পাতা:ভারতী ১২৮৪.djvu/৩১৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

-- - 5 ב (א ॐ স্বাস্থ্য । ভারতী মা ১২৮৪) N বালকের যেরূপ নিয়মিত সময়ে আহার করে, ক্রোড়স্থ শিশুসন্তানকেও সেইরূপ নিয়ম করিয়া যথাকলে ও মাত্রায় আহার | দেওয়া উচিত। বালকের অসময়ে বা | কোন জিনিস দেখিবামাত্র থাইতে চাহিলে তাহ দেওয়া বিশেষ অনিষ্টকর। নিয়মিত সময়ে স্তনপান করাইলে বালক নিঃশেষে স্তনের দুগ্ধ পান করিতে পারে। এদেশে আর একটি কুপ্রগণ এই যে সস্তান কঁদিলেই মাতা তাহাকে স্তনপান করান । | কিন্তু র্তাহারা জানেন না যে অনেক সময়ে সন্তান অন্য কারণেও কাদিয়া থাকে । অতএব স্তনপান সম্বন্ধে নিম্নলিখিত এই নিয়মটি প্রতিপালন করা কৰ্ত্তব্য । ইহা সকলের পক্ষে উপযুক্ত না হইলেও হইতে পারে কিন্তু | চেষ্টা করিলে অনেকেই তদনুসারে চলিতে পারেন । রাত্রি ৯ । ১০ টার সময় সত্তান স্তন্ত্য পান করিলে পর জননী শিশুটিকে লইয়া শয়ন করিবেন ও একবারে ৫ টার সময় উঠিয় তাহাকে স্তন দিবেন। ইতিমধ্যে সন্তান কাদিয়া উঠিলে তাহার গাত্ৰ-বস্ত্র বা পাশ্ব পরিবর্তন’ করিতে হইবে। অথবা যদি উহার ওষ্ঠস্বয় শুষ্ক দেখেন, তবে এক ঝিনুক শীতল জল দিলেই যথেষ্ট হইবে। কিন্তু কখন যেন উহার মুখে স্তন না দেন। পাঁচটা বাজিলেই সস্তানকে স্তন পান করাইবেন। তাহার পর ৰেল নয়টার সময় ছেলেকে পুনরায় স্তন দিতে হইবে। মটার পর হইতে চারি ঘণ্ট অন্তর এক একবার স্তম্ভপান করাইলেই সস্তানের ক্ষুধা শাস্তি হইতে পারে। - ৩ । যে প্রস্থতির শরীর সুস্থ ও সবল তাহারই পুত্রকে স্তনপান করাইবারভার গ্রহণ করা উচিত। মাতার এই ভার পরের হস্তে সমর্পণ করা অতি নিষ্ঠুরের কাজ । নিতান্ত প্রয়োজন হইলেই মাতাকে এইরূপ অস্বাভাবিক উপায় অবলম্বন করিতে হয় । ইংরাজদের সন্ত্রান্ত লোকের পুর্বস্ত্রী সকল সন্তানকে স্তন দেওয়া নীচ কার্য্য বলিয়। মনে করেন । লিপসিকের একজন স্বপ্র- | সিদ্ধ ডাক্তার বলেন যে জননী মাত্রেরই | স্বহস্তে সন্তান-প্রতিপালন-ভার গ্রহণ করা উচিত । ইহাতে গৌরব ভিন্ন অপমানের বিষয় কিছুই নাই। যে মাত | সৌন্দৰ্য্য ও যৌবন-সুলভ কমনীয়তার ! হানি হইবে মনে করিয়া সস্তানকে স্তন | দিতে বিরত হন, তাহারাই অচিরে স্বভা ৷ বের বিরুদ্ধাচরণ করিয়া ঐ সকল বিষয়ে | বঞ্চিত হন । বস্তুত প্রসবের পর মাতৃস্তনে দুগ্ধ সঞ্চার হওয়া প্রকৃতি-নিয়মিত কাৰ্য্য। সচরাচর এই দুগ্ধ প্রচুর পরিমাণেই মাতৃস্তনে পাওয়া যায়। এসময়ে উহা সস্তানকে ] না দিয়া যদি ঔষধ বা অন্ত কোন অস্বাভাবিক উপায়ে বদ্ধ করা হয়, তাহ হইলে মাতার সমূহ অনিষ্ট হইবার সম্ভাবনা । । এমন কি ইহাতে রক্তস্ৰাব প্রদর-রোগ শিরঃ- | পীড়া জ্বর পর্যন্ত ঘটিয়া থাকে। অতএব | প্রস্থতি মাত্রেরই এবিষয়ে সাবধান হওয়া { উচিত। এবং যাহাতে ছয় মাস পর্য্যন্ত । দুগ্ধ নিঃসরণ হইতে পারে তাহার উপায় | বিধান করা কর্তব্য। স্ত্রীলোকের গর্ভাশয় ও স্তন পর্য্যায়ক্রমে