পাতা:ভারতী ১২৮৪.djvu/৩২৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মোচকু লোচন-বারি ॥ ধ্রু ॥ • রূপ নাহি মম, কছুই নাহি গুণ দুথিনী আহির জাতি, নাহি জানি কছু, বিলাস ভঙ্গিম, যৌবন গরবে মাতি ॥ অবলা রমণী, ক্ষুদ্র হৃদয় ভরি পীরিত করনে জানি । এক নিমিথ পল, নিরথি শ্যাম জমি | সোই বহুত করি মানি ॥ কুঞ্জ পথে যব, নিরথি সজনি হুম, শ্যামক চরণক চীনা। শত শত বার ধূলি চুম্বি সখি, , রতন পাই জন্তু দীন ॥ নিঠুর বিধাতা, এ দুখ-জনমে মাঙিব কি তুয়া পাশ ? জনম অভাগী, উপেথিত ছম, বহুত লাহি করি আশ ॥ দূর থাকি হম, রূপ হেরইব, ভাতুসিংহের কবিতা । (ভারতী মা ১২৮৪ ভাসুসিংহের কবিতা । - محتوا ()هس .* ভৈরবী । হম সখি দারিদ নারী ! দূরে গুনইব বশি। জনম অবধি হম, পীরিতি করমু দূর দূর রহি সুখে মিরীখিব, শ্যামক মোহন হাসি ॥ মানস ফলকে, অণকছু যে সখি শ্যামক রূপক রেহু । না মুছিবে সখি, লোচন সলিলে যব তক রাখব দেহ ॥ শ্যাম-প্রেয়সি রাধা ! সখিলে ! থাক’ সুখে চিরদিন । তুয়া সুখে হম রোয়ব না সখি অভাগিনী গুণ হীন ॥ অপন ছুখে সখি, হম রোয়ব লো, নিভৃতে মুছইব বারি! কোহি ন জনিব, কোন বিষাদে ভন-মন দতে হুমারি ॥ ভামু সিংহ ভনয়ে, শুন কালা দুখিনী অবলা বালাউপেখার অতি তিধিনী বাণে न' ह्नेिश् न। नििश् ङ्ांशi ॥ s