পাতা:ভারতী ১২৮৪.djvu/৩২৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

.,of 燃 8 לס\,| ভারতী বন্দন । (ভ্যৱতী ম: ১২৮৪

আজিকে তোমার মানস-সরপে

| কি শোভা হোয়েছে-ম। -- রূপের ছটায় আকাশ পাতাল পুরিয়া রয়েছে-মা – যেদিকে তোমার.পড়েছে জননি, সুহাস কমল-নয়ন ছুটি উঠেছে উজলি’ সেদিক আমনি, সেদিকে পাপিয়া, উঠিছে গাহিয়৷ সেদিকে কুসুম উঠিছে ফুটি ! এস ম আজিকে ভারতে তোমার, পূজিব তোমার চরণ গুটি ! বহুদিন পরে, ভারত অধরে সুখময় হাসি উঠুক ফুটি । আজি কবিদের মানসে মানসে পড়ুক তোমার হাসি, হৃদয়ে হৃদয়ে উঠুক্‌ ফুটিয়া । ভকতি-কমল-রাশি ! নমিয়া ভারতী-জননী চরণে সঁপিয়া ভকতি-কুসুম-মালা, দশ দিশি দিশি প্রতিধ্বনি তুলি হুলুধ্বনি দিক্ দিকের বালা ! চরণ-কমলে অমল কমল আঁচল ভরিয়া ঢালিয়া দিক! | শত শত হৃদে তব বীণাধবনি জাগায়ে তুলুক শত প্রতিধ্বনি, সে ধ্বনি শুনিয়া কবির হৃদরে ফুটয় উঠবে শতেক কুসুম গাহিয়া উঠিৰে শতেক পিক! ... } দ্বিতীয় কবি --- কেনগো ভারতে আজি, আদিবে ভারতী দেবি, r ... : आंट्छ्। - 岛 কোমল কমল রাজি, তোমার আসন মাত৷ হেথায় কি তোমারে গো সাজে ? কিদিয়ে আমরা আর, পুজিব চরণ তব, কোথা পাব মানস-কমল, বল গে৷ কমলাসন, কোথায় দাড়াবে তুমি .4 এ শ্মশানে নাই হেন স্থল ! অর্ণধার আকাশ দিয়া, উচ্ছ্বসিয়া যায় বায়ু শিবাদল করিছে রোদল, গগন জলদে অন্ধ, গুমরিয়া গুমরিয়া থেকে থেকে করিছে গর্জন । ক্ষণেক আলেয়া আলে, ছলনা করিয়া অ’খি পলকে মিশায় প্রকাশিয়া, যেন রে রাক্ষস ঘোর, সৰ্ব্বগ্রাসী অন্ধকার উঠিতেছে হাসিয়া হাসিয়া । মাঝে মাঝে চিতানল, নীরবে নীরবে জুলি, ভষ্ম হোয়ে নিভিছে আবার, আকাশেতে চন্দ্র নাই, স্বৰ্য্য নাই তার মাই, চার দিকে-অাধার-অর্ণধার – এ মহা-শ্মশান মাঝে, যদি গো বাজাও বীণা, ; কি ভীষণ শুনাবে সে ধ্বনি । ঘুম ভাঙ্গাইল বলি, গাঢ়নিদ্র অন্ধকার ভ্রুকুটিয়া উঠিবে আমনি ! ! সে শব্দে চেতন পেয়ে, মিদ্রোখি" রোগী সম, o চারি দিক র্কাদিয়া উঠিবে, . পেচকের, বাহুড়ের, শিবার অশিব ধ্বনি একত্তরে চৌদিকে ছুটিবে । বল দেখি বীণাপাণি, কমলবাসিনি ওগো ডাকি হেথা তোমারে কি বলি,

থাক তুমি থাক মুখে, কোমল কমল-বুকে !

কি এ শ্বশানের মাঝে ?