পাতা:ভারতী ১২৮৪.djvu/৩২৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

গর্ভাবস্থায় স্তমদ্বয়ে কিছুদিন পর্য্যস্ত কোন কাৰ্য্যই থাকে না। তখন গর্ভাশয়ই সন্তানকে পোষণ করিতে থাকে। প্রসবের iপর ঐ দুই অঙ্গের অবস্থার পরিবর্তন হয়, প্রথম কবি ।-- তাজিকে তোমার মানস সরসে কি শোভা হয়েছে, “ম অরুণ বরণ চরণ পরশে কমল কালন, হরফে কেমন ফুটিয়ে রয়েছে,--না ! মীরবে চরণে উথলে সরলী, নীরবে কমল, করে টল মল মীরবে বহিছে বায় । মিলি কত রাগ, মিলিয়ে রাগিণী, আকাশ হইতে করে গীত-ধ্বনি, শুনিয়ে সে গীত আকাশ-পাতাল হেীয়েছে অবশ প্রায়, শুনিয়ে সে গীত, হোয়েছে মোহিত শিলাময় হিমগিরি, পার্থীরা গিয়েছে গাইতে ভুলিয়া সরসীর বুক উঠিছে ফুলিয়া ক্রমশঃ ফুটিয়া ফুটিয়া উঠিছে - প্তান-লয় ধরি ধীরি ; তুমি গো জননি, রয়েছ দাড়ায়ে ·,`ა. §: " ; , * ኀ ভারতী বনানা । . ৩১৩ । কাৰ্য্য করিবে, ইহাই প্রকৃতির উদেশ্য। অর্থাৎ স্তনদ্বয় জরায়ুর ভার গ্রহণ করে। । - ইহার ব্যভিচারে সস্তান ও মাতা উভয়েরই অনিষ্ট হয় । ്ത്ത്--ബ് ভারতী-বন্দন | -suచిరణాజు 受 ु3--- ! সে গীত ধারার মাঝে, বিমল জোছনা-ধারার মাঝীরে চাঁদটি যেমন সাজে। দশ দিশে দিশে, ফুটিয় পড়েছে fবমল দেহের জ্যোতি, মালতী ফুলের পরিমল সম শীতল মৃদুল অতি । আলুলিত চুলে কুসুমের মালা সুকুমার করে মৃণালের বালা লীলা-শতদল ধরি, ফুলছাচে ঢালা কোমল শরীরে ফুলের ভূষণ পরি। দশ দিশি দিশি, উঠে গীত ধ্বনি দশ দিশি ফুটে দেহের জ্যোতি দশ দিশি ছুটে ফুল-পরিমল । মধুর মৃছল শীতল অতি । নব দিবাকর স্নান সুধাকর চাহিয়া মুখের পানে, জলদ আসনে দেব বালাগণ । . . . . . . . . .