পাতা:ভারতী ১২৮৪.djvu/২৮৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বঙ্গসাহিত্য । ২৭৮ (ভারতী পেী ১২৮৪ ইহার দৈর্ঘ্য সপ্তসহস্ৰ ষ্টেডিয়া (১) এবং প্রস্থ পঞ্চ সহস্ৰ, ষ্টেডিয়া । ইহাতে নগর নাই, ইহা কেবল গ্রাম মালায় পূর্ণ; তাহার সংখ্যা সাত শতেরও অধিক, পূর্বে ইহা প্রাসিয়াইদিগের রাজ্য (মগধ) (২) হইতে বিংশ দিবস পোত গমনের পথ ঘলিয়া বোধ হইত। কিন্তু পরিশেষে দৃষ্ট হইল যে, ইহার অধিবাসীরা যে অলপীয়াস-নিৰ্ম্মিত পোতে (নীল নদীতে যেরূপ পোত ব্যবহৃত হইত) সচরাচর গমন করিয়া থাকে, তাহাতে এক সপ্তাহ সময় লাগে । মধ্যবর্তী সমুদ্রে মাঝে মাঝে স্বল্প গভীরতা দেখিতে পাওয়া যাওয়া যায় ; কিন্তু এক এক প্রণালীতে এত গভীরতা আছে যে তথtয় নঙ্গর স্থান পায় না । এই জন্য তাহারা অগ্র ও পশ্চাদ্ভাগ সূক্ষ করিয়া এক প্রকার জাহাজ নিৰ্ম্মাণ করিত, যদ্বারা একে ভাসিতে ভাসিতে এতদূর আসিয়া পড়িয়াছি যে, রমেশচন্দ্র বাবু একেবারে আমাদের চক্ষুর অন্তরালে পড়িয়াছেন। কিন্তু আর না, এখন আমরা কুলে ফিরিলাম, এবং কুলে আমরা কবিতা বিষয়ক তর্কতুফানে (১) একষ্টেডিয়ম ইংরাজী ৬০৬ ফিট নয় ইঞ্চ । (*) || “ প্রসিয়াই ” (Prasii ) ąfits= ! See - * Lethbridge's History of India P.48. মিগাস্থিনিস মগধবাসিদিগকে | বারেই ঐ গভীর প্রণালী দিয়া গতায়াত করিতে পারিত ; তাহাদিগের আর অগ্রশস্ত, স্বল্প গভীর প্রণালী দিয়া যাইবার আবশ্যক হইত না । বায়ু সঞ্চালনের সহিত পোত গমনাগমনের কিরূপ সুবিধা, • তদেশবাসীরা তাহ বিলক্ষণরূপে অবগত ছিল।” আলেকজাণ্ডারের সমসাময়িক নিয়াকর্ম ও অনেসিক্রিটস্ ও র্তাহাদের পরবর্তী মিগাস্থিনিস্, ডায়ামেকস্ প্রভৃতির, কথা লইয়াই প্লিনি উহা বলিয়াছেন ; স্ট্যাবোও তাঁহাদের কথামতে বহুবিধ বাণিজ্যদ্রব্য, বিশেষতঃ ভারতবর্ষে আমদানীর জন্য কচ্ছপপৃষ্ঠ ও হস্তিদন্তের উল্লেখ করিয়া যথেষ্ট বিশ্বাসযোগ্য-প্রমাণ সহিত বলিয়া য়াছেন যে, এ সময়ে সিংহল এক বহুবিস্তুত বাণিজ্য স্থান ছিল । ক্রমশঃ مبس۔--- تتیجتناexتتاسیسمے বঙ্গ-সাহিত্য । (পূৰ্ব্ব প্রকাশিতের পর ।) ফিরিয়া রমেশ বাবুকে সঙ্গে লইয়া আমরা এবার বঙ্গ-সাহিত্য-সমুদ্রে ঝাঁপ দিব ; এবং বাপ দিয়া সমুদ্রমন্থনে প্রবৃত্ত হইব। আমরা স্বীকার করি যে, আমাদের মন্থনীয় সমুদ্র অপার বা অতলস্পর্শ নহে। —বৌদ্ধসাহিত্যের মতন ইহার প্রবল তরঙ্গাভিঘাতে হিন্দুধৰ্ম্ম রূপ অচল-প্রতিষ্ঠ পৰ্ব্বতও বিকম্পিত হয় নাই এবং ফরাসি সাহিত্যের - যতন ইহার অপ্রতিহত মহাপ্লাবনে বিপুল | J *