পাতা:ভারতী ১২৮৪.djvu/২৭৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

}} २१8 প্রাচীনসিংহলের বাণিজ্য। "ভারতাপে ১২৮৪ } ন্যায় রণস্থলে পতিত আছেন। স্বগ্রীব, অঙ্গদ ও হনুমান প্রভৃতি মহাবীরগণ লক্ষ ণের বক্ষঃস্থল হইতে বহুত্বেও রাবণ-নিক্ষিপ্ত শক্তি আকর্ষণ করিতে পারলেন না। পরে রাম ক্রদ্ধ হইয়া দুই হস্তে ঐ ভয়াবহ শক্তি গ্রহণ ও উৎপাটন করিলেন। শক্তি উৎপাটন-কালে রাবণ র্তাহার প্রতি অনবরত শর নিক্ষেপ করিতে লাগিল। কিন্তু মহাবীর রাম তাহ লক্ষ্য না করিয়া লক্ষণকে উত্থাপন পূর্বক হনুমান ও স্বগ্রাবকে কহিলেন, দেখ, তোমরা লক্ষণকে পরিবেষ্টন পূৰ্ব্বক এই স্থানে থাক এবং ইহাকে অপ্রমাদে রক্ষা কর। ইহা চিরপ্রার্থিত পরাক্রম প্রকাশের অবসর। ঐ সেই পাপত্যু রাবণ, বর্ষার মেঘের ন্যায় গর্জন করত তামার সম্মুখে দাড়াইয়া আছে। হে সৈন্যগণ, আমার প্রতিজ্ঞ শ্রবণ কর, আজ জগৎ আরাবণ বা অরাম হইবে । তোমরা কিছুতে ভীত হইও না। আমি সত্যই কহিতেছি এই দুরাত্মাকে নিহত করিয়া রাজ্যনাশ, বনবাস, দণ্ডকারণে পর্যটন ও জানকীবিয়োগ এই সমস্ত ঘোরতর দুঃখ ও নরক-তুল্য ক্লেশ নিশ্চয় বিস্কৃত হইব। আমি যাহার জন্য এই কপিসৈন্য আহরণ করিয়াছি, যাহার জন্য স্বগ্রীবকে রাজা করি য়াছি, যাহার জন্য সমুদ্রে সেতুবন্ধন করি , {

| কাল হইতেই লিং প্রাচীন-সিংহলের বাণিজ্য। আজি নহে, কালি নহে, প্রাচীনতম | প্রাচীনতম কাল হইতেই ठांशग्रxशयूकि- - হল সভ্য-সমাজে পরিচিত, সৌরভ দিগন্তব্যাপ্ত। কত প্রাচীন কাল লাম,সেই পাপ আজ আমার দৃষ্টিপথে উপস্থিত, তাহাকে আজ আমি সংহার করিব। এই পামর আজ দৃষ্টিবিষ ভীষণ-সপের দৃষ্টিতে পড়িয়াছে, কিছুতেই ইহার নিস্তার নাই। সৈন্যগণ, এক্ষণে তোমরা শৈলশি খরে উপবিষ্ট হইয়া আমাদের এই তুমুল সংগ্রাম প্রত্যক্ষ কর । আমি আজ এমন ভীষণ কাৰ্য্য করিব যে, অদ্যকার যুদ্ধে গন্ধৰ্ব্বের, কিন্নরেরা, দেবরাজ ইন্দ্র, চরাচর সমস্ত লোক, স্বর্গের সমস্ত দেবতার রামের রামত্ব প্রত্যক্ষ করিয়া যতকাল পৃথিবী রছিবে ততকাল তাহ ঘোষণা করিতে থাকিবে । - এই বলিয়া মহাবীর রাম মেঘ হইতে | জল-ধারার ন্যায় শরাসন হইতে অনবরত শর নিক্ষেপ করিতে লাগিলেন । রাবণও ; র্তাহীকে লক্ষ্য করিয়। শর নিক্ষেপ করিতে লাগিলেন। উভয়পক্ষের নিক্ষি প্র শীর গতি- ; পথে সত্তঘর্য প্রাপ্ত হওয়াতে একটা তুমুলশবদ শ্রুতিগোচর হইতে লাগিল । r এই রামায়ণ হইতে লক্ষম ণর পতন দৃষ্টি রামের অবস্থা বর্ণনা উদ্ধত করাগেল। এক্ষণে রামায়ণের অসুকরণ করিলে ভাল - হইত কিনা, আমরা তৎসম্বন্ধে কিছু বলিতে - চাহি না, পাঠকের তাহ বিচার করিবেন। س:تیم