পাতা:ভারতী ১২৮৪.djvu/৩৩৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ভারতী মা ১২৮৪) - - w কবি-কাহিনী I বঁধি নাই আমার এ স্বাধীন হৃদয়! | শুধু দেবী মিটাইতে মনের বীরত্ব গৰ্ব্ব লক্ষ মানবের রক্তে ধুইনি চরণ ! শুধু দেবী এজীবনে নিশাচর বিলাসেরে সুখ-স্বাস্থ্য অর্ঘ্য দিয়া করি নাই সেবা ! তবু কেন হৃদয়ের তৃষা মিটিল না মোর তবু কেন ঘুচিল না প্রাশের শূন্তত ? শুনেছি বিলাস সুর বিহবল করিয়া হৃদি, ডুবাইয়া রাখে সদা বিস্মৃতির যুমে, কিন্তু দেবী—কিন্তু দেবী—এতযে পেয়েছি কষ্ট বিস্মৃতি চাইনে তবু বিস্মৃতি চাইনে – সেকি ভয়ানক দশা, কল্পনাও শিহরে গেt— স্বৰ্গীয় এ হৃদয়ের জীবনে মরণ ! আমার এ মন দেবী, হোক মরুভূমি সম তৃণলতা জলশূন্ত জলন্ত প্রান্তর, তবুও তবুও আমি, সহিব তা প্রাণ-পণে বহিব তা যতদিন রহিব বঁচিয়া ; মিটাতে মনের তৃষা ত্রিভুবন পর্যাটিব, হত্যা করিব না তবু হৃদয় আমার । প্রেম ভক্তি স্নেহ আদি মনের দেবতা যত যতনে রেখেছি আমি মনের মন্দিৰুে, | তাদের করিতে পুজা, ক্ষমতা নাইক বলে বিসর্জন করিবারে পারিব না। আমি । কিন্তু ওগো কলপন আমার মনের কথ। বুঝিতে কে পরিবেক বল দেখি দেবী ? আমার ব্যথার মৰ্ম্ম কারে বুঝাইবে বল— } বুঝাইতে না পারিলে বুক যায় ফেটে । যদি কেহ বলে দেবি, তোমার কিসের দুখ, হৃদয়ের বিনিময়ে পেরেছ হৃদয়, -> তবে কাল্পনিক দুখে, এত কেন ম্ৰিয়মাণ ? তবে কি বলিয়া আমি দিবগে উত্তর ? ۔یہ ، = ، ہمہ محے میسی ==-sas. سرے ع..ہر శజ్ఞ్గత উপায় থাকিতে তবু যে সহে বিলাদ জাল, পৃথিবী তাহুরি কষ্টে হয়গো বাথিত, আমার এ বিষাদের উপায় নাইক কিছু, কারণ কি তাও দেবি পাইন খুজিয়া। পৃথিবী আমার কষ্ট বুঝক বা না বুকুক্‌, , নলিনীরে কিবলিয়া বুঝাইব দেবী ? তাহারে সামান্ত কথা গোপন করিলে পরে হৃদয়ে কি কষ্ট হয় হৃদয় তা জানে। এত তারে ভালবাসি, তবু কেন মনে হয় । ভালবাসা হইল না আশ মিটাইয়া, আঁধার সমুদ্রতলে, কি যেন বেড়াই খুজে । কি যেন পাইতেছি না চাহিতেছি যাহা । বুকের যেখানে তারে রাখিতে চাইগো আমি সেখানে পাইনে যেন রাখিতে তাহারে, তাইতে অস্তর বুক এখনো পুরিতেছে না, তাইতে এখনো শূন্ত রয়েছে হৃদয় ।” কবির প্রণয় সিন্ধু, ক্ষুদ্র বালিকার মন রেখেছিল মগ্ন করি অগাধ সলিলে, উপরে যে ঝড় ঝঙ্কা, কতকি বহিরা যেত । নিম্নে তার কোলাহল পেতন শুনিতে, প্রণয়ের অবিচিত্র, নিয়ত নুতন তবু তরঙ্গের কলধ্বনি শুনিত কেবল, সেই একতান ধ্বনি, শুনিয়া শুনিয়া তার হৃদয় পড়িয়ছিল ঘুমায়ে কেমন ! :বনের বালিকা আহাঁ,সে ঘুমে বিহ্বল হোম্বে, } কবির হৃদয়ে রাথি অবশ মস্তক । % স্বর্গের স্বপন শুধু দেখিত দিবস রাতি, } হৃদয়ের হৃদয়ের অনন্ত মিলন। , , , } বালিকার সে হৃদয়ে,সে প্রণয় মগ্ন-স্বদে * o অবশিষ্ট আছিল না এক তিল স্থান, } আর কিছু জানিত ন, মায় কিছু ভাবিত্ত না ।