পাতা:ভারতী ১২৮৪.djvu/২৭৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ভারতী পেী ১২৮৪ ) মেঘনাদবধ কাব্য। ૨૭૭ চরিত্রের পূর্ণতা অর্পণ করিতে চেষ্টা করি য়াছেন; তিনি তাহাকে কোমলতা ও বীরত্ব, । | দয়া ও ন্যায়, সহৃদয়তা ও ধৈর্য্য প্রভৃতি সকল প্রকার গুণের সামঞ্জস্য-স্থলু করিতে চেষ্টা করিয়াছেন। আমরা উপরি উক্ত আদর্শ সম্মুখে রাখিয়া মেঘনাদ বধ কাব্যের রাম চরিত্র-সমালোচনা করিব, অথবা যদি মাইকেল রামচরিত্র-চিত্রে আদিকবির অনুসরণ না করিয়া থাকেন, তবে তাহা কতদূর সঙ্গত হইয়াছে আলোচনা করিয়া দেখিব । যখন প্রমীলার দ্বতী নৃমুণ্ডমালিনী রামের নিকট অসি, গদা বা মল্লযুদ্ধের প্রস্তাব করিতে গেলেন, তখন রঘুপতি উত্তর দেন যে, - শুন সুকেশিল্পী ধিবাদ না করি আমি কভু অকারণে। অরি মম রক্ষঃপতি, তোমরা সকলে কুলবালা, কুলবধূ; কোন অপরাধে বৈরিভাব আচরিব তোমাদের সাথে ? ” ইত্যাদি— তখন মনে করিলাম যে, রাম ভালই করিয়াছেন, তিনি বীর, বীরের মর্য্যাদ। বুঝেন ; অবলী कुीनादमब्र সহিত অনর্থক বিবাদ করিতেওঁ তাহার ইচ্ছা নাই । তখন ত জানিতাম না যে, রাম ভয়ে যুদ্ধ করিতে সাহস করেন নাই ।

  • দ্বতীর আকৃতি দেখি ডরিস্থ হৃদয়ে রক্ষোবর! যুদ্ধসাধ ত্যজিন্তু তখনি। মূঢ় যে ঘাটায় সখে হেন বাঘিনীরে । ” - এ রাম যে কি বলিয়া যুদ্ধ করিতে

আসিয়াছেন সেই এক সমস্যা ! প্রমীলা ত লঙ্কায় চলিয়া যাউন, কিন্তু রামের যে ভয় হইয়াছে তাহ আর কহিবার 本图片 - তিনি বিভীষণকে ডাকিয়া কহিতেছেন“এবে কি করিব, কহু, রক্ষ-কুল মণি ? সিংহ সহ সিংহী আসি মিলিল বিপিনে, কে রাখে এ মৃগ পালে ?’ - রামের কাদে কাদে স্বর যেন আমরা স্পষ্ট শুনিতে পাইতেছি। লক্ষণ, দাদাকে একটু প্রবোধ দিলেন ; রাম বিভীষণকে কহিলেন— “কৃপা করি, রক্ষোবর, লক্ষণেরে লয়ে, দুয়ার দুয়ারে সখে, দেখ সেনাগণে । কোথায় কে জাগে আজি ? মহাক্কান্ত সবে । বীরবাহু সহ রণে । * * * * ” এ পশ্চিম দ্বারে আপনি জাগিব আমি ধনুৰ্ব্বাণ হাতে ” লক্ষণ ষষ্ঠ সর্গে রামকে কছিলেন— "মারি রাবণিরে, দেব, দেহ আজ্ঞা দাসে ।" রঘুনাথ উত্তর করিলেন— “হীয় রে কেমনে--- যে কৃতাস্ত দূতে দূরে হেরি, উৰ্দ্ধশ্বাসে ভয়াকুল জীবকুল ধায় বায়ুবেগে প্রাণ লয়ে ; দেবনর ভষ্ম যার সিষে ; কেমনে পাঠাই তোরে সে সর্প বিবরে, প্রাণাধিক ? নাহি কাজ সীতায় উদ্ধারি।" ইত্যাদি লক্ষণ বুঝাইলেন যে, দেবতারা যখন আমাদের প্রতি সদয়, তখন কিসের ভয় । বিভীষণ কহিলেন যে, লঙ্কার রাজলক্ষী তাহাকে স্বপ্নে কহিয়াছেন যে, তিনি শীঘ্রই