পাতা:ভারতী ১২৮৪.djvu/৩৩১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

| లిస్ట్రి কবি-কাহিনী । 鷲w , (ভারতী মা ১২৮৪ | মিস্তৃত নিকুঞ্জে বসি খুলি দিয়া প্রাণ, | গাইল বনের পার্থী বসত্তের গান। | বহিল কানন ময় বসত্তের বায়, নবীন বসন্ত ঋতু আইল ধরায় । | তুমিও আইলে বাণি, হাসিলেন উষা, পরিল পৃথিবী নব বসন্তের ভূষা । তোমারে দেখিয়া হর্ষে হইয়া অধীর, দ্বিতীয় সর্গ— | “এত কাল হে প্রকৃতিকরিন্থতোমার সেবা, তবু কেন এ হৃদয় পুরিল না দেবী ? | এখনো বুকের মাঝে রয়েছে দারুণ শূন্ত, সে শূন্ত কি এ জনমে পূরিবে না আর ? |মনের মন্দির মাঝে, প্রতিমা নাহিক যেন শুধু এ আঁধার গৃহ রয়েছে পড়িয়া, কত দিন বল দেবী, রহিবে এমন শূন্ত, তা হলে ভাঙিয়ে যাবে এ মনো-মন্দির ! কিছু দিন পরে আর, দেখিব সেখানে চেয়ে পূৰ্ব্ব হৃদয়ের আছে ভগ্ন অবশেষ, সেই ভগ্ন অবশেষে—মুখের সমাধি পরে বসিয়া দারুণ দুখে কঁদিতে কি হবে ? |মনের অন্তর তলে, কি যে কি করিছে হুহু | কি যেন আপন ধন নাইক সেখানে, - } সে শুষ্ঠ পুরাতে দেবী, ঘুরেছি পৃথিবীময় " }মরুভূমে তৃষাতুর মৃগের মতন। =-ل কবি-কাহিনী । ASA SSASASMMeeeAAASAASAASAASAASAA | | মুছিয়া নয়ন হোতে নীহারের নীর, বরণ বরণ ফুলে করিয়া খচিত, . পুথিবী আসন তব কোরেছে রচিত । আইস হেথায় তবে কহিতেছে কবি যেথা তব পদার্পণ, রাত্রি করে পলায়ন, ' সেথায় জাগিয়া উঠে সুতরুণ রবি । § 籌 কত মরীচিক। দেবি, কোরেছে ছলনা মোরে, । কত যুরিয়াছি তার পশ্চাতে পশ্চাতে, অবশেষে শ্রাস্ত হোয়ে তোমারে শুধাই দেবী এ শূন্ত পূর্ণিনা কি কিছুতে আমার ? ਚੌਿਜ শশি, অস্ত যাইতেছে পুনঃ বসন্ত শরত শীত চক্ৰে;ফিরিতেছে— তি পদক্ষেপে আমি, বাল্যকাল হোতে দেধী, ক্রমে ক্রমে কতদূর যেতেছি চলিয়া ; | | রাপ্যকাল গেছে চোলে, এসেছে যৌবন এবে যোবন যাইবে চলি আসিবে বাৰ্দ্ধক্য, তবু এ মনের শূন্ত, কিছুতে কি পূরিবে না ? মন কি করিবে হুহু চিরকাল তরে ? শুনিয়াছিলাম কোন উদাসী যোগীর कtइ “মানুষের মন চায় মাছবেরি মন— গম্ভীর সে নিশীথিনী, সুন্দর সে উষাকাল বিষঃ সে সায়াকুের স্নান भू४झ,ि 。裴漫。.’ বিস্তুত সে অস্তুনিধি, সমুচ্চ সে গিরিবর |