পাতা:ভারতী ১২৮৪.djvu/২৮২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

- उीजकी পে ১২৮৪) প্রাচীন সিংস্কুলের বাণিজ্য ।

ጓዓ !

বাহুল্য। আর ধৰ্ম্ম, বাণিজ্যের উপর সামান্য কাৰ্য্য করে না, সকল দেশের ইতিহাসে তাহ স্পন্টরূপে দেখিতে পাওয়া যায়। বৌদ্ধধৰ্ম্ম যখন তাহার পতাকা •লইয়া ভুবনবিজয় করিয়াছিল, তখন বৌদ্ধধৰ্ম্মের পুণ্যনিকেতন সিংহল যে, বাণিজ্যে বিশেষ প্রাধান্য-লাভ করিয়াছিল, তদ্বিষয়ে সন্দেহ নাই। কিন্তু ইহাত অশোকের সময়ে ; ইহার পূর্বে চন্দ্রগুপ্ত বা তাহার পিতা নন্দর সময়ে, ভারতবর্ষ সুতরাং তৎসহচরী লঙ্কাও যে বাণিজ্যে বিলক্ষণ গৌরব ও মহত্ব লাভ করিয়াছিল, তাহ আমরা মিগাস্থিনিস ও আলেকজাণ্ডারের সহচরদ্বয়ের মুখে শুনিতে পাই । ঐ সহচরদ্বয়ের মধ্যে নিয়ার্কস বলেন যে, আলেকজাণ্ডারের আক্রমণের অনেক পূর্বে পারস্য-রাজত্ব-কালেও সিংহলের বাণিজ্য বিলক্ষণ প্রবল ছিল । ইহা অপেক্ষ আর | প্রাচীন-সময়ে সিংহলের নাম শুনিতে পাওয়া যায় না , সুতরাং এই সময় হইতে উহার বাণিজ্য বিষয় কতদূর জানিতে পারি দেখি ; ভিন্ন ভিন্ন সময়ের ভিন্ন ভিন্ন লেখক এতদ্বিষয়ে কি বলেন, তদালোচনায় প্রবৃত্ত छ्रे । % এই মাত্র বলিলাম, নিয়ার্কসের (Nearchus) মুখে শুনিতে পাই যে, আলেক জাণ্ডারের আক্রমণের অনেক পুর্বে পারস্য-রাজত্বকালেও সিংহলের বাণিজ্য বিলক্ষণ প্রবল ছিল । তিনি বলেন যে, ভারতবর্ষ হইতে ফিরিয়া যাইবার কালে পারস্য-উপসাগরে প্রবেশ করিয়া তিনি কহে। ভারতবর্ষ অপেক্ষ এখানে প্রচুর । মকেটা () (এক্ষণে উছাকে মমেন্দন কহুে) নামক স্থানে বহুল পরিমাণে সিংহলজাত দারু-চিনি ও অন্যান্য ভারতবর্ষীয় দ্রব্য সকল বিক্রীত হইতে দেখিয়াছিলেন । সে সকল দ্রব্য আবার তথা হইতে বাবিলোনি: tয় বিস্ত্রীত হইবার জন্য প্রেরিত হইত। এই লেখকের মুখে ভারতবর্ষীয় প্রবালেরও উল্লেখ পাওয়া যায়। পারস্যধিপত্য সময়ে যে, সিংহলজাত দ্রব্য সকল আরব, বাবিলন ও পারস্য দেশের বিপণীমণ্ডলীতে সাদরে গৃহীত ও বিক্রীত হইত, তদ্বিষয়ে কোন সন্দেহ নাই । এক্ষণে আলেকজাণ্ডারের সময় । অীলেকজাণ্ডারের সময়েও সিংহল কতদূর সুবিখ্যাত ছিল,স্টাবে এবং প্লিনি তাহার সাক্ষী । প্লিনি বলেন “তাপ্রোবেন বহুকাল হইতে দ্বিতীয় পৃথিবী বলয়। বিবেচিত হইত, এবং অণ্টিকৃ «far (Antich thones ) নামে কথিত হইত। আলেকজাণ্ডারের ভারত আক্রমণ কালে এই দ্বীপ আবিষ্কৃত হয়। র্তাহার যুদ্ধ-জাহাজাধ্যক্ষ অনেসিক্রিটস বলেন যে, ভারতবর্ষ অপেক্ষ। এখানে অধিক পরিমাণে হস্তী দেখিতে পাওয়া যায় । মিগাস্থিনিস বলেন যে, ইহা একটী নদী দ্বারা বিভক্ত, এবং ইহার } অধিবাসীদিগকে পলিয়গণি Paleaogoni. পরিমাণে স্বর্ণ ও বড় বড় প্রবাল সমূৎপন্ন * Raifficia Eratosthenes site (*) See, foot note, Heeren's Historical Researches vol III P 468, -