পাতা:ভারতী ১২৮৪.djvu/৩২২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ভারতী মা ১২৮৪) ছিট ওয়ালা। . - - :- باد " ; , ^)yVు भांक्षांख ७ ८वांश्राई दिकाशिद्रिद्रमझि१ তিনি ব্রাহ্মণকে অত্যন্ত মান্য করিতেন, আবার ব্রাহ্মণের মধ্যে কুলীনকে সৰ্ব্বাপেক্ষা মান্ত করিতেন। তিনি প্রত্যেক উমেদারের কুলপরিচয় জিজ্ঞাসা করিতেন । যদি কেহ মুকুধ্যে অথবা গাঙ্গুলী বলিয়া পরিচয় দিত, তাহা হইলে তাহার শীঘ্ৰ কৰ্ম্ম হইবার সম্ভাবন । নিকৃষ্ট জাতি হইলে তাহাকে ছয় বৎসর ধরিয়া ঘোল থাইতে হইত । যখন তিনি মেদিনীপুর জিলায় নিযুক্ত ছিলেন তখন এক জন সুবর্ণবণিক তাহার সৈরিস্তাদার ছিলেন। ঐ সময়ে তাহাব উপরওয়াল যে কমিসনার সাহেব ছিলেন, তিনি বিলাতের এক ধোপার ছেলে। সেরিস্তাদারের iী সহিত হষ্টন সাহেবের সর্বদ টক ঝক . হইত, কিন্তু সে ব্যক্তি কমিসনর সাহেবের প্রিয় পাত্র বলিয় তাহার কিছু করিতে পারিতেন না । এক দিন তিনি সেরিস্তাদারের উপর কুপিত হইয়। বলিয়াছিলেন “তো | মারা পাণি কোই ছোতা নেই, তোমার ম নিব কী পাণিভি কোই ছোতা নেই।” যখন তিনি কৃষ্ণনগর জেলায় বদলী হই লেন, তখন সেখানে গিয়া প্রথম কৰ্ম্মের চার্জ লইবার সময় প্রত্যেক আমলার পরিচয় জিজ্ঞাসা করিলেন। আমলাদিগের মধ্যে | বেচার সেরিস্তাদ্বার চট্টগ্রামবাসী বলিয়া । | পরিচয় দেওয়াতে হুষ্টল সাহেব বলিলেন, “স্থিয়৷ কঁহাসে একঠো মগু আয়ারে।” চট্ট -e স্থিত অনার্য দেশ বলিয়া বোধ হয় তিনি { তাহ ভারতবর্ষের অন্তভূক্ত করেন নাই। ব্রাহ্মণ বলিয়া, বিশেষতঃ চাটুযে, বড় যে, গ্রাম জেলা ব্ৰহ্মরাজ্যের সন্নিকট প্রযুক্ত তাহার দক্ষিণ ভাগে অনেক গুলি মগের নিবাস আছে এই জন্ত হুষ্টন সাহেব সিরাস্তাদারকে মগৃ বলিয়াছিলেন। উক্ত জিলায় কৰ্ম্ম করিবার সময় তিনি একবার একটা মোক্তারের প্রতি কুপিত হইয় তাহার নিকটস্থ রূলে হাত দিয়া- . ছিলেন। মোক্তারকে মারিবার ইচ্ছা ছিল না, কেবল ভয় দেখাইবার জন্ত ঐ প্রকার করিয়াছিলেন, কিন্তু একবার মাত্র তাহার । সেই রূল স্পর্শের ফল অতিশয় ভয়ানক । হইয়া দাড়াইল । মোক্তার মনে করিল সাহেব বুঝি তাহাকে মারিতে যাইতেছেন । সেই জন্য সে পলাইল । সে যদি পলাইল আমলারাও পলাইল । মোক্তার আমলার। যদি পলাইল তবে কাছারীর বাহিরে অশ্বখ বৃক্ষের নিম্নে উপবিষ্ট মকদ্দমাকারী ব্যক্তি- { গণও পলাইল । নগরের লোক দেখিল । দুই তিন শত লোক কেবল উদ্ধশ্বাসে পলইতেছে। কি খবর, না, সাহেব খেপিয়াছেনঃ একজন ব্রাহ্মণ-পুত্র হুষ্টন সাহেবের অতিশয় প্রিয় পাত্র ছিলেন । তিনি তাহু!কে তাহার বাল্যকালে প্রতিপালন করিয়া শেষে একটি কৰ্ম্ম করিয়া দেন । সে ব্যক্তি পরে ক্রমে ডেপুটি কলেক্টর পদ প্রাপ্ত হন । সাহেব যখন হুগলীতে বদলী হইলেন তখন সেই ব্যক্তি হুগলী জিলায় ঐ কৰ্ম্ম করিতেছিলেন। হুষ্টন সাহেব তথাকার কালেক্টর } হওয়াতে তিনি তাহার অধীনস্থ হইলেন। } সাহেব একদিন তাহার প্রতি কুপিত হইয়। ...' চাপরাগীকে তাহার কান ಙ! _