পাতা:ভারতী ১২৮৪.djvu/২৭৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

"Ψb .. মেঘনাদ-বধ কাব্য । - ভৈারতাদে র | | আধ ঘুমে মুকুলিত হাসিমাখ অখি! কি মন্ত্র শিখায়ে দেছ দক্ষিণ বালারেযেদিকে দক্ষিণ-বধূ ফেলেন নিশ্বাস, সেদিকে ফুটিয়া উঠে কুসুম-মঞ্জরী, সেদিকে গাহিয়া উঠে বিহঙ্গের দল, সেদিকে বসন্ত লক্ষী উঠেন হাসিয়া! কি হাসি হাসিতে জানে পূর্ণিমা-শর্বরী, সে হাসি দেখিয়া হাসে গম্ভীর পর্বত, সে হাসি দেখিয়া হেসে উথলে জলধি, সে হাসি দেখিয়া হাসে দরিদ্র কুটীর ! হে প্রকৃতি দেবি তুমি মানুষের মন কেমন বিচিত্র ভাবে রেখেছ পূরিয়া, বাল্মীকি রামের চরিত্র-বর্ণনা কালে বলিয়াছেন “ যম ও ইন্দ্রের ন্যায় তাহার বল, বৃহস্পতির ন্যায় তাহার বুদ্ধি, পৰ্ব্বতের ন্যায় তাহার ধৈর্য্য ।” * * ক্ষোভের কারণ | উপস্থিত হইলেও তিনি ক্ষুব্ধ হন না। ” | যখন কৈকেয়ী রামকে বনে যাত্রা করিতে ষ্ঠাদেশ করিলেন, তখন “ মহানুভব রাণ কৈকেয়ীর এইরূপ কঠোর বাক্য শুনিয়া কিছুমাত্র ব্যথিত ও শোকাবিষ্ট হইলেন | না।” “ চন্দ্রের যেমন হ্রাস, সেইরূপ রাজ্যনাশ তাহার স্বাভাবিক শোভাকে কিছুমাত্র মলিন করিতে পারিল না। জীবন্মুক্ত سميتجتتيجي بيت يسمح মেঘনাদ ( মাইকেল মধুসূদন দত্ত প্রণীত । )

    1. * উদ্ধত গুলি যুক্ত হেমচন্দ্র ভট্টাচার্য কৃত ;. রামায়ণ হইতে। '

করুণ, প্রণয়, স্নেহ, সুন্দর শোভন ন্যায়, ভক্তি, ধৈৰ্য আদি সমুচ্চ মহান । ক্রোধ, দ্বেষ, হিংসা আদি ভয়ানক ভাব, নিরাশা মরুর মত,দারুণ-বিষঃতেমনি আবার এই বাহির জগৎ বিচিত্র বেশভূষায় করেছ সজ্জিত। তোমার বিচিত্র কাব্য-উপবন হতে তুলিয়া সুরভি ফুল গাথিয়া মালিকা, তোমারি চরণ তলে দিব উপহার । ” এইরূপে সুনিস্তব্ধ নিশীথ-গগনে প্রকৃতি-বন্দনা-গান গাইত সে কবি । বধ কাব্য । যেমন মুখে দুঃখে একই ভাবে থাকেন, তিনি তদ্রুপই রছিলেন; ফলতঃ ঐ সময়ে তাহার চিত্ত বিকার কাহারই অণুমাত্র লক্ষিত হইল না।” “ ঐ সময় দেবী কেশল্যার অন্তঃপুরে অভিষেক-মহোৎসব প্রসঙ্গে নানাপ্রকার আমোদ প্লুমোদ হইতেছিল। রাম তন্মধ্যে প্রবেশ করিয়াও এই বিপদে ধৈর্য্যাবলম্বন করিয়া রছিলেন। জোৎস্নাপূর্ণ শারদীয় শশধর যেমন আপনার নৈসর্গিক শোভা ত্যাগ করেন না ; সেইরূপ : তিনিও চিরপরিচিত হর্ষ পরিত্যাগ করি লেন না।” সাধারণ্যে রামের প্রজারঞ্জন, এবং বীরত্বের ন্যায় তাহার অটল ধৈর্য্যও প্রসিদ্ধ আছে। বাল্মীকি রামকে ময়া