পাতা:ভারতী ১২৮৪.djvu/৩১২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

o বাঙ্গালীর আশা ও নৈরাশ্য। " - .. ভারতী si. २२४8) ৩০৭ | কি অল্প কালের মধ্যে আমাদের বঙ্গদেশ গদ্য এই সেদিন ত নিৰ্ম্মিত হইয়াছে ; যত! দিন ভাষার উন্নতি না হয়, ততদিন জাতির ,"ङेडि হয় না, অথবা জাতির উন্নতির চিহ্নই ভাষার উন্নতি । র্যাহারা প্রায় বাঙ্গলা গদ্যের সৃষ্টিকৰ্ত্ত তাহারা আজিও বর্তমান আছেন । বাঙ্গলা ভাষা ও বাঙ্গলা সাহিত্য এই অৰ্দ্ধশতাব্দীর মধ্যে আশ্চর্য্য উন্নত হইয়াছে। এত দ্রুত ও এত অল্প কালের মধ্যে বোধ হয় কোন ভাষারই উন্নতি হয় | নাই। এই উন্নতি-স্রোত যদি দারুণ প্রতিঘাত না পায় তবে কখনো থামিবে না । বাঙ্গালীদের এই অৰ্দ্ধশতাব্দীর উন্নতি, ইহার মধ্যে তাহাদের উদ্যম কত বাড়িয়া উঠিয়াছে, অধীনতাব অনুৎসাহের মধ্যে এতদূর আশা করা যায় না। স্কট লণ্ডে গিয়া তাহাবা কৃষিবিদ্যা অধ্যয়ন করিতেছে, লণ্ডনে গিয়া সেখানকার বিজ্ঞান-আচার্য উপাধি আহ রণ করিতেছে, অঙ্ক বিদ্যা শিখিতেছে, জৰ্ম্মনীতে নিজের মত প্রচার করিতেছে, ! রুসিয়ার বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকের আসন অধিকার করিতেছে, সমস্ত ভারতবর্ষে রাজনৈতিক ঐক্যতা স্থাপনের জন্ত প্রাণপণে চেষ্টা করিতেছে, সাহস পূৰ্ব্বক কত সামাজিক শৃঙ্খল ছিড়িয়া ফেলিয়াছে, সফল চউক বা না হউক, গবর্ণমেণ্টের কুনি- | য়মের বিরুদ্ধে সাহস পূর্বক স্বীয় মত প্রকাশ H করিতেছে, আমেরিকায় শিক্ষা পাইধার জন্য কত যুবক উদ্যত হুইয়াছেন, এবং আমরা শীঘ্রই দেখিতে পাইব যে, তাহার | উন্নতির পথে অগ্রসর হইয়াছে । বঙ্গ ভাষায় দের জ্ঞান উপার্জনের প্রধান প্রবর্তৃক ? পোত-নিৰ্ম্মাণবিদ্যা, যন্ত্ৰ-বিদ্যা এবং ইংরাজেরা যদি যুদ্ধ শিক্ষা না দেন, তবে | ফুন্সে গিয়া, জৰ্ম্মনিতে গিয়া যুদ্ধ শিথিয়া আসিবে, ইহা নিশ্চয়ই । গবর্ণমেন্টের অধীনে কাৰ্য্য জুটিতেছে না, . সুতরাং জীবিকার অভাবে বিদেশে গিয়া অর্থের নিমিত্তেও বিদ্যা শিখিবে, বাণিজ্যের । উন্নতি হইবে, এখনি আমাদের দেশীয় ; লোকের বাণিজ্যের দিকে মন পড়িয়াছে, J অৰ্দ্ধশতাব্দীর মধ্যে অধীনতার সীমাবদ্ধ । ক্ষেত্রে এত দূর উন্নতি কোন জাতি করিয়াছে জানি না । : পাঠকের জিজ্ঞাসা করিবেন যে আমরা পূৰ্ব্বে বলিলাম সভ্যতার প্রথম অবস্থায় অর্থের আবশ্যক করে, তবে এখন কেন বলিতেছি যে, অর্থাভাবও বাঙ্গালী স্বাধীন সভ্যতার নিমিত্ত প্রথম অবস্থায় নিশ্চয়ই অর্থ আবশ্যক, আমাদের যদি । ভাবিয়া চিন্তিয়া নিজের মস্তিষ্ক হইতে ; এই সভ্যতা গঠিত করিতে হইত, তবে নিশ্চয়ই অবসর নহিলে পারিতাম না, 1 অপরে আমাদের জ্ঞান গিলাইয়া দিতেছে, ইহার জন্য অধিক অর্থ আবশ্যক করে না, । আমরা নূতন বৈজ্ঞানিক সত্য আবিঙ্কিয়া ! করিতে পারিব না, নুতন যন্ত্র ਢੋਵਿਜੀ করিতে পারিব না, সুতরাং আমরা একটি, জাতীয় মহত্ব উপার্জন করিতে পারিব না। - পৃথিবীতে এখন সভ্যতা গঠিহ হইতেছে, এই গঠন-কাৰ্য্যে আমরা কোন সাহায্য । করিতে পারিব কি ন সন্দেহস্থল, তবে