পাতা:ভারতী ১২৮৪.djvu/২৭৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

M. ভারতী পেী ১২৮৪) .. mam- .. - - - o মেঘনাদ-বধ কাব্য । २१७ | যাহা হউক, রামায়ণের নায়ক মহাবীর রাম, মেঘনাদবধকাব্যের কবি র্তাহার একি দুর্দশা করিয়াছেন। তাহার চরিত্রে তিলমাত্র উন্নত-ভাব অর্পিত হয় নাই, এরূপ পরমুখাপেক্ষী ভীরু কোনকালে | যুদ্ধক্ষেত্রে অবতীর্ণ হয় নাই। বাল্যকাল হইতে রামের প্রতি আমাদের এরূপ মমতা আছে যে, প্রিয়ব্যক্তির মিথ্যা-অপবাদ শুনিলে যেরূপ কষ্ট হয়, মেঘনাদবধ কাব্যে রামের কাহিনী পড়িলে সেইরূপ कझे झ्म्न । পূর্বেই বলা হইয়াছে, রামের চরিত্রে বীরত্ব ও কোমলত্ব সমানরূপে মিশ্রিত তুছে। পেরুষ এবং স্ত্রীত্ব উভয় একাধারে মিশ্রিত হইলে তবে পূর্ণ-মনুষ্য স্বজিত হয়, বাল্মীকি রামকে সেইরূপ করিতে চেষ্ট করিয়াছেন । মেঘনাদবধে রামের কোমলতা অংশটুকু অপৰ্য্যাপ্তরূপে বর্ণিত হইয়াছে, কিন্তু পাঠক, এমন একটি কথাও কি পাইয়াছেন, যাহাতে তাহাকে বীর বলিয়া মনে হয় ? প্রথম হইতে শেষ পর্যন্ত কেবল বিভীষণের সহিত পরামর্শ করিয়া ছেন, কেবল লক্ষণের জন্য রোদন করি য়াছেন। ইন্দ্ৰজিতের সহিত যুদ্ধে প্রেরণ করিবার সময় সংস্কৃত রামায়ণে রাম লক্ষ ণকে কহিতেছেনঃ– বৎস, সেই ভয়াবহ দুরাত্মার (ইন্দ্র জিতের ) সমস্ত মায়া অবগত আছি। সেই, রাক্ষসাধম দিব্য অস্ত্রধারী, এবং সংগ্রামে | ইন্দ্র ও অন্যান্য দেবগণকেও বিসংজ্ঞ । কলিত পারে। সে ৰে আয়ােক পূৰ্ব্বক অন্তরীক্ষে বিচরণ করে, এবং মেঘাচ্ছন্ন সূর্য্যের ন্যায় তাহার গতি কেহ জ্ঞাত হইতে পারে না। হে সত্যপরাক্রম অরিন্দম, বাণ দ্বারা সেই মহাবীর রাক্ষসকে বধ কর। । হে বৎস, সংগ্রামে দুৰ্ম্মদ যে বীর বজ্র- ; হস্তকে ও পরাজিত করিয়াছে, হনুমান, জা, বান ও ঋক্ষসৈন্য দ্বারা পরিস্তুত হইয় যাও—তাহাকে বিনাশ কর। বিভীষণ তাহার অধিষ্টিত স্থানের সমস্ত অবগত আছেন, তিনিও তোমার অনুগমন করি- | বেন । - মূল রামায়ণে লক্ষণের শক্তিশেল যেরূপে : বর্ণিত হইয়াছে, তাহ অমুবাদিত করিয়া নিয়ে উদ্ধৃত করা গেল। ভুজগরাজের জিহবার ন্যায় প্রদীপ্তশক্তি রাবণ দ্বারা নিক্ষিপ্ত হইয়া মহাবেগে লক্ষণের বক্ষে নিপতিত হইল। লক্ষণ এই দূরপ্রবিষ্ট শক্তি দ্বারা ভিন্নহৃদয় হইয়া ভূতলে মূচ্ছিত হইয়া পড়িলেন। সন্নিহিত রাম তাহার এইরূপ অবস্থা দেখিয়া ভ্রাতৃস্নেহে বিষন্ন হইলেন ও মুহূৰ্ত্ত কাল সাশ্রনেত্ৰে চিন্তা করিয়া ক্রোধে যুগান্তবহির । ন্যায় প্রজ্বলিত হইয়া উঠিলেন । “এখন বিষাদের সময় নয়” বলিয়। রাম রাবণ বধাৰ্থ । পুনৰ্ব্বার যুদ্ধে প্রবৃত্ত হইলেন। ঐ মহাবীর } অনবরত শর বর্ষণ পূর্বক রাবণকে ক্ষত । বিক্ষত করিতে লাগিলেন। শর-জালে ; আকাশ পূর্ণ হইল এবং রাবণ মূচ্ছিত } হইয়া পড়িলেন । অনন্তর রাম দেখিলেন,লক্ষণ শক্তিবিদ্ধ } হইয়া শোণিত লিপ্ত-দেহে সমৰ্পপৰ্ব্বতের }