পাতা:ভারতী ১২৮৪.djvu/৩২৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

छोब्रडौ म ०२४-8) ভারতী বন্দন । শত কবি উঠিত গাইয়া, সহস্র ভারতবাসী করিত তোমার স্তব সমস্বরে আকাশ ছাইয়া ! সে ধ্বনির প্রতিধ্বনি, বেড়াইত খেলাইয়া হিমাদ্রির গুহায় গুহায়, ভারত সমুদ্র বক্ষে, সহস্র তরঙ্গ উঠি মিশাইত কণ্ঠস্বর তায় । বাল্মীকির বীণাধবনি, বাসের ভেরী-নিনাদ ঋষিদের তারিণাক গান, শুনিতে শুনিতে তুমি, ভারতের বক্ষে আসি কেমন হইতে অধিষ্ঠান ! কালিদাস ভাব-মুগ্ধ, কুহকিনী বঁশি লয়ে বাজাতেন কি মোহন গীত, | তটিনী ধরিত তান, কুঞ্জে কুঞ্জে পার্থী গুলি গাই ত গে। তাহার সহিত । হা দেবি সে দিন নাই, কাজ কি আসিয়া তবে ? যে বল হেয়েছে শূন্ত মরু— সেখানে বসন্ত এলে, আর কি ডাকিবে পার্থী মুঞ্জরিবে শুষ্ক যত তরু ? তোমারে দেখিলে দেবি, সে দিনের যত কথা একে একে জেগে উঠে মনে, কি আঘাত লাগে প্রাণে,বুক যেন ফেটে যায় মৰ্ম্মভেদী-স্মৃতির দংশনে ? থাক্ থক্ ও সকল, মরমের কথা গুলি মরমেই ঘুমাক নীরবে— প্রতিধ্বনিও যেথা, সাড়া নাহি দেয় কছু সে অরণ্যে র্ক দিয়া কি হবে ? তৃতীয় কবি -- ওগো বীণাপাণি, কমলবাসিনি দেখিছ ন তুমি চেয়ে ? ভারতের মুখ, ঘোর বিষাদের !' _ை SiSLLLS \S)') & | আঁধার ফেলেছে ছেয়ে । কত আর বল কঁদিবে অভাগী, যাতন সহিবে কত ? : তোমারি মুহাসি কিরণে, ভারতি, নাশ গে| বিষাদ যত । যদি বীণাপাণি ঢাল গো হেথায় ও বীণার সুধারাশি, এখনি ভারত মুছিবে লয়ন এখনি উঠিবে হাসি ! মলিন শ্ৰীহীন, ভারত এখন, স গুলি গিয়েছে তার, ধন মান যশ সুখ স্বাধীনতা কি আছে বল গো অার ! - লক্ষ্মী এক দিন ছিলেন ভারতে ছাড়িয়া গেছেন তারে । বল দেখি তবে ভারত এখন কি লয়ে হাসিতে পারে ? তব আগমনে যদি গো ভারত হাসে দিনেকের তরে সেই টুকু মুখে করে না বঞ্চিত কহি দেবি সকাতরে ! * এস তবে আজি বীণা-পাণি দেবি লও বীণা কোলে তুলি, তোমার চরণ পরশে ভারত যাক শোক তাপ ভুলি। ও পদ পরশে মুছুক্‌ ভারত * নয়ন-সলিল রাশি ! দিনেকের তরে অভাগী ভারত হামুক মুখের হাসি । আইস গে। তবে ভারতী এবার । আজি পুণা মাঘ মাসে,