিশাইত ৮ - নীরবে তটিনী যেত সমুখে বহিয়া, নীরবে নিশীথ-বায়ু কাপাত পল্লব । গম্ভীরে গাইত কবি “হে মহা প্রকৃতি, fক সুন্দর, কি মহান মুখশ্ৰী তোমার, শূন্য আকাশের পটে হে প্রকৃতি দেবি, কি কবিতা লিখছ যে জ্বলন্ত অঙ্করে, যতদিন রবে প্রাণ, পড়িয়া পড়িয়া go তবু ফুরবে না, পড়া মিটিবেন। আশ! শত শত গ্ৰহ তার তোমার কটাক্ষে কপি উঠে থরথরি, তোমার নিশ্বাসে ঝটিকা বহিয়া যায় বিশ্বচরাচরে । কালের মহান পক্ষ করিয়া বিস্কার, অনন্ত আকাশে থাকি হে আদি জননি, শাবকের মত এই অসংখ্য জগৎ তোমার পাখার ছায়ে করিছ পালন । সমস্ত জগৎ যবে আছিল বালক, - - - , so - * . , i.